নদিয়া, 24 মে : প্রয়োজনে সিবিআই এবার নবদ্বীপেও এসে পৌঁছাবে ৷ নবদ্বীপে দলীয় প্রতিবাদী সভা থেকে হুঙ্কার বিজেপি নেতার ৷ রাজ্য়ে ঘটে চলা বিভিন্ন অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে তৃণমূল নেতাদের দিকে নিশানা করে সভায় বক্তব্য় রাখলেন জেলা নেতারা (BJP Protest in Nabadwip) ৷
এসএসসি, এসএলএসটি, টেট দুর্নীতিতে শিক্ষা প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ভোট পরবর্তী হিংসায় দোষীদের শাস্তির দাবিতে সোমবার রাতে নবদ্বীপের ব্যস্ততম এলাকা রাধাবাজার মহিরাবন তলায় বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ৷
আরও পড়ুন : Bangaon BJP Rally : বনগাঁর তৃণমূল নেত্রীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে মিছিল বিজেপির
এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, রাজ্য মহিলা মোর্চার বিজেপির সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দী, এছাড়াও ছিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণের বিজেপির অন্যতম নেতা রাজীব ভৌমিক, নদিয়া জেলার উত্তরের সাধারণ সম্পাদক নবীন চক্রবর্তী, নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা সিদ্ধার্থশঙ্কর নস্কর-সহ বিজেপি কর্মী-সমর্থকরা । এদিনের এই প্রতিবাদ সভা থেকে বিজেপি নেতারা বেশ ঝাঁজালো ভাষায় তাঁদের বক্তব্য পেশ করে ৷
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণের বিজেপির অন্যতম নেতা রাজীব ভৌমিক বলেন, "এবারে এই নবদ্বীপ এলাকাতেও সিবিআই এসে পৌঁছাবে ।" এদিনের এই প্রতিবাদ সভায় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার তিনিও ঝাঁজালো ভাষায় বক্তব্য রাখলেন ।