কৃষ্ণনগর, 23 মে : ত্রাণের চাল বণ্টনে পক্ষপাতিত্বসহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠল কৃষ্ণনগর পৌরসভার বিরুদ্ধে ৷ আজ কৃষ্ণনগর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে বসল BJP । পাশাপাশি, সদর মহকুমা শাসকের দপ্তরে ত্রাণের চাল বণ্টন নিয়ে ডেপুটেশন দেওয়া হয় ৷ অভিযোগ, বিরোধী কাউন্সিলরদের অন্ধকারে রেখে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ত্রাণের চাল বণ্টন করা হচ্ছে ৷
BJP কাউন্সিলরসহ কৃষ্ণনগর পৌর অঞ্চলের BJP কর্মী সমর্থকদের অভিযোগ, ত্রাণের চাল খোলাবাজারে বিক্রি করে দিচ্ছেন কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন পৌরপতি তথা বর্তমান প্রশাসক অসীম কুমার সাহা । এই অভিযোগ তুলেই আজ দুপুর 12টা থেকে পৌরসভার গেটের সামনে বিক্ষোভে বসে কাউন্সিলরসহ BJP কর্মী সমর্থকরা ।
BJP - র এক প্রাক্তন কাউন্সিলরের দাবি, দীর্ঘদিন ধরেই রাজ্য শাসকদলের কয়েকজন কাউন্সিলর পক্ষপাতিত্ব করে সরকারি চাল ডাল বিলি করছে । শুধু তাই নয়, যে সমস্ত সরকারি খাদ্যসামগ্রী রেশনের মাধ্যমে দেওয়ার কথা সেগুলি নিজেরাই ভোগ করছে । যদিও BJP - র তোলা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস ।