শান্তিপুর, 6 এপ্রিল : বিজেপির দলীয় পতাকা, ব্যানার ছিড়ে ফেলে আগুন এবং দেওয়ালে প্রার্থীর নামের উপর কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনি এলাকায়।
জানা গেছে, গতকাল রাতে বিজেপির পতাকা এবং একাধিক ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এবং ওই দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি বিজেপির দেওয়াল লিখনে প্রার্থীর নামের উপর কালি ছিটিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন-ভারতের পরবর্তী প্রধান বিচারপতি এনভি রামানা
আজ সকালে বিজেপি কর্মী সমর্থকদের ঘটনাটি নজরে আসতেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন একে একে বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের দাবি, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার কারণে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে তারা ৷ এবং এই ধরনের নোংরা কাজ করছে ৷ ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দিয়েছে তারা।
যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থীদের দাবি বিজেপির প্রার্থী ঘোষণার পরেই গোষ্ঠী কোন্দল শুরু হয়। গোষ্ঠী কোন্দলের জন্য়ই ওই ঘটনা ঘটেছে ৷ শুধুমাত্র তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এই অভিযোগ আনছে বিজেপি। তৃণমূল কখনো এই নোংরা রাজনীতি করে না। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে প্রশাসন।