ETV Bharat / state

ঘরে সবার মা-বোন আছে...ভিডিয়ো ভাইরাল, কৌশানীর মন্তব্যে তাপসের ছায়া

author img

By

Published : Apr 3, 2021, 11:53 AM IST

Updated : Apr 3, 2021, 2:15 PM IST

একদিন আগেই কৌশানীর একটি ভিডিয়োর ভাইরাল হয় ৷ সেখানে কৌশানী কোনও ভোটারকে উদ্দেশ্য করে বলছেন, 'ঘরে সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি ৷ ' যদিও কৌশানীর দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে বিজেপি ৷

ঘরে সবার মা বোন আছে...ভিডিয়ো ভাইরাল, মন্তব্যের ভুল ব্যাখ্যার দাবি কৌশানীর
ঘরে সবার মা বোন আছে...ভিডিয়ো ভাইরাল, মন্তব্যের ভুল ব্যাখ্যার দাবি কৌশানীর

কৃষ্ণনগর, 3 এপ্রিল : ঘরে সবার মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি । ভোটারদের লক্ষ্য করে নদিয়ার কৃষ্ণনগর উত্তরের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের এমন মন্তব্যের ভিডিয়ো নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷ বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ৷ যদিও এই ভিডিয়ো নিয়ে চিন্তিত নন কৌশানী ৷ তাঁর অভিযোগ, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে বিজেপি ৷ বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে ৷ এদিকে, কৌশানীর এই মন্তব্যের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন 2014 সালের ৷ ঘটনাস্থল সেই কৃষ্ণনগর ৷ সেইসময়ের তৃণমূল সাংসদ প্রয়াত তাপস পালের 'ঘরে ঘরে ছেলে ঢুকিয়ে দেব' মন্তব্য বিতর্কের ঝড় তুলেছিল ৷

কৃষ্ণনগর উত্তরে এবার তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ৷ 22 এপ্রিল অর্থাৎ ষষ্ঠ দফায় সেখানে নির্বাচন ৷ তার আগে রীতিমতো প্রচারে ঝড় তুলেছেন কৌশানী ৷ গ্ল্যামার দুনিয়া থেকে সরসরি জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন তিনি ৷ মানুষকে টানতে কোথাও শিশু কোলে তুলে নিচ্ছেন ৷ মানুষের সুবিধা-অসুবিধার কথা শুনছেন ৷ প্রতিপক্ষ বিজেপি প্রার্থী মকুল রায়কে হেভিওয়েট প্রার্থী মানছেন না কৌশানী ৷ প্রচারে রীতিমতো নজর কাড়ছেন তিনি ৷ কিন্তু, একদিন আগেই কৌশানীর মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে রাজ্য-রাজনীতিতে ৷ ওই ভিডিয়োতে কী এমন মন্তব্য করেছেন কৌশানী ?

ঘরে সবার মা-বোন আছে...ভিডিয়ো ভাইরাল নিয়ে কী বললেন কৌশানী ? শুনে নিন

আরও পড়ুন, হুইলচেয়ারে বসে ‘ভাঙা’ পা দোলাচ্ছেন মমতা, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কৌশানী ভোটারকে তুই সম্বোধন করে ডাকছেন এবং বলছেন, 'ঘরে সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি ৷ ' এই ভিডিয়ো ভাইরাল হতেই রাজ্য-রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে । যদিও এই ভিডিও ভাইরাল হওয়ার পর তার সবিস্তারে ব্যাখ্যাও দিয়েছেন ৷ তিনি বলেন, "আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে ৷ আমি সেরকম কিছু বলতে চাইনি ৷ বিজেপি শাসিত রাজ্যে মা-বোনেরা একেবারেই সুরক্ষিত নন ৷ উত্তরপ্রদেশ কিংবা মধ্যপ্রদেশ হোক, সেখানে দুপুর তিনটের পর মা-বোনেদের রাস্তায় বেরোতে দেওয়া হয় না ৷ আমরা এই রাজ্যে দিদির নেতৃত্বে মাথা উঁচু করে বাঁচছি ৷ অনেক সুরক্ষিত আছি ৷ সেটা যাতে আমাদের রাজ্যে না হয়, তার জন্য ভোটারদের সচেতন করছি ৷ "

সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, বিজেপি কী করছে আমার দেখার দরকার নেই ৷ ওদের শাসিত রাজ্যে এই অবস্থা ৷ সেই বাস্তবটা আমি মানুষের সামনে তুলে ধরছি ৷ প্রার্থী হিসাবে আমার যা কর্তব্য, সেটাই করছি ৷

কৌশানীর ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই 2014 সালের প্রসঙ্গ টেনে আনছেন ৷ সেই সময় কৃষ্ণনগরের চৌমাহা গ্রামের একটি জনসভায় বক্তব্য রাখছিলেন সাংসদ তাপস পাল ৷ হঠাৎ তিনি বলে বসেন, ঘরে ঘরে ছেলে ঢুকিয়ে দেব ৷ তাঁর এই মন্তব্যে বিতর্কের ঝড় তুলেছিল রাজনৈতিক মহলে ৷ যদিও এই মন্তব্যের জন্য পরে ক্ষমা চেয়ে নিয়েছিলেন তাপস ৷ আগের বছরই তাপস পালের মৃত্যু হয়েছে ৷ কাকতালীয়ভাবে কৌশানীর ঘরে সবার মা-বোন আছে মন্তব্য কিন্তু সেই কৃষ্ণনগরের মাটিতেই ৷

কৃষ্ণনগর, 3 এপ্রিল : ঘরে সবার মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি । ভোটারদের লক্ষ্য করে নদিয়ার কৃষ্ণনগর উত্তরের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের এমন মন্তব্যের ভিডিয়ো নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷ বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ৷ যদিও এই ভিডিয়ো নিয়ে চিন্তিত নন কৌশানী ৷ তাঁর অভিযোগ, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে বিজেপি ৷ বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে ৷ এদিকে, কৌশানীর এই মন্তব্যের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন 2014 সালের ৷ ঘটনাস্থল সেই কৃষ্ণনগর ৷ সেইসময়ের তৃণমূল সাংসদ প্রয়াত তাপস পালের 'ঘরে ঘরে ছেলে ঢুকিয়ে দেব' মন্তব্য বিতর্কের ঝড় তুলেছিল ৷

কৃষ্ণনগর উত্তরে এবার তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ৷ 22 এপ্রিল অর্থাৎ ষষ্ঠ দফায় সেখানে নির্বাচন ৷ তার আগে রীতিমতো প্রচারে ঝড় তুলেছেন কৌশানী ৷ গ্ল্যামার দুনিয়া থেকে সরসরি জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন তিনি ৷ মানুষকে টানতে কোথাও শিশু কোলে তুলে নিচ্ছেন ৷ মানুষের সুবিধা-অসুবিধার কথা শুনছেন ৷ প্রতিপক্ষ বিজেপি প্রার্থী মকুল রায়কে হেভিওয়েট প্রার্থী মানছেন না কৌশানী ৷ প্রচারে রীতিমতো নজর কাড়ছেন তিনি ৷ কিন্তু, একদিন আগেই কৌশানীর মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে রাজ্য-রাজনীতিতে ৷ ওই ভিডিয়োতে কী এমন মন্তব্য করেছেন কৌশানী ?

ঘরে সবার মা-বোন আছে...ভিডিয়ো ভাইরাল নিয়ে কী বললেন কৌশানী ? শুনে নিন

আরও পড়ুন, হুইলচেয়ারে বসে ‘ভাঙা’ পা দোলাচ্ছেন মমতা, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কৌশানী ভোটারকে তুই সম্বোধন করে ডাকছেন এবং বলছেন, 'ঘরে সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি ৷ ' এই ভিডিয়ো ভাইরাল হতেই রাজ্য-রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে । যদিও এই ভিডিও ভাইরাল হওয়ার পর তার সবিস্তারে ব্যাখ্যাও দিয়েছেন ৷ তিনি বলেন, "আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে ৷ আমি সেরকম কিছু বলতে চাইনি ৷ বিজেপি শাসিত রাজ্যে মা-বোনেরা একেবারেই সুরক্ষিত নন ৷ উত্তরপ্রদেশ কিংবা মধ্যপ্রদেশ হোক, সেখানে দুপুর তিনটের পর মা-বোনেদের রাস্তায় বেরোতে দেওয়া হয় না ৷ আমরা এই রাজ্যে দিদির নেতৃত্বে মাথা উঁচু করে বাঁচছি ৷ অনেক সুরক্ষিত আছি ৷ সেটা যাতে আমাদের রাজ্যে না হয়, তার জন্য ভোটারদের সচেতন করছি ৷ "

সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, বিজেপি কী করছে আমার দেখার দরকার নেই ৷ ওদের শাসিত রাজ্যে এই অবস্থা ৷ সেই বাস্তবটা আমি মানুষের সামনে তুলে ধরছি ৷ প্রার্থী হিসাবে আমার যা কর্তব্য, সেটাই করছি ৷

কৌশানীর ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই 2014 সালের প্রসঙ্গ টেনে আনছেন ৷ সেই সময় কৃষ্ণনগরের চৌমাহা গ্রামের একটি জনসভায় বক্তব্য রাখছিলেন সাংসদ তাপস পাল ৷ হঠাৎ তিনি বলে বসেন, ঘরে ঘরে ছেলে ঢুকিয়ে দেব ৷ তাঁর এই মন্তব্যে বিতর্কের ঝড় তুলেছিল রাজনৈতিক মহলে ৷ যদিও এই মন্তব্যের জন্য পরে ক্ষমা চেয়ে নিয়েছিলেন তাপস ৷ আগের বছরই তাপস পালের মৃত্যু হয়েছে ৷ কাকতালীয়ভাবে কৌশানীর ঘরে সবার মা-বোন আছে মন্তব্য কিন্তু সেই কৃষ্ণনগরের মাটিতেই ৷

Last Updated : Apr 3, 2021, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.