ETV Bharat / state

বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, আহত 2 কিশোর - Bomb Explosion while playing , 2 child seriously injured

স্থানীয় সূত্রে খবর, চাকদহ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের নাথ পুকুর এলাকার দুই কিশোর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি পুকুরে স্নান করতে যায় ৷ সেখানে পুকুর পাড়ে বলের মতো কিছু জিনিস পড়ে থাকতে দেখে ৷ সেটা নিয়েই বল ভেবে খেলা করছিল তারা ৷ হঠাৎই ওই বোমা ফেটে যায় ৷

Bomb Explosion while playing , 2 child seriously injured
বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর আহত 2 কিশোর
author img

By

Published : Nov 10, 2020, 1:16 PM IST

Updated : Nov 10, 2020, 3:02 PM IST

চাকদহ, 10 নভেম্বর : বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ করে গুরুতর আহত 2 কিশোর ৷ তাদের চাকদহ স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ নদিয়ার চাকদহ পৌরসভা এলাকার ঘটনা ৷

স্থানীয় সূত্রে খবর, চাকদহ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের নাথ পুকুর এলাকার দুই কিশোর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি পুকুরে স্নান করতে যায় ৷ সেখানে পুকুর পাড়ে বলের মতো কিছু জিনিস পড়ে থাকতে দেখে ৷ সেটা নিয়েই বল ভেবে খেলা করছিল তারা ৷ হঠাৎই ওই বোমা ফেটে যায় ৷ বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থানে যায় ৷ স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ওই দু'জনকে ৷ এরপর তাদের তড়িঘড়ি উদ্ধার করে চাকদহ স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । কিছুক্ষণ চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাদের কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করে । বর্তমানে সেখানেই ওই দুই কিশোর চিকিৎসাধীন ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিনিয়ত গভীর রাত পর্যন্ত ওই এলাকায় মদ ও গাঁজার আসর বসে । শুধু এলাকার নয় বিভিন্ন এলাকা থেকে অচেনা যুবকরা এখানে মদের আসর বসায় । আজ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকদাহ থানার পুলিশ । পুলিশ গিয়ে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে । যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি । স্থানীয় বাসিন্দারা চাইছে পুলিশ অতি দ্রুত ব্যবস্থা নিয়ে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের গ্রেপ্তার করুক ।

চাকদহ, 10 নভেম্বর : বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ করে গুরুতর আহত 2 কিশোর ৷ তাদের চাকদহ স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ নদিয়ার চাকদহ পৌরসভা এলাকার ঘটনা ৷

স্থানীয় সূত্রে খবর, চাকদহ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের নাথ পুকুর এলাকার দুই কিশোর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি পুকুরে স্নান করতে যায় ৷ সেখানে পুকুর পাড়ে বলের মতো কিছু জিনিস পড়ে থাকতে দেখে ৷ সেটা নিয়েই বল ভেবে খেলা করছিল তারা ৷ হঠাৎই ওই বোমা ফেটে যায় ৷ বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থানে যায় ৷ স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ওই দু'জনকে ৷ এরপর তাদের তড়িঘড়ি উদ্ধার করে চাকদহ স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । কিছুক্ষণ চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাদের কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করে । বর্তমানে সেখানেই ওই দুই কিশোর চিকিৎসাধীন ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিনিয়ত গভীর রাত পর্যন্ত ওই এলাকায় মদ ও গাঁজার আসর বসে । শুধু এলাকার নয় বিভিন্ন এলাকা থেকে অচেনা যুবকরা এখানে মদের আসর বসায় । আজ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকদাহ থানার পুলিশ । পুলিশ গিয়ে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে । যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি । স্থানীয় বাসিন্দারা চাইছে পুলিশ অতি দ্রুত ব্যবস্থা নিয়ে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের গ্রেপ্তার করুক ।

Last Updated : Nov 10, 2020, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.