নদিয়া, 5 জানুয়ারি: দুষ্কৃতীদের হাতে খুন হলেন বিজেপি কর্মী ৷ অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ বৃহস্পতিবার নদিয়ার ভীমপুর থানার পুড়াগাছা এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ওই বিজেপি কর্মীর নাম নিমাই বাগ ৷ বয়স আনুমানিক 59 বছর । দ্রুত অভিযুক্ত গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি ।
জানা গিয়েছে, ভীমপুর থানার আসাননগর পুড়াগাছা এলাকার বাসিন্দা নিমাই বাগ ৷ দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন । সম্প্রতি এলাকায় বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁকে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ ৷ মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, এর আগেও বিজেপি করার জন্য তৃণমূলের পক্ষ থেকে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় । প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও বাইরে বেরিয়েছিলেন ওই ব্যক্তি ৷ এরপরই বাড়ি থেকে দূরে রক্তাক্ত অবস্থায় নিমাই বাগের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁরাই খবর দেন বাড়িতে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পরিবারের লোকজন ৷ পরিবারের পক্ষ থেকে পুলিশেও খবর দেওয়া হয় ৷
খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ভীমপুরের পুলিশ ৷ দেহটি উদ্ধার করে নিয়ে যায় তারা ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ধারলো অস্ত্রের কোপে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে যান ওই এলাকার বিজেপি নেতৃত্ব ।
মৃত নিমাই বাগের মেয়ে কাজল বাগ বলেন, "আমার বাবাকে ভোজালি দিয়ে খুন করা হয়েছে ৷ ওই এলাকার তৃণমূল কর্মী পরেশ সাঁতরা খুন করেছেন ৷ কারণ আমার বাবা বিজেপি করতেন ৷ এর আগেও বাবাকে হুমকি দিয়েছিল । আমি চাই অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা হোক এবং আইনি ব্যবস্থা নিক প্রশাসন ।"
ঘটনাস্থলে পৌঁছে পুড়াগাছার বিজেপি প্রধান অশোক বিশ্বাস এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, "আগামিকালের মধ্যে অভিযুক্ত গ্রেফতার না হলে আমরা বড়সড় আন্দোলনে নামব । শুধুমাত্র পুড়াগাছার ঘটনা নয়, গোটা রাজ্যজুড়ে তৃণমূল বুঝতে পেরেছে তাদের আর কোনও জায়গা নেই । সেই কারণেই বেছে বেছে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে । মানুষ পুলিশের কাছে গিয়েও রেহাই পাচ্ছে না, তার কারণ পুলিশ তৃণমূলের দলদাস । আমরা বহুবার আদালতের দ্বারস্থ হয়েছি । এ বার প্রয়োজনে রাস্তা অবরোধের পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামব ।"
আরও পড়ুন: