ভীমপুর, 26 এপ্রিল : বোমার আওয়াজে কেঁপে উঠল নদিয়ার ভীমপুর এলাকা ৷ রবিবার রাতে ভীমপুরের পাকুরগাছি গ্রামের একটি বাড়িতে প্রবল শব্দে বোমা বিস্ফোরণ হয় ৷ অভিযোগ, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে ৷ ঘটনায় অভিযুক্ত দু’জন পলাতক ৷
রবিবার রাতে হঠাৎই বোমা বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে পাকুরগাছির মুসলিম পাড়া ৷ অভিযোগ, ঘরের ভেতর বোমা বাঁধছিল সেলিম মণ্ডল ও শাজাহান মণ্ডল ৷ বাথরুমের সামনে হঠাৎই বোমা ফেটে যায় ৷ গুরুতর আহত হলেও ঘটনাস্থল থেকে ভয়ে পালিয়ে যান দু’জন ৷ ভীমপুর থানার পুলিশ এসে বাড়ির ছাদ থেকে আনাচে-কানাচে তল্লাশি চালায় । তল্লাশিতে বাড়ি থেকে পাওয়া যায় কিছু গুলি ৷ ছাদে রাখা কাঠ ও প্যাকাটির গাদা থেকে পাওয়া যায় একটি বন্দুক ৷ সেখানেই বোমা বাঁধা হচ্ছিল ৷
আরও পড়ুন : সপ্তম দফার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল নেতার
বোমা ফেটে যাওয়ায় জায়গাটি গর্ত হয়ে যায় ৷ জায়গাটি জল দিয়ে ধুয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয় । বাড়িতে অভিযুক্ত সেলিমের মা ছিলেন ৷ বাকিরা পালিয়ে যান ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভীমপুর থানার পুলিশ ।