নদিয়া, 25 মে : ভিনরাজ্য থেকে যেসব শ্রমিক রাজ্যে ফিরেছেন তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থার জন্য রাজ্য সরকারকে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার । কিন্তু সেই টাকা যাচ্ছে কোথায় ? প্রশ্ন তুললেন BJP সাংসদ জগন্নাথ সরকার ।
আজ নদিয়ার নবদ্বীপ থানার চরব্রহ্মনগরে ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের অস্থায়ী কোয়ারানটিন সেন্টারে দেখতে এসে জগন্নাথবাবু বলেন, "কেন্দ্রের থেকে বেশি টাকা পাওয়ার জন্য এবং প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য গেরুয়া রঙের পাড়ের কাপড় পরে হেলিকপ্টারে পরিদর্শনে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"
আজ পরিযায়ী শ্রমিকদের চারটি শিবির পরিদর্শন করেন তিনি । সেই সঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, পরিযায়ী শ্রমিকদের আসা থেকে শুরু করে তাঁদের খাওয়া-দাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করার কথা সরকারের । সেইমতো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে অনুদান দিয়েছে অথচ রাজ্য সরকার শ্রমিকদের জন্য কোনওরকম ব্যবস্থা করেনি ।