কলকাতা, 5 ডিসেম্বর : সত্যজিৎ বিশ্বাসের হত্যা মামলায় শনিবার সিআইডি অতিরিক্ত চার্জশিট পেশ করল বিজেপির সর্বভারতীয় সহ-সম্পাদক মুকুল রায়ের বিরুদ্ধে। শনিবার রানাঘাটের এসিজেএম আদালতে চার্জশিটটি দাখিল করে সিআইডি।
ঘটনার সত্যতা স্বীকার করেন মুকুল রায়ের কৌশুলি সুমন রায়। তিনি জানান যে, সব মিলিয়ে চার্জশিটে নাম আছে ৫ জনের । যাঁর মধ্যে একজন হলেন মুকুল রায় এবং আর একজন হলেন বিজেপি সাংসদ, জগন্নাথ সরকার।
মার্চ মাসে সিআইডি মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করে এবং কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিন মঞ্জুর করে । আজ মুকুল রায় বলেন, ''মিথ্যা মামলা দেওয়া হয়েছে । আমি ভীত নই। আমার বিচার বিভাগের প্রতি পূর্ণ বিশ্বাস আছে । রাজ্যের পুলিশমন্ত্রীর নির্দেশেই আমার নাম চার্জশিটয়ে রাখা হয়েছে ।"
নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গত বছরের ৮ ফেব্রুয়ারি নদিয়া জেলায় গুলি করে হত্যা করা হয় । তাঁর বাড়ির কাছে ফুলবাড়ী এলাকার একটি স্থানীয় ক্লাবে সরস্বতী পুজোয় অংশ নেওয়ার সময় তাকে পয়েন্ট-ব্ল্যাক রেঞ্জে গুলি করা হয়।
আজকের পদক্ষেপ নিয়ে সরব হন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় । একটি টুইটার মেসেজে তিনি বলেন — ''মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। মুকুল রায়ের বিরুদ্ধে হত্যার মিথ্যা অভিযোগ প্রমাণ করে কীভাবে তিনি ষড়যন্ত্র করে বিরোধীদের দমন করার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আর কয়েক দিনের অতিথি। এর পরে কী ঘটতে চলেছে, মমতার সেই সম্পর্কে চিন্তা করা উচিত ।"