নদিয়া,1জুলাই : BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে হেনস্থাকরার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করল নদিয়া জেলা BJP ৷ সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বেএইবিক্ষোভ চলে৷ আজ কলকাতার রাজারহাট নিউটাউনে প্রাতঃভ্রমণে বের হলে দিলীপ ঘোষের উপরকয়েকজন দুষ্কৃতী হামলা চালায় ৷ তাঁর বাসভবনের কাছে এই হামলা হয় ৷ তাঁর গাড়িওভাঙচুর করা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে ৷
দিলীপঘোষের উপর এই হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেয় BJP ৷ তার ফলে নদিয়ার শান্তিপুরের 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জেলা BJP-র নেতা-কর্মীরা বিক্ষোভ দেখায় ৷ সাংসদজগন্নাথ সরকারের নেতৃত্বে এই বিক্ষোভ চলে ৷ তিনি বলেন,"গোটা রাজ্যজুড়ে দলের নির্দেশেআমরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি। রাজ্য সভাপতি দিলাপ ঘোষের উপর এই হামলা অত্যন্তনিন্দনীয় ঘটনা। শাসকদলের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। সেজন্য বর্তমান সরকারBJP-কেভয় পাচ্ছে। এই কারণেই এই ধরণের ঘটনা বারবার ঘটাচ্ছে।
BJP-র এই অবরোধে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় ৷ রাস্তায় গাড়ি আটকে পড়ার ফলে নিত্যযাত্রীরা অসুবিধায় পড়ে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ আন্দোলনকারীদের অবরোধ তুলবার জন্য অনুরোধ করলেও তারা অবরোধ চালিয়ে যেতে থাকে ৷ পরে রাজ্য নেতৃত্বের নির্দেশে বিক্ষোভ তুলে নেওয়া হয় ৷