ETV Bharat / state

নবদ্বীপে প্রচারে বাম প্রার্থী - স্বর্ণেন্দু সিংহ

নবদ্বীপ বিধানসভার ভালুকা এলাকায় প্রচারে সংযুক্ত মোর্চার বাম প্রার্থী স্বর্ণেন্দু সিংহ । জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি ।

নবদ্বীপে প্রচারে সিপিআইএম প্রার্থী
নবদ্বীপে প্রচারে সিপিআইএম প্রার্থী
author img

By

Published : Mar 23, 2021, 3:42 PM IST

নবদ্বীপ , 23 মার্চ : নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে সোমবার প্রচার শুরু করলেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী স্বর্ণেন্দু সিংহ । এদিন নবদ্বীপ বিধানসভার ভালুকা এলাকায় প্রচার করেন তিনি । প্রচারে নেমেই তৃণমূল ও বিজেপিকে বিঁধলেন তিনি ।" রাজ্যে বেকারত্ব মহামারি আকার ধারণ করেছে । রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সব জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ জোট প্রার্থীদের জয়ী করার জন্য মুখিয়ে আছে ৷" প্রচারে নেমে বিরোধীদের এই ভাষাতেই আক্রমণ করলেন নবদ্বীপ বিধানসভার জোট প্রার্থী স্বর্ণেন্দু সিংহ ।

নবদ্বীপ বিধানসভার ভালুকা এলাকায় প্রচারে সংযুক্ত মোর্চার বাম প্রার্থী স্বর্ণেন্দু সিংহ

অন্যদিকে , নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বিদায়ী বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ।

আরও পড়ুন : প্রশান্ত কিশোরের গেম প্ল্যানে কুপোকাত বিজেপি, ফেসবুক পোস্ট কান্তির

তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে স্বর্ণেন্দুবাবু বলেন, " বিজেপি আর তৃণমূল একটাই দল । আমরা যাকে বলছি বিজেমূল । এই বিজেমূল যেভাবে যুবক যুবতীদের ভবিষ্যত নিয়ে খেলা করেছেন তার বিরুদ্ধে আমাদের প্রচার । আমরা অঙ্গীকারবদ্ধ । ক্ষমতায় এলে আগে যেসব সরকারি শূন্যপদ রয়েছে সেগুলো পূরণ করব । মানুষের ব্যাপক সমর্থন রয়েছে সংযুক্ত মোর্চার প্রার্থীদের সঙ্গে । জয়ের ব্যাপারে আমরা একশো শতাংশ আশাবাদী " ।

নবদ্বীপ , 23 মার্চ : নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে সোমবার প্রচার শুরু করলেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী স্বর্ণেন্দু সিংহ । এদিন নবদ্বীপ বিধানসভার ভালুকা এলাকায় প্রচার করেন তিনি । প্রচারে নেমেই তৃণমূল ও বিজেপিকে বিঁধলেন তিনি ।" রাজ্যে বেকারত্ব মহামারি আকার ধারণ করেছে । রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সব জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ জোট প্রার্থীদের জয়ী করার জন্য মুখিয়ে আছে ৷" প্রচারে নেমে বিরোধীদের এই ভাষাতেই আক্রমণ করলেন নবদ্বীপ বিধানসভার জোট প্রার্থী স্বর্ণেন্দু সিংহ ।

নবদ্বীপ বিধানসভার ভালুকা এলাকায় প্রচারে সংযুক্ত মোর্চার বাম প্রার্থী স্বর্ণেন্দু সিংহ

অন্যদিকে , নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বিদায়ী বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ।

আরও পড়ুন : প্রশান্ত কিশোরের গেম প্ল্যানে কুপোকাত বিজেপি, ফেসবুক পোস্ট কান্তির

তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে স্বর্ণেন্দুবাবু বলেন, " বিজেপি আর তৃণমূল একটাই দল । আমরা যাকে বলছি বিজেমূল । এই বিজেমূল যেভাবে যুবক যুবতীদের ভবিষ্যত নিয়ে খেলা করেছেন তার বিরুদ্ধে আমাদের প্রচার । আমরা অঙ্গীকারবদ্ধ । ক্ষমতায় এলে আগে যেসব সরকারি শূন্যপদ রয়েছে সেগুলো পূরণ করব । মানুষের ব্যাপক সমর্থন রয়েছে সংযুক্ত মোর্চার প্রার্থীদের সঙ্গে । জয়ের ব্যাপারে আমরা একশো শতাংশ আশাবাদী " ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.