ETV Bharat / state

গেছিলেন প্রশিক্ষণ দিতে, কিন্তু ঘরে ফেরা হল না নদিয়ার বিশ্বরূপের - Biswarup of Nadia died while trekking in Himachal Pradesh's Chandranath hill

হিমাচল প্রদেশের চন্দ্রভাগা পর্বতে প্রশিক্ষণ দিতে গিয়ে মৃত্যু হল নদিয়ার বিশ্বরূপ সাহার ৷

বিশ্বরূপ সাহা
author img

By

Published : Sep 23, 2019, 5:33 PM IST

কৃষ্ণনগর, 23 সেপ্টেম্বর : দুর্গম পথ । আকাবাঁকা রাস্তা, আগাছায় ভরা পথের মাঝেই খুঁজে পাওয়া পাহাড়ের সৌন্দর্য্য । মিষ্টি হাওয়া আর মুক্ত পরিবেশের প্রেমে কে না পড়ে । ছোটোবেলা থেকে এই টানেই বারবার পাহাড়ে ছুটে যেতেন বিশ্বরূপ সাহা (37) । নদিয়ার চাপড়া থানার শ্রীনগরে বাড়ি । শৃঙ্গ জয় নেশা না হলেও পাহাড়ে চড়া তাঁর নেশা ছিল বটে । নিজের শখ পূরণের পাশাপাশি প্রশিক্ষণ দিতেন অনেককে । যুক্ত ছিলেন কৃষ্ণনগর নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে । যার হয়ে ট্রেনিং দিতে গিয়ে হিমাচল প্রদেশে মৃত্যু হয় তাঁর । ময়নাতদন্তের পর আজ দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে ।

ছোটো থেকেই পাহাড়ে চড়ার শখ । ভালো থাকা, খারাপ থাকা সবই সেই সৌন্দর্যের কাছে হার মানে । এমন শখ, ভালোলাগা, ভালোবাসার কারণেই পাহাড়ে ওঠা । 10 সেপ্টেম্বর এভাবেই কৃষ্ণনগর নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশনের তরফে হিমাচল প্রদেশের চন্দ্রভাগা পর্বতে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন । মোট 26 জনের দলে 13 জন করে এক একটি টিম । যার মধ্যে প্রশিক্ষণ টিমের দায়িত্বে ছিলেন তিনি । ওই টিমের সঙ্গেই চন্দ্রভাগা 13 পর্বতের উপরে ট্রেকিং শুরু করেন । 18 সেপ্টেম্বর 14 হাজার ফুট ওঠার পরই প্রথমে পায়ে চোট ও তারপর শ্বাসকষ্ট শুরু হয় বলে সহকর্মীদের জানান । তাঁকে চিকিৎসার জন্য নিচে নামানো হয় । নিচে নামার সময় আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি । এরপরই 19 সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয় ।

তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত কৃষ্ণনগর নেচার এন্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশনের কর্মী ও সদস্যরা । অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কার্তিক সিকদার বলেন, "এটা শুধুমাত্র দুর্ঘটনা । প্রাথমিকভাবে মনে হয়েছিল হয়ত হৃদরোগে আক্রান্ত হয়ে ওঁর মৃত্যু হয়েছে ।"

কৃষ্ণনগর, 23 সেপ্টেম্বর : দুর্গম পথ । আকাবাঁকা রাস্তা, আগাছায় ভরা পথের মাঝেই খুঁজে পাওয়া পাহাড়ের সৌন্দর্য্য । মিষ্টি হাওয়া আর মুক্ত পরিবেশের প্রেমে কে না পড়ে । ছোটোবেলা থেকে এই টানেই বারবার পাহাড়ে ছুটে যেতেন বিশ্বরূপ সাহা (37) । নদিয়ার চাপড়া থানার শ্রীনগরে বাড়ি । শৃঙ্গ জয় নেশা না হলেও পাহাড়ে চড়া তাঁর নেশা ছিল বটে । নিজের শখ পূরণের পাশাপাশি প্রশিক্ষণ দিতেন অনেককে । যুক্ত ছিলেন কৃষ্ণনগর নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে । যার হয়ে ট্রেনিং দিতে গিয়ে হিমাচল প্রদেশে মৃত্যু হয় তাঁর । ময়নাতদন্তের পর আজ দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে ।

ছোটো থেকেই পাহাড়ে চড়ার শখ । ভালো থাকা, খারাপ থাকা সবই সেই সৌন্দর্যের কাছে হার মানে । এমন শখ, ভালোলাগা, ভালোবাসার কারণেই পাহাড়ে ওঠা । 10 সেপ্টেম্বর এভাবেই কৃষ্ণনগর নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশনের তরফে হিমাচল প্রদেশের চন্দ্রভাগা পর্বতে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন । মোট 26 জনের দলে 13 জন করে এক একটি টিম । যার মধ্যে প্রশিক্ষণ টিমের দায়িত্বে ছিলেন তিনি । ওই টিমের সঙ্গেই চন্দ্রভাগা 13 পর্বতের উপরে ট্রেকিং শুরু করেন । 18 সেপ্টেম্বর 14 হাজার ফুট ওঠার পরই প্রথমে পায়ে চোট ও তারপর শ্বাসকষ্ট শুরু হয় বলে সহকর্মীদের জানান । তাঁকে চিকিৎসার জন্য নিচে নামানো হয় । নিচে নামার সময় আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি । এরপরই 19 সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয় ।

তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত কৃষ্ণনগর নেচার এন্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশনের কর্মী ও সদস্যরা । অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কার্তিক সিকদার বলেন, "এটা শুধুমাত্র দুর্ঘটনা । প্রাথমিকভাবে মনে হয়েছিল হয়ত হৃদরোগে আক্রান্ত হয়ে ওঁর মৃত্যু হয়েছে ।"

Intro:ছোটবেলা থেকেই পাহাড় ভালোবাসতেন। সেই টানে একাধিকবার বিভিন্ন পাহাড়ে ছুটে গেছেন। পাহাড়ে উঠেছেন আবার বাড়িতে ফিরে এসেছেন। কিন্তু এবার আর তেমনটা হলো না। আর বাড়ি ফেরা হলো না তার। বাড়িতে ফিরল তার নিথর মৃতদেহটি। নাম বিশ্বরূপ সাহা। বয়স 37। নদীয়া চাপড়া থানার শ্রীনগরের বাসিন্দা তিনি। সূত্রের খবর, নদীয়া চাপড়া থানার বাসিন্দা বিশ্বরূপ সাহা কৃষ্ণনগর নেচার এন্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশন এর সদস্য ছিলেন।গত 10 সেপ্টেম্বর নেচার এন্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশন এর তরফ থেকে একটি দল হিমাচল প্রদেশে চন্দ্রভাগ 13 পর্বতে ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এক একটি দলের 13 জন করে সদস্য মিলে দুটি দলে ভাগ করা হয়েছিল। একটি ট্রেনিংয়ের টিম ছিল এবং অন্যটি এক্সপিডিশন এতিম ছিল। সূত্রের খবর ওই ট্রেনিংয়ের টিমে ছিল নদীয়ার বিশ্বরূপ সাহা। ট্রেনিং শুরু হয় সেইসঙ্গে চন্দ্রনাথ 13 পর্বতের উপরে উঠতে থাকে বিশ্বরূপ সাহা। 18 সেপ্টেম্বর তিনি তাঁর সহকর্মীদের জানান অসুস্থ বোধ করার কথা। এরপর তাকে চিকিৎসা করে নীচে নামানো হয়।নিচে নামার সময় আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হঠাৎ তার মৃত্যু হয়।মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই শোকে আচ্ছন্ন হয়ে পরে পরিবারসহ গোটা এলাকা।
কৃষ্ণনগর নেচার এন্ড এডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কার্তিক সিকদার জানান, এটা শুধুমাত্র দুর্ঘটনা। এর পাশাপাশি তিনি প্রাথমিক অনুমান করেন হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। প্রথমে তার মৃতদেহটি ময়না তদন্ত করে দিল্লিতে পাঠানো হয় এবং দিল্লি থেকে দমদম এয়ারপোর্ট হয়ে তার বাড়িতে আসে মৃতদেহ।Body:CHAPRA DEAD BODYConclusion:null

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.