কৃষ্ণনগর, 3 এপ্রিল : নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দলে জেরবার নদিয়া জেলা তৃণমূল । দলের শ্রমিক সংগঠনের এক নেতার ছুরির আঘাতে গুরুতর জখম হলেন তৃণমূলের এক কর্মী বলে অভিযোগ । রীতিমতো তাণ্ডব চালিয়ে ভাঙচুর করা হয়েছে নির্বাচনী ফ্লেক্স, পোস্টার সহ দলীয় কার্যালয়ের আসবাবপত্র । নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ যদিও গোষ্ঠীকোন্দলের কথা মানতে চাননি কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ৷
জানা গিয়েছে, শুক্রবার রাতে কৃষ্ণনগর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের রেল স্টেশন সংলগ্ন তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে বসেছিলেন প্রাক্তন কাউন্সিলর প্রদীপ দত্ত । কর্মী, সমর্থকদের সঙ্গে নির্বাচনী প্রচারের কাজকর্ম সারছিলেন তিনি ৷ অভিযোগ, সেইসময় হঠাৎ শ্রমিক ইউনিয়নের নেতা তপন কুণ্ডু দলবল নিয়ে আক্রমণ করে প্রদীপ দত্তের উপর । লোহার রড দিয়ে মারধর করার পাশাপাশি ছুরি বার করে আঘাত করার চেষ্টা করা হয় তাঁকে । প্রদীপ দত্তকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে একটি হাত মারাত্মকভাবে জখম হয় স্থানীয় তৃণমূল কর্মী নরনাথ বিশ্বাসের ৷ ঘটনার পর রাতেই কর্মী, সমর্থকদের নিয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রদীপ দত্ত । রাতেই অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ গ্রেফতার করে তপন কুণ্ডুকে ।
আরও পড়ুন : বাসন্তী শাড়িতে মনোনয়ন জমা, ভিড় টানলেন জোড়াফুলের কৌশানী
অভিযুক্ত টোটো ইউনিয়নের শ্রমিক নেতা তপন কুণ্ডু কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন পৌরপিতা ও তৃণমূল জেলা কমিটির সহ-সভাপতি অসীম সাহার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে । খবর পেয়ে কোতোয়ালি থানায় ছুটে আসেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল মনোনীত প্রার্থী তথা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ৷ গোষ্ঠী কোন্দলের কথা অস্বীকার করেছেন তিনি ৷ কৌশানী বলেন, "কে কোন দলের আমি জানতে চাই না । যে আমার দলের কর্মীকে আঘাত করেছে সে যেন নির্বাচনের আগে ছাড়া না পায় তার যথাযথ ব্যবস্থা করুক প্রশাসন ।"
এদিকে অভিযুক্ত তপন কুণ্ডু এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন । পাশাপাশি তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি । গোষ্ঠী কোন্দলের কথা নস্যাৎ করেছেন কৃষ্ণনগর তৃণমূল শহর কমিটির সভাপতি শিবনাথ চৌধুরী । তিনি বলেন, "তপন আগে দল করত ঠিকই কিন্তু এখন সে দলের সঙ্গে জড়িত নয় । বিজেপির হয়ে কাজ করার অভিযোগে তাঁকে দল থেকে বার করে দেওয়া হয়েছে ৷"