ETV Bharat / state

কল্যাণীতে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভে সামিল শান্তনু ঠাকুর - BJP Protest in Kalyani

BJP Protest in Kalyani: কল্যাণীতে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ প্রতিবাদে রাস্তায় নামলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর থেকে বিজেপি বিধায়ক অম্বিকা রায় ৷

BJP Protest in Kalyani
বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 10:59 AM IST

Updated : Dec 2, 2023, 12:39 PM IST

কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে বিজেপির বিক্ষোভ

কল্যাণী, 2 ডিসেম্বর: বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনার প্রতিবাদে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভে সামিল হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর । ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে নদিয়ার কল্যাণীতে ৷ সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী-সহ বিজেপি কর্মীরা কল্যাণী থানার সামনে বিক্ষোভ দেখান ৷ এ দিন বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়-সহ শতাধিক দলের কর্মী সমর্থকদের । পরে তাঁরা জখম বিজেপি কর্মীকে হাসপাতালে দেখতেও যান ৷

গতকাল সেলুনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে কোপানোর অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি তাঁকে খুনের চেষ্টা চালানোর অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ৷ আর এই হামলায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে । কল্যাণীর উত্তর চাঁদাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে ৷ আহত বিজেপি কর্মীর নাম মিহির বিশ্বাস ৷ তিনি বর্তমানে আশংকাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন । বিজেপির অভিযোগ, এই হামলার ঘটনায় আরমান শেখ ও আরবাজ শেখ নামে দুই ব্যক্তি জড়িত ৷ যাঁরা তৃণমূলের স্থানীয় সংখ্যালঘু সেলের দায়িত্বে রয়েছেন ৷

বিজেপি কর্মীর উপর হামলা প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, "বিজেপি কর্মীর ওপর এরকম ধারালো অস্ত্র দিয়ে নৃশংস আক্রমণ আগে থেকেই পরিকল্পিত ছিল । পূর্ব পরিকল্পিতভাবেই তাঁর ওপর আক্রমণ শানানো হয় । আক্রান্ত মিহির বিশ্বাস আমাদের সক্রিয় বিজেপি কর্মী । আমরা তদন্ত করছি কোন উদ্দেশ্যে তাঁকে আক্রমণ করা হল ।" অন্যদিকে তাঁর অভিযোগ, "আমাদের বিজেপি কর্মীর ওপর যাঁরা আক্রমণ চালিয়েছে তাঁরা তৃণমূলের সংখ্যালঘু সেলের দায়িত্বে রয়েছে । পুলিশকে পুরো ঘটনাটাই লিখিতভাবে জানানো হয়েছে । আমরা এই ঘটনা নিয়ে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামব ।"

আরও পড়ুন:

  1. বিজেপি কর্মী খুনের ঘটনায় ধুন্ধমার পরিস্থিতি শান্তিপুরে, তীব্র প্রতিবাদ শুভেন্দুর
  2. জমি থেকে মিলল নিখোঁজ বিজেপি কর্মীর দেহ, ধুবুলিয়ায় বিক্ষোভ
  3. বিজেপি কর্মী খুনে তৃণমূলকে দায়ী করে সুর চড়ালেন শান্তনু ঠাকুর

কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে বিজেপির বিক্ষোভ

কল্যাণী, 2 ডিসেম্বর: বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনার প্রতিবাদে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভে সামিল হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর । ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে নদিয়ার কল্যাণীতে ৷ সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী-সহ বিজেপি কর্মীরা কল্যাণী থানার সামনে বিক্ষোভ দেখান ৷ এ দিন বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়-সহ শতাধিক দলের কর্মী সমর্থকদের । পরে তাঁরা জখম বিজেপি কর্মীকে হাসপাতালে দেখতেও যান ৷

গতকাল সেলুনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে কোপানোর অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি তাঁকে খুনের চেষ্টা চালানোর অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ৷ আর এই হামলায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে । কল্যাণীর উত্তর চাঁদাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে ৷ আহত বিজেপি কর্মীর নাম মিহির বিশ্বাস ৷ তিনি বর্তমানে আশংকাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন । বিজেপির অভিযোগ, এই হামলার ঘটনায় আরমান শেখ ও আরবাজ শেখ নামে দুই ব্যক্তি জড়িত ৷ যাঁরা তৃণমূলের স্থানীয় সংখ্যালঘু সেলের দায়িত্বে রয়েছেন ৷

বিজেপি কর্মীর উপর হামলা প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, "বিজেপি কর্মীর ওপর এরকম ধারালো অস্ত্র দিয়ে নৃশংস আক্রমণ আগে থেকেই পরিকল্পিত ছিল । পূর্ব পরিকল্পিতভাবেই তাঁর ওপর আক্রমণ শানানো হয় । আক্রান্ত মিহির বিশ্বাস আমাদের সক্রিয় বিজেপি কর্মী । আমরা তদন্ত করছি কোন উদ্দেশ্যে তাঁকে আক্রমণ করা হল ।" অন্যদিকে তাঁর অভিযোগ, "আমাদের বিজেপি কর্মীর ওপর যাঁরা আক্রমণ চালিয়েছে তাঁরা তৃণমূলের সংখ্যালঘু সেলের দায়িত্বে রয়েছে । পুলিশকে পুরো ঘটনাটাই লিখিতভাবে জানানো হয়েছে । আমরা এই ঘটনা নিয়ে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামব ।"

আরও পড়ুন:

  1. বিজেপি কর্মী খুনের ঘটনায় ধুন্ধমার পরিস্থিতি শান্তিপুরে, তীব্র প্রতিবাদ শুভেন্দুর
  2. জমি থেকে মিলল নিখোঁজ বিজেপি কর্মীর দেহ, ধুবুলিয়ায় বিক্ষোভ
  3. বিজেপি কর্মী খুনে তৃণমূলকে দায়ী করে সুর চড়ালেন শান্তনু ঠাকুর
Last Updated : Dec 2, 2023, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.