ETV Bharat / state

নদিয়ায় বজ্রাঘাতে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান রাজ্যের - BRATYA BASU

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো নবদ্বীপে বজ্রাঘাতে মৃতকে দুই লাখ টাকার আর্থিক সাহায্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ পাশাপাশি মৃতের দুই ছেলের শিক্ষার দায়িত্ব নেওয়ার কথাও বললেন তিনি ৷

নদিয়ায় বজ্রাঘাতে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান রাজ্যের
নদিয়ায় বজ্রাঘাতে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান রাজ্যের
author img

By

Published : Jun 10, 2021, 3:09 PM IST

নবদ্বীপ , 10 জুন : বজ্রাঘাতে নিহত মধুসূদন দাসের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ বুধবার নদিয়ার নবদ্বীপে মৃতের বাড়িতে আসেন তিনি ৷ নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি ৷ এরপর সরকার ও দলের তরফে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি ৷

8 জুন গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন মধুসূদন দাস নামের এক ব্যক্তি ৷ ফেরার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর ৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পরিবারে তাঁর স্ত্রী ও দুই ছেলে আছে ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি ৷ তাঁর অকালে চলে যাওয়াতে স্বাভাবিকভাবেই পরিবারের হাল সঙ্গীন ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদানে কিছুটা হলেও উপকার হবে বলে জানিয়েছে মৃতের পরিবার ৷

নদিয়ায় বজ্রাঘাতে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান রাজ্যের

মৃতের স্ত্রী জানিয়েছেন , দুই লাখ টাকায় কি সারাজীবন চলবে ? দুই ছেলেকে মানুষ করতে হবে ৷ বিডিও সাহেব এসেছিলেন ৷ স্থানীয় নেতারাও এসেছিলেন ৷ একটা কাজ পেলে অনেকটাই উপকার হত ৷ সেইসঙ্গে এই আর্থিক অনুদানের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Buddhadeb Dasgupta : প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত, শোক প্রকাশ মোদি ও মমতার

ব্রাত্য বসু বলেন , "অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে আর্থিক সাহায্য দিয়েছেন ৷ অন্যদিকে রাজ্য সরকার ও দলের তরফে দুই লাখ টাকা দেওয়া হল ৷ তাছাড়া প্রশাসন সবসময় পরিবারের পাশে থাকবে ৷ " তাঁকে প্রশ্ন করা হয় শিক্ষামন্ত্রী হিসাবে মৃতের দুই ছেলের শিক্ষার দায়িত্ব তিনি নেবেন কিনা ! তিনি সম্মতি দিয়ে বলেন , "অবশ্যই ৷ একজন শিক্ষামন্ত্রী হিসাবে কেন ওদের দায়িত্ব নেব না ? নিশ্চয়ই নেব ৷ "

নবদ্বীপ , 10 জুন : বজ্রাঘাতে নিহত মধুসূদন দাসের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ বুধবার নদিয়ার নবদ্বীপে মৃতের বাড়িতে আসেন তিনি ৷ নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি ৷ এরপর সরকার ও দলের তরফে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি ৷

8 জুন গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন মধুসূদন দাস নামের এক ব্যক্তি ৷ ফেরার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর ৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পরিবারে তাঁর স্ত্রী ও দুই ছেলে আছে ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি ৷ তাঁর অকালে চলে যাওয়াতে স্বাভাবিকভাবেই পরিবারের হাল সঙ্গীন ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদানে কিছুটা হলেও উপকার হবে বলে জানিয়েছে মৃতের পরিবার ৷

নদিয়ায় বজ্রাঘাতে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান রাজ্যের

মৃতের স্ত্রী জানিয়েছেন , দুই লাখ টাকায় কি সারাজীবন চলবে ? দুই ছেলেকে মানুষ করতে হবে ৷ বিডিও সাহেব এসেছিলেন ৷ স্থানীয় নেতারাও এসেছিলেন ৷ একটা কাজ পেলে অনেকটাই উপকার হত ৷ সেইসঙ্গে এই আর্থিক অনুদানের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Buddhadeb Dasgupta : প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত, শোক প্রকাশ মোদি ও মমতার

ব্রাত্য বসু বলেন , "অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে আর্থিক সাহায্য দিয়েছেন ৷ অন্যদিকে রাজ্য সরকার ও দলের তরফে দুই লাখ টাকা দেওয়া হল ৷ তাছাড়া প্রশাসন সবসময় পরিবারের পাশে থাকবে ৷ " তাঁকে প্রশ্ন করা হয় শিক্ষামন্ত্রী হিসাবে মৃতের দুই ছেলের শিক্ষার দায়িত্ব তিনি নেবেন কিনা ! তিনি সম্মতি দিয়ে বলেন , "অবশ্যই ৷ একজন শিক্ষামন্ত্রী হিসাবে কেন ওদের দায়িত্ব নেব না ? নিশ্চয়ই নেব ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.