রানাঘাট, 26 মার্চ : একই দিনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে এলে উত্তেজনা ছড়ায় নদিয়ার রানাঘাট মহকুমা আদালত চত্বরে ৷ মনোনয়ন জমাকে কেন্দ্র করে সব দলের হাজার হাজার কর্মী-সমর্থকরা ভিড় করেন ৷ প্রথমে একে অপরের প্রতি কটূক্তি ৷ তারপর তা হাতাহাতিতে পৌঁছায় । পুলিশের বিরুদ্ধে এক বিজেপি কর্মীকে মারধরেরও অভিযোগ ওঠে । পরে পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয় । ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন ।
এদিন সকাল থেকে মনোনয়ন জমা দেন তৃণমূল, সংযুক্ত মোর্চা,বিজেপি প্রার্থীরা ৷ খুব স্বাভাবিকভাবেই সব দলের কর্মীরা ভিড় করে সেখানে ৷ ক্রমাগত স্লোগান ওঠে ৷ শুরু হয় বাক্য বিনিময় । তৃণমূল কর্মী-সমর্থকরা বিজেপি কর্মী-সমর্থকদের লক্ষ্য করে কটূক্তি করতে থাকেন বলে অভিযোগ । এক বিজেপি কর্মী প্রতিবাদ করতে গেলে বচসা শুরু হয় । তখনই পুলিশ ওই বিজেপি কর্মীকে ধরে মারধর করে বলে অভিযোগ ৷ সেইসময় বিজেপি কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন ।
আরও পড়ুন, কাল 5 জেলার 30 কেন্দ্রে ভোট, তুঙ্গে নিরাপত্তা
তবে প্রশাসনের পক্ষ থেকে কেন একই দিনে একাধিক রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমোদন দেওয়া হল তা নিয়ে উঠছে প্রশ্ন ।