ETV Bharat / state

রানাঘাটে উদ্ধার যুবকের মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের - মৃত্যু

নদিয়ার রানাঘাট এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল ৷ রানাঘাট থানার পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে ৷

রানাঘাট
রানাঘাট
author img

By

Published : Mar 18, 2020, 5:39 PM IST

Updated : Mar 18, 2020, 8:15 PM IST

রানাঘাট, 18 মার্চ : নদিয়ার রানাঘাট এলাকায় উদ্ধার হল যুবকের মৃতদেহ ৷ 34 নম্বর জাতীয় সড়কের কাছে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ তারপরই খবর দেওয়া হয় রানাঘাট থানার পুলিশকে ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ৷

মৃতের নাম ইন্দ্রজিৎ ঢালি (32) ৷ রানাঘাট থানা এলাকার শরৎপল্লির বাসিন্দা ৷ গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ইন্দ্রজিৎ ৷ কিন্তু, রাতে আর ফেরেননি ৷ পরিবারের লোকজন একাধিক জায়গায় খোঁজখবর নিলেও কোনওরকম খোঁজ পাননি ৷ তারপরই আজ সকালে তাঁর দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ দেহটি ইন্দ্রজিতের বুঝতে পেরে তাঁর পরিবারকে খবর দেন তাঁরা ৷ খবর দেওয়া হয় রানাঘাট থানার পুলিশকেও ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইন্দ্রজিতের দেহ ৷

রানাঘাটে উদ্ধার যুবকের মৃতদেহ

ইন্দ্রজিতের এরকম আকস্মিক মৃত্যুতে হতবাক এলাকার লোকজন ৷ শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন থাকায় তাঁকে খুন করা হয়েছে বলেই পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে ৷ এই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রানাঘাট, 18 মার্চ : নদিয়ার রানাঘাট এলাকায় উদ্ধার হল যুবকের মৃতদেহ ৷ 34 নম্বর জাতীয় সড়কের কাছে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ তারপরই খবর দেওয়া হয় রানাঘাট থানার পুলিশকে ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ৷

মৃতের নাম ইন্দ্রজিৎ ঢালি (32) ৷ রানাঘাট থানা এলাকার শরৎপল্লির বাসিন্দা ৷ গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ইন্দ্রজিৎ ৷ কিন্তু, রাতে আর ফেরেননি ৷ পরিবারের লোকজন একাধিক জায়গায় খোঁজখবর নিলেও কোনওরকম খোঁজ পাননি ৷ তারপরই আজ সকালে তাঁর দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ দেহটি ইন্দ্রজিতের বুঝতে পেরে তাঁর পরিবারকে খবর দেন তাঁরা ৷ খবর দেওয়া হয় রানাঘাট থানার পুলিশকেও ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইন্দ্রজিতের দেহ ৷

রানাঘাটে উদ্ধার যুবকের মৃতদেহ

ইন্দ্রজিতের এরকম আকস্মিক মৃত্যুতে হতবাক এলাকার লোকজন ৷ শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন থাকায় তাঁকে খুন করা হয়েছে বলেই পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে ৷ এই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Mar 18, 2020, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.