ETV Bharat / state

‘করোনার থেকেও ভয়াবহ বিজেপি’, কৃষ্ণগঞ্জের সভায় মন্তব্য জয়া বচ্চনের - মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় ক্ষমতায় এলে আরও ভয়ানক আকার নেবে বিজেপি ৷ তারা করোনার থেকেও ভয়াবহ ৷ কৃষ্ণগঞ্জে তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে এভাবেই বিজেপিকে নিশানা করলেন জয়া বচ্চন ৷

bengal election 2021 bjp is dangerous than corona says jaya bachchan in krishnaganj nadia
‘‘করোনার থেকেও ভয়াবহ বিজেপি’’, কৃষ্ণগঞ্জের সভায় মন্তব্য জয়া বচ্চনের
author img

By

Published : Apr 13, 2021, 6:29 PM IST

নদিয়া, 13 এপ্রিল : করোনার থেকেও ভয়াবহ বিজেপি ৷ বাংলায় ক্ষমতায় এলে ভয়ানক আকার ধারণ করবে তারা ৷ আজ নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে এভাবেই বিজেপিকে নিশানা করলেন সমাজবাদী পার্টির নেত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন ৷ আজ নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল ৷ কিন্তু নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় কৃষ্ণগঞ্জের প্রচার বাতিল করতে হয়েছে তাঁকে ৷ তাঁর বদলে আজ তৃণমূল সাংসদ সৌগত রায় এবং জয়া বচ্চন কৃষ্ণগঞ্জে সভা করেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বলতে গিয়ে, বাংলার বহুল প্রচলিত প্রবাদ শোনা গেল তৃণমূলের তারকা প্রচারকের মুখে ৷ তাঁর কথায়, ‘‘মা-বোনেরা কষ্ট করেন ৷ আর কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না ৷ তাই বাংলার নেত্রীও সারাদিন কষ্ট করে চলেছেন ৷ আর সেই কারণেই একা একজন মহিলাকে রুখতে বিজেপির শীর্ষ নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করছেন ৷’’

আরও পড়ুন : সেলফি তোলার চেষ্টা করতেই জয়ার ধাক্কা, ভাইরাল ভিডিয়ো

এদিনের জনসভায় জয়া বচ্চন করোনা নিয়েও মানুষকে সতর্ক করলেন ৷ করোনার নিয়মবিধি মেনে চলার আবেদন জানালেন তিনি জনসভা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘বিজেপি চক্রান্ত করে তৃণমূলকে আটকে রাখতে পারবে না ৷’’ দিলীপ ঘোষকে শোকজের নোটিশ পাঠানো নিয়ে সৌগতবাবু বলেন, ‘‘নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে নিরপেক্ষতার নিদর্শন তৈরির চেষ্টা করছেন নয়া কমিশনার ৷’’ প্রসঙ্গত, আজই নির্বাচন কমিশনের নয়া কমিশনার পদে দায়িত্ব নিয়েছেন সুশীল চন্দ্র ৷ তিনি সুনীল আরোরার স্থানে কমিশনের শীর্ষ পদে এলেন ৷

নদিয়া, 13 এপ্রিল : করোনার থেকেও ভয়াবহ বিজেপি ৷ বাংলায় ক্ষমতায় এলে ভয়ানক আকার ধারণ করবে তারা ৷ আজ নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে এভাবেই বিজেপিকে নিশানা করলেন সমাজবাদী পার্টির নেত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন ৷ আজ নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল ৷ কিন্তু নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় কৃষ্ণগঞ্জের প্রচার বাতিল করতে হয়েছে তাঁকে ৷ তাঁর বদলে আজ তৃণমূল সাংসদ সৌগত রায় এবং জয়া বচ্চন কৃষ্ণগঞ্জে সভা করেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বলতে গিয়ে, বাংলার বহুল প্রচলিত প্রবাদ শোনা গেল তৃণমূলের তারকা প্রচারকের মুখে ৷ তাঁর কথায়, ‘‘মা-বোনেরা কষ্ট করেন ৷ আর কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না ৷ তাই বাংলার নেত্রীও সারাদিন কষ্ট করে চলেছেন ৷ আর সেই কারণেই একা একজন মহিলাকে রুখতে বিজেপির শীর্ষ নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করছেন ৷’’

আরও পড়ুন : সেলফি তোলার চেষ্টা করতেই জয়ার ধাক্কা, ভাইরাল ভিডিয়ো

এদিনের জনসভায় জয়া বচ্চন করোনা নিয়েও মানুষকে সতর্ক করলেন ৷ করোনার নিয়মবিধি মেনে চলার আবেদন জানালেন তিনি জনসভা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘বিজেপি চক্রান্ত করে তৃণমূলকে আটকে রাখতে পারবে না ৷’’ দিলীপ ঘোষকে শোকজের নোটিশ পাঠানো নিয়ে সৌগতবাবু বলেন, ‘‘নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে নিরপেক্ষতার নিদর্শন তৈরির চেষ্টা করছেন নয়া কমিশনার ৷’’ প্রসঙ্গত, আজই নির্বাচন কমিশনের নয়া কমিশনার পদে দায়িত্ব নিয়েছেন সুশীল চন্দ্র ৷ তিনি সুনীল আরোরার স্থানে কমিশনের শীর্ষ পদে এলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.