বালুরঘাট, ১৬ এপ্রিল : পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন ৷ কোথাও হচ্ছে বচসা তো কোথাও হাতাহাতি নিয়ে পরিবেশ সরগরম ৷
এরই মধ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পোস্টাল ব্যালটের মাধ্যমে শুরু হল বয়স্কদের ভোটগ্রহণ ৷ এই সুবিধা পাচ্ছেন কেবলমাত্র আশির ঊর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধারাই ৷
আরও পড়ুন : তিন দফার ভোট একসঙ্গে করতে সওয়াল তৃণমূলের
নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেকেই ৷ এদিন বালুরঘাট বিধানসভা এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে বৃদ্ধ-বৃদ্ধাদের ভোট গ্রহণ করলেন ভোট-কর্মীরা । এই ভাবে ভোট দেওয়ার জন্য এক মাস আগের থেকে আবেদন করতে হয় নির্বাচন কমিশনের কাছে ৷ তাহলেই এই সুযোগ পেতে পারেন বয়স্করা ৷
মূলত, করোনা পরিস্থিতির দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে ৷
84 বছর বয়সী ভোটার সৃজিত মুখোপাধ্যায় বলেন , ‘‘খুব ভালো লাগছে বাড়িতে ভোট দিয়ে ৷ আরও ভালো লাগছে করোনা পরিস্থিতে বাইরে যেতে হল না তাই ৷’’