ETV Bharat / state

কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল সমর্থিত পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ দাস ।

author img

By

Published : May 26, 2021, 2:33 PM IST

কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল
কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

নদীয়া, 26 মে : ভোটের সময় বিজেপির হয়ে দেওয়াল লিখন করেছিলেন ৷ সেই কারণে এক ব্যক্তির বাড়িতে লুটপাঠ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ সোমবার রাতে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়া দাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটে ৷ যে ব্যক্তির বাড়িতে ঘটনাটি ঘটেছে, তার নাম অনুপম হালদার ৷

তাঁর অভিযোগ, নগদ টাকা ও কিছু মূল্যবান অলঙ্কারও দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে ৷ তাঁর বয়স্ক বাবা-মা ও নাবালিকা কন্যা আক্রান্ত হয়েছে ৷ জনৈক চঞ্চল পালের নেতৃত্বে এলাকায় সমাজ বিরোধী হিসেবে পরিচিত প্রশান্ত বিশ্বাস ও তাঁর অনুগামীরা হামলা চালায় ৷ তৃণমূলই এই ঘটনার সঙ্গে জড়িত ৷ সেই রাতেই থানায় অভিযোগ জানানো হয় ৷ তার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ৷

কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল সমর্থিত পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ দাস । তাঁর দাবি, সোমবার রাতের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা ঘটেছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন : যশের প্রভাবে বৃষ্টি শুরু কলকাতায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে অভিযুক্ত চঞ্চল পাল অনুপম হালদারের শ্যালক । বছর দুয়েক আগে অনুপমবাবুর সাথে তাঁর স্ত্রী চম্পা পাল হালদারের বৈবাহিক সম্পর্কে ছেদ পড়ে । যা শেষ পর্যন্ত আদালতে গড়ায় । এখনও পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে ৷ এরপর থেকেই দুই পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয় । পাশাপাশি বিভিন্ন ভাবে দু’টি পরিবারের মধ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয় বলেও জানা গিয়েছে ।

নদীয়া, 26 মে : ভোটের সময় বিজেপির হয়ে দেওয়াল লিখন করেছিলেন ৷ সেই কারণে এক ব্যক্তির বাড়িতে লুটপাঠ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ সোমবার রাতে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়া দাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটে ৷ যে ব্যক্তির বাড়িতে ঘটনাটি ঘটেছে, তার নাম অনুপম হালদার ৷

তাঁর অভিযোগ, নগদ টাকা ও কিছু মূল্যবান অলঙ্কারও দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে ৷ তাঁর বয়স্ক বাবা-মা ও নাবালিকা কন্যা আক্রান্ত হয়েছে ৷ জনৈক চঞ্চল পালের নেতৃত্বে এলাকায় সমাজ বিরোধী হিসেবে পরিচিত প্রশান্ত বিশ্বাস ও তাঁর অনুগামীরা হামলা চালায় ৷ তৃণমূলই এই ঘটনার সঙ্গে জড়িত ৷ সেই রাতেই থানায় অভিযোগ জানানো হয় ৷ তার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ৷

কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল সমর্থিত পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ দাস । তাঁর দাবি, সোমবার রাতের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা ঘটেছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন : যশের প্রভাবে বৃষ্টি শুরু কলকাতায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে অভিযুক্ত চঞ্চল পাল অনুপম হালদারের শ্যালক । বছর দুয়েক আগে অনুপমবাবুর সাথে তাঁর স্ত্রী চম্পা পাল হালদারের বৈবাহিক সম্পর্কে ছেদ পড়ে । যা শেষ পর্যন্ত আদালতে গড়ায় । এখনও পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে ৷ এরপর থেকেই দুই পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয় । পাশাপাশি বিভিন্ন ভাবে দু’টি পরিবারের মধ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয় বলেও জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.