ETV Bharat / state

6 মাসের মধ্যে রাজ্যে ক্ষমতায় আসবে BJP : অর্জুন - নদিয়া

বোমাবাজি-গুলি-খুন । রাজনৈতিক মহলের কথায়, বর্তমানে নৈরাজ্য চলছে বাংলায় । একাধিক মহল থেকে রাষ্ট্রপতি শাসনের দাবিও তোলা হচ্ছে । বিশেষ করে BJP- রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া । সেকথা মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছেন মুকুল রায় । নেতৃত্বের দাবি, "2021 নয়, 2019-এই তৃণমূল ফিনিশ ।"

অর্জুন সিং
author img

By

Published : Jun 24, 2019, 5:54 AM IST

Updated : Jun 24, 2019, 7:58 AM IST

গয়েশপুর (নদিয়া), 24 জুন : বোমাবাজি-গুলি-খুন । রাজনৈতিক মহলের কথায়, বর্তমানে নৈরাজ্য চলছে বাংলায় । একাধিক মহল থেকে রাষ্ট্রপতি শাসনের দাবিও তোলা হচ্ছে । বিশেষ করে BJP- রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া । সেকথা মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছেন মুকুল রায় । নেতৃত্বের দাবি, "2021 নয়, 2019-এই তৃণমূল ফিনিশ ।"

বিভিন্ন মঞ্চ থেকে একাধিকবার BJP নেতারা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন । সঙ্গে হুঁশিয়ারিও আছে, "6 মাসের মধ্যে সরকার ফেলে দেব ।" সম্প্রতি মুকুল রায় বলেছিলেন, "আমার সঙ্গে 140 জন বিধায়ক যোগাযোগ রাখছেন ।" বিশ্লেষকদের মতে, যদি সত্যিই 140 জন বিধায়ক BJP-তে যান তাহলে "পরিবর্তনের পরিবর্তন" অবশ্যম্ভাবী । সেক্ষেত্রে নতুন করে নির্বাচনও হতে পারে । রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, "লোকসভার ধাক্কা এখনও কাটাতে পারেনি তৃণমূল । আনাচে-কানাচে শোনা যাচ্ছে কাটমানির গল্প । সেইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভয়ংকর । রোজ খুন-খারাপির রাজনীতি মানুষ নিতে চাইছে না । তাই, 6 মাসের মধ্যে ভোট হলে মমতার পক্ষে কতটা ভোট পড়বে তা বলা দুষ্কর ।"

অর্জুন সিংয়ের বক্তব্য

সুযোগের অপেক্ষায় BJP । সরকার পরিবর্তনের হুঁশিয়ারি চলছে জোরকদমে । কাল একই পথে হেঁটে হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং । নদিয়ার গয়েশপুরে সংবর্ধনা অনুষ্ঠানে গেছিলেন ব্যারাকপুরের সাংসদ । সেখানে তিনি বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন স্বার্থক হবে । পশ্চিমবঙ্গে 6 মাস পরই ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি ।"

তাহলে কি সত্যিই 6 মাসের মধ্যে ক্ষমতার হাতবদল হচ্ছে ? অতশত ভাবতে নারাজ তৃণমূল নেতৃত্ব । দলের এক শীর্ষনেতার কথায়, "ওরা ফেডেরাল স্ট্রাকচার ভাঙতে চাইছে । আমরাও গণতান্ত্রিক উপায়ে জিতে এসেছি । জোর করে সরকার থেকে হটানো যায় না । মানুষ এসব মেনে নেবে না ।" বিরোধী দলগুলি যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছে ? এপ্রসঙ্গে ওই নেতা বলেন, "রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো । ওদের উচিত উত্তরপ্রদেশে নজর দেওয়া ।"

photo
BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

একটু অন্য কথা বললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রাষ্ট্রপতি শাসন নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেন, "আমরা 356 ধারার দাবি করিনি । রাজ্যে যখন আইন-শৃঙ্খলা নেই তখন রাষ্ট্রপতি শাসনের দাবি ওঠে । বাংলার মানুষই এই দাবি তুলবে ।"

গয়েশপুর (নদিয়া), 24 জুন : বোমাবাজি-গুলি-খুন । রাজনৈতিক মহলের কথায়, বর্তমানে নৈরাজ্য চলছে বাংলায় । একাধিক মহল থেকে রাষ্ট্রপতি শাসনের দাবিও তোলা হচ্ছে । বিশেষ করে BJP- রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া । সেকথা মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছেন মুকুল রায় । নেতৃত্বের দাবি, "2021 নয়, 2019-এই তৃণমূল ফিনিশ ।"

বিভিন্ন মঞ্চ থেকে একাধিকবার BJP নেতারা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন । সঙ্গে হুঁশিয়ারিও আছে, "6 মাসের মধ্যে সরকার ফেলে দেব ।" সম্প্রতি মুকুল রায় বলেছিলেন, "আমার সঙ্গে 140 জন বিধায়ক যোগাযোগ রাখছেন ।" বিশ্লেষকদের মতে, যদি সত্যিই 140 জন বিধায়ক BJP-তে যান তাহলে "পরিবর্তনের পরিবর্তন" অবশ্যম্ভাবী । সেক্ষেত্রে নতুন করে নির্বাচনও হতে পারে । রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, "লোকসভার ধাক্কা এখনও কাটাতে পারেনি তৃণমূল । আনাচে-কানাচে শোনা যাচ্ছে কাটমানির গল্প । সেইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভয়ংকর । রোজ খুন-খারাপির রাজনীতি মানুষ নিতে চাইছে না । তাই, 6 মাসের মধ্যে ভোট হলে মমতার পক্ষে কতটা ভোট পড়বে তা বলা দুষ্কর ।"

অর্জুন সিংয়ের বক্তব্য

সুযোগের অপেক্ষায় BJP । সরকার পরিবর্তনের হুঁশিয়ারি চলছে জোরকদমে । কাল একই পথে হেঁটে হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং । নদিয়ার গয়েশপুরে সংবর্ধনা অনুষ্ঠানে গেছিলেন ব্যারাকপুরের সাংসদ । সেখানে তিনি বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন স্বার্থক হবে । পশ্চিমবঙ্গে 6 মাস পরই ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি ।"

তাহলে কি সত্যিই 6 মাসের মধ্যে ক্ষমতার হাতবদল হচ্ছে ? অতশত ভাবতে নারাজ তৃণমূল নেতৃত্ব । দলের এক শীর্ষনেতার কথায়, "ওরা ফেডেরাল স্ট্রাকচার ভাঙতে চাইছে । আমরাও গণতান্ত্রিক উপায়ে জিতে এসেছি । জোর করে সরকার থেকে হটানো যায় না । মানুষ এসব মেনে নেবে না ।" বিরোধী দলগুলি যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছে ? এপ্রসঙ্গে ওই নেতা বলেন, "রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো । ওদের উচিত উত্তরপ্রদেশে নজর দেওয়া ।"

photo
BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

একটু অন্য কথা বললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রাষ্ট্রপতি শাসন নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেন, "আমরা 356 ধারার দাবি করিনি । রাজ্যে যখন আইন-শৃঙ্খলা নেই তখন রাষ্ট্রপতি শাসনের দাবি ওঠে । বাংলার মানুষই এই দাবি তুলবে ।"

Intro:জয় শ্রীরাম বললে পুলিশ গুলি চালাচ্ছে। কিন্তু আপনাদের ভবিষ্যৎ একটু ভেবে নিন, 6 মাস পর যখন এই সরকার থাকবে না আপনাদের দিদিমণি থাকবে না তখন আপনারা কোথায় যাবেন। নদীয়ার গয়েশপুর একটি সংবর্ধনা সবাই এসে রাজ্যের শাসক দল কে এই ভাষাতেই বিধলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ।
একদিকে যখন তৃণমূল কংগ্রেসের নদীয়া জেলার নতুন পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের দলের সংগঠন ধরে রাখতে ব্যস্ত, তখন সারা রাজ্য জুড়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নবনির্বাচিত বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তিনি আরো বলেন, যারা মানুষ খুন করছে, যারা হার্মাদ বাহিনী তাদেরকে দিদিমণি প্রশ্রয় দিচ্ছেন। জয় শ্রীরাম বললে কোন মুসলমান ভাইদের কষ্ট হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাওয়ার জন্য নিজেকে মুসলমান সাজাচ্ছেন। মাথায় ঘোমটা পরে রোজা করছেন। কেউ যদি আল্লাহ আকবার বলে আমাদের কোন সমস্যা নেই। আবার কিছু মন্ত্র পড়ে নিজেকে হিন্দু সাজানোর চেষ্টা করছেন।Body:BJP ARJUN SINGConclusion:
Last Updated : Jun 24, 2019, 7:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.