ETV Bharat / state

Suvendu Adhikari: খেটে মরেছেন মজুর, আর খেজুর খাচ্ছেন হুজুর ! অভিষেককে কটাক্ষ শুভেন্দুর - তৃণমূল কংগ্রেস

Suvendu Adhikari Slams Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷ রাজ্যের সব দুর্নীতির সঙ্গে অভিষেকের যোগ আছে বলে কার্যত অভিযোগ করলেন বিরোধী দলনেতা ৷ বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের ফুলিয়া থেকে তিনি এই অভিযোগ করেন ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 7:45 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী

শান্তিপুর, 14 সেপ্টেম্বর: দুর্নীতির ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী ৷ কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্বন্ধে বললেন, ‘‘খেটে মরেছেন মজুর, আর খেজুর খাচ্ছেন হুজুর !’’

দেশজুড়ে ‘মেরা মিট্টি মেরি দেশ’ বা ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ বৃহস্পতিবার সেই কর্মসূচি পালিত হয় নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় ৷ সেখানে কৃত্তিবাস ওঝার জন্মস্থান থেকে মাটি সংগ্রহ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই কর্মসূচির পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একের পর এক ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি ৷ 2011 সালের আগে অভিষেকের রাজনীতিতে অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷

বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের অফিসে হাজিরা দেন অভিষেক ৷ তাঁকে দীর্ঘ কয়েকঘণ্টা ধরে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ সেখান থেকে বেরিয়ে নারদা মামলার প্রসঙ্গ তোলেন অভিষেক ৷ বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে ওই মামলায় প্রথমে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হবে বলেও দাবি করেন ৷

সেই প্রসঙ্গে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী দাবি করেন, নারদার স্টিং অপারেশন কোনও দুর্নীতি নয় ৷ ওটা আসলে ষড়যন্ত্র ছিল ৷ সেই ষড়যন্ত্রের মূলমাথা অভিষেক ৷ সেই সময় তৃণমূল সাংসদ কেডি সিং-কে দিয়ে এই কাজ অভিষেক করিয়েছিল ৷ কিন্তু তার পরও তিনি 82 হাজার ভোটে জিতেছিলেন বলে শুভেন্দু দাবি করেন ৷

Suvendu Adhikari
নদিয়ায় কৃত্তিবাস ওঝার জন্মস্থানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

একই সঙ্গে দুর্নীতি ইস্যুতে অভিষেককে উদ্দেশ্য করে বিরোধী দলনেতার কটাক্ষ, ‘‘পশ্চিমবঙ্গের সবাই জানে দুর্নীতির সঙ্গে যুক্ত কে রয়েছেন ।’’ কয়লা পাচারের প্রসঙ্গ টেনে শুভেন্দু দাবি করেন যে কয়লা পাচারের টাকা অভিষেকের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে যায় ৷ দুর্নীতির অভিযোগ ওঠায় অভিষেকের শ্যালিকা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বলেও শুভেন্দু অভিযোগ করেন ৷

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে যে সংস্থার নাম নিয়ে সম্প্রতি হইচই পড়েছে, সেই লিপস অ্যান্ড বাউন্ডসের প্রসঙ্গও তোলেন বিরোধী দলনেতা ৷ ওই সংস্থায় অভিষেকের মা-বাবাও রয়েছেন বলে দাবি করেন তিনি ৷ একই সঙ্গে উল্লেখ করেন, ওই সংস্থার প্রথম সারির কর্মচারী এখন জেলে রয়েছেন ৷

তাঁর আরও দাবি, তৃণমূলের দুর্নীতি প্রকাশ্যে আনতে বিচারবিভাগ প্রশংসনীয় ভূমিকা নিচ্ছে ৷ তিনি বলেন, ‘‘যে কাজ আমরা পারিনি সেই কাজ বিচার ব্যবস্থা করে দেখাচ্ছে । আমরা বিচারবিভাগকে ধন্যবাদ জানাই ।’’

আরও পড়ুন: অভিষেক রাজ্যের সুপার সিএম, তাঁর প্রধান টার্গেট ফিরহাদ; বিস্ফোরক সুকান্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী

শান্তিপুর, 14 সেপ্টেম্বর: দুর্নীতির ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী ৷ কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্বন্ধে বললেন, ‘‘খেটে মরেছেন মজুর, আর খেজুর খাচ্ছেন হুজুর !’’

দেশজুড়ে ‘মেরা মিট্টি মেরি দেশ’ বা ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ বৃহস্পতিবার সেই কর্মসূচি পালিত হয় নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় ৷ সেখানে কৃত্তিবাস ওঝার জন্মস্থান থেকে মাটি সংগ্রহ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই কর্মসূচির পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একের পর এক ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি ৷ 2011 সালের আগে অভিষেকের রাজনীতিতে অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷

বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের অফিসে হাজিরা দেন অভিষেক ৷ তাঁকে দীর্ঘ কয়েকঘণ্টা ধরে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ সেখান থেকে বেরিয়ে নারদা মামলার প্রসঙ্গ তোলেন অভিষেক ৷ বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে ওই মামলায় প্রথমে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হবে বলেও দাবি করেন ৷

সেই প্রসঙ্গে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী দাবি করেন, নারদার স্টিং অপারেশন কোনও দুর্নীতি নয় ৷ ওটা আসলে ষড়যন্ত্র ছিল ৷ সেই ষড়যন্ত্রের মূলমাথা অভিষেক ৷ সেই সময় তৃণমূল সাংসদ কেডি সিং-কে দিয়ে এই কাজ অভিষেক করিয়েছিল ৷ কিন্তু তার পরও তিনি 82 হাজার ভোটে জিতেছিলেন বলে শুভেন্দু দাবি করেন ৷

Suvendu Adhikari
নদিয়ায় কৃত্তিবাস ওঝার জন্মস্থানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

একই সঙ্গে দুর্নীতি ইস্যুতে অভিষেককে উদ্দেশ্য করে বিরোধী দলনেতার কটাক্ষ, ‘‘পশ্চিমবঙ্গের সবাই জানে দুর্নীতির সঙ্গে যুক্ত কে রয়েছেন ।’’ কয়লা পাচারের প্রসঙ্গ টেনে শুভেন্দু দাবি করেন যে কয়লা পাচারের টাকা অভিষেকের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে যায় ৷ দুর্নীতির অভিযোগ ওঠায় অভিষেকের শ্যালিকা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বলেও শুভেন্দু অভিযোগ করেন ৷

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে যে সংস্থার নাম নিয়ে সম্প্রতি হইচই পড়েছে, সেই লিপস অ্যান্ড বাউন্ডসের প্রসঙ্গও তোলেন বিরোধী দলনেতা ৷ ওই সংস্থায় অভিষেকের মা-বাবাও রয়েছেন বলে দাবি করেন তিনি ৷ একই সঙ্গে উল্লেখ করেন, ওই সংস্থার প্রথম সারির কর্মচারী এখন জেলে রয়েছেন ৷

তাঁর আরও দাবি, তৃণমূলের দুর্নীতি প্রকাশ্যে আনতে বিচারবিভাগ প্রশংসনীয় ভূমিকা নিচ্ছে ৷ তিনি বলেন, ‘‘যে কাজ আমরা পারিনি সেই কাজ বিচার ব্যবস্থা করে দেখাচ্ছে । আমরা বিচারবিভাগকে ধন্যবাদ জানাই ।’’

আরও পড়ুন: অভিষেক রাজ্যের সুপার সিএম, তাঁর প্রধান টার্গেট ফিরহাদ; বিস্ফোরক সুকান্ত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.