ETV Bharat / state

BJP MLA Agitation: জয়ী বিজেপি প্রার্থীদের হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে থানায় বিক্ষোভ

বিজেপির জয়ী প্রার্থীদের রাতের অন্ধকারে হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে । প্রতিবাদে দলীয় কর্মীদের নিয়ে থানার সামনে অবস্থান বিক্ষোভ করলেন বিজেপি নেতারা । দীর্ঘক্ষণ পর উঠল বিক্ষোভ ৷

Etv Bharat
বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বে থানা ঘেরাও
author img

By

Published : Jul 15, 2023, 9:36 AM IST

Updated : Jul 15, 2023, 10:50 AM IST

দলীয় কর্মীদের নিয়ে থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির

নদিয়া, 15 জুলাই: বিজেপির জয়ী প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে দলীয় কর্মীদের নিয়ে শান্তিপুর থানার সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ৷ শুক্রবারের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়-সহ অন্য নেতারা ৷ বিজেপি কর্মীদের উপর হামলা এবং জয়ী প্রার্থীদের পুলিশি হয়রানির প্রতিবাদেই এই কর্মসূচি বিজেপির ।

রাণাঘাটের বিজেপি সংসদ জগন্নাথ সরকার বলেন, "ভোটের ফলপ্রকাশের পর থেকেই থেকেই বিজেপি কর্মীরা নিরাপত্তায় ভুগছেন। এমনকী রাতে বিজেপির জয়ী প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে পুলিশ-প্রশাসন। পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । আমরা এর তীব্র ধিক্কার জানাই ।" তিনি আরও জানান, তৃণমূলের হার্মাদ বাহিনীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে ৷ তা না-হলে আগামিদিনে আরও বড় আন্দোলনের নামার হুমকি দিয়ছে বিজেপি ।

আরও পড়ুন: তৃণমূল পার্টি অফিসে বোমা, অভিযুক্ত জয়ী নির্দল প্রার্থী

এই প্রসঙ্গেই বিজেপির পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী তথা মণ্ডল সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, "শান্তিপুর থানার ওসি নির্বাচন চলাকালীন লাঠি নিয়ে আমায় মারতে এসেছিলেন। তৃণমূলকে সঙ্গে নিয়ে শান্তিপুরে পুলিশ গুন্ডাদের সাহায্য করছে ৷ শান্তিপুরের মাটি দুর্নীতিদের বিরুদ্ধে কথা বলে । এখানে পঞ্চায়েত সমিতি বিজেপিই গঠন করবে । প্রয়োজন হলে দলীয় প্রার্থীদের জন্য রক্ত দিয়ে দেব।"

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচন পরবর্তী হিংসার খবর আসছে। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায়। ক্যানিং ও বাসন্তীতে দুই তৃণমূল কর্মীকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। প্রথম ঘটনায় খুন হয়েছেন এক তৃণমূল কর্মী । অন্য ঘটনায় শাসক শিবিরের এক কর্মীর গায়ে গুলি লেগেছে।

দলীয় কর্মীদের নিয়ে থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির

নদিয়া, 15 জুলাই: বিজেপির জয়ী প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে দলীয় কর্মীদের নিয়ে শান্তিপুর থানার সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ৷ শুক্রবারের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়-সহ অন্য নেতারা ৷ বিজেপি কর্মীদের উপর হামলা এবং জয়ী প্রার্থীদের পুলিশি হয়রানির প্রতিবাদেই এই কর্মসূচি বিজেপির ।

রাণাঘাটের বিজেপি সংসদ জগন্নাথ সরকার বলেন, "ভোটের ফলপ্রকাশের পর থেকেই থেকেই বিজেপি কর্মীরা নিরাপত্তায় ভুগছেন। এমনকী রাতে বিজেপির জয়ী প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে পুলিশ-প্রশাসন। পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । আমরা এর তীব্র ধিক্কার জানাই ।" তিনি আরও জানান, তৃণমূলের হার্মাদ বাহিনীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে ৷ তা না-হলে আগামিদিনে আরও বড় আন্দোলনের নামার হুমকি দিয়ছে বিজেপি ।

আরও পড়ুন: তৃণমূল পার্টি অফিসে বোমা, অভিযুক্ত জয়ী নির্দল প্রার্থী

এই প্রসঙ্গেই বিজেপির পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী তথা মণ্ডল সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, "শান্তিপুর থানার ওসি নির্বাচন চলাকালীন লাঠি নিয়ে আমায় মারতে এসেছিলেন। তৃণমূলকে সঙ্গে নিয়ে শান্তিপুরে পুলিশ গুন্ডাদের সাহায্য করছে ৷ শান্তিপুরের মাটি দুর্নীতিদের বিরুদ্ধে কথা বলে । এখানে পঞ্চায়েত সমিতি বিজেপিই গঠন করবে । প্রয়োজন হলে দলীয় প্রার্থীদের জন্য রক্ত দিয়ে দেব।"

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচন পরবর্তী হিংসার খবর আসছে। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায়। ক্যানিং ও বাসন্তীতে দুই তৃণমূল কর্মীকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। প্রথম ঘটনায় খুন হয়েছেন এক তৃণমূল কর্মী । অন্য ঘটনায় শাসক শিবিরের এক কর্মীর গায়ে গুলি লেগেছে।

Last Updated : Jul 15, 2023, 10:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.