ETV Bharat / state

বোমাবাজিতে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণীর সগুনায় - বোমাবাজিতে আহত

কল্যাণীর সগুনায় দুষ্কৃতী হামলা, বোমাবাজি । চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

বোমাবাজিতে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণীর সগুনায়
বোমাবাজিতে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণীর সগুনায়
author img

By

Published : Mar 13, 2021, 4:09 PM IST

কল্যাণী, 13 মার্চ : দুষ্কৃতী হামলা ও বোমাবাজিতে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণীর সগুনা এলাকায় । গতরাতে ঘটনাটি ঘটে । অভিযোগ, স্থানীয় এক বাসিন্দাকে মারধর করে, মোটর বাইক কেড়ে পুকুরে ফেলে দেয় । তারপর বোমাবাজি করে চম্পট দেয় দুষ্কৃতীরা । বোমাবাজিতে জখম হয় ওই স্থানীয় বাসিন্দা ।

আরও পড়ুন : দিনহাটায় তৃণমূলের পথসভায় বোমাবাজি, অভিযুক্ত বিজেপি

গতরাতে, বিশ্বজিৎ সরকার নামে এক স্থানীয় বাসিন্দা মোটর বাইকে বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন । সেই সময় হঠাৎ 3টি বাইকে দুষ্কৃতীরা এসে তার উপর চড়াও হয় । মারধর করে । পরে তার বাইকটি পাশের একটি খালে ফেলে, 2 টি বোমা মেরে চম্পট দেয় ।

বোমাবাজিতে জখম স্থানীয় বাসিন্দা । দেখুন ভিডিয়ো...

দুষ্কতীদের ছোঁড়া বোমার আঘাতে জখম হয় বিশ্বজিৎ । তাকে স্থানীয়রা উদ্ধার করে জিএনএম হাসপাতালে নিয়ে যায় । আজ সকালে আহতের পরিবারের তরফে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয় । তদন্তে নেমেছে পুলিশ । এখনও পর্যন্ত কাউকে পুলিশি হেফাজতে নেয়নি পুলিশ । খোঁজ চালাচ্ছে পুলিশ ।

কল্যাণী, 13 মার্চ : দুষ্কৃতী হামলা ও বোমাবাজিতে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণীর সগুনা এলাকায় । গতরাতে ঘটনাটি ঘটে । অভিযোগ, স্থানীয় এক বাসিন্দাকে মারধর করে, মোটর বাইক কেড়ে পুকুরে ফেলে দেয় । তারপর বোমাবাজি করে চম্পট দেয় দুষ্কৃতীরা । বোমাবাজিতে জখম হয় ওই স্থানীয় বাসিন্দা ।

আরও পড়ুন : দিনহাটায় তৃণমূলের পথসভায় বোমাবাজি, অভিযুক্ত বিজেপি

গতরাতে, বিশ্বজিৎ সরকার নামে এক স্থানীয় বাসিন্দা মোটর বাইকে বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন । সেই সময় হঠাৎ 3টি বাইকে দুষ্কৃতীরা এসে তার উপর চড়াও হয় । মারধর করে । পরে তার বাইকটি পাশের একটি খালে ফেলে, 2 টি বোমা মেরে চম্পট দেয় ।

বোমাবাজিতে জখম স্থানীয় বাসিন্দা । দেখুন ভিডিয়ো...

দুষ্কতীদের ছোঁড়া বোমার আঘাতে জখম হয় বিশ্বজিৎ । তাকে স্থানীয়রা উদ্ধার করে জিএনএম হাসপাতালে নিয়ে যায় । আজ সকালে আহতের পরিবারের তরফে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয় । তদন্তে নেমেছে পুলিশ । এখনও পর্যন্ত কাউকে পুলিশি হেফাজতে নেয়নি পুলিশ । খোঁজ চালাচ্ছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.