ETV Bharat / state

হরিণঘাটায় প্রচারে বিজেপির কবিয়াল প্রার্থী অসীম সরকার

প্রচারে নেমে কবিগানের ছন্দে হরিণঘাটা কেন্দ্রের সাধারণ মানুষের মন জয় করলেন বিজেপি প্রার্থী অসীম সরকার ।

bjp candidate asim sarkar starts his campaign
হরিণঘাটায় প্রচারে বিজেপি প্রার্থী কবিয়াল
author img

By

Published : Mar 24, 2021, 1:28 PM IST

হরিণঘাটা, 24 মার্চ : কবিগানের ছন্দ এবার রাজনৈতিক ময়দানে । নদিয়ার হরিণঘাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়ে প্রচারে নেমে কবিতায় কর্মী-সমর্থকদের মন জয় করলেন প্রখ্যাত কবিগান শিল্পী অসীম সরকার ।

বিজেপির প্রার্থী তালিকায় নদীয়ার হরিণঘাটা কেন্দ্রে এবার নাম আসে প্রখ্যাত কবিয়াল অসীম সরকারের । এরপরই তিনি প্রচারে নেমে পড়েন । বাড়ি বাড়ি গিয়ে নিজস্ব স্টাইলে মানুষকে দিচ্ছেন মাঝে মাঝে বলে উঠছেন কবিগানের সুরে কথা । কেন্দ্রের স্থানীয়রাও শুনছে মোহিত হয়ে । উল্লেখ্য এখানে সংযুক্ত মোর্চার প্রার্থী অলকেশ দাস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী নীলিমা নাগ ।

হরিণঘাটায় প্রচারে বিজেপি প্রার্থী কবিয়াল

এ বিষয়ে তিনি বলেন, "বিরোধীদের কখনও ছোট করে দেখতে নেই । আমি মানুষের পাশে আছি এবং সোনার বাংলা গড়ার যে স্বপ্ন নরেন্দ্র মোদি দেখিয়েছেন সেই কাজে যেন আমি শামিল হতে পারি এটাই আমার ইচ্ছে ।"

আরও পড়ুন : কাঁথিতে মোদির সভায় থাকবেন দিব্যেন্দু ! আজই বিজেপিতে যোগদান ?

বিজেপির একাংশের বিক্ষোভের প্রসঙ্গে তিনি বলেন, "দল আমাকে এই কেন্দ্রের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে । কারও যদি মনে ব্যথা লেগে থাকে তাহলে আমি তার কাছে করজোড়ে একসঙ্গে কাজ করার অনুরোধ করব ।’’

হরিণঘাটা, 24 মার্চ : কবিগানের ছন্দ এবার রাজনৈতিক ময়দানে । নদিয়ার হরিণঘাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়ে প্রচারে নেমে কবিতায় কর্মী-সমর্থকদের মন জয় করলেন প্রখ্যাত কবিগান শিল্পী অসীম সরকার ।

বিজেপির প্রার্থী তালিকায় নদীয়ার হরিণঘাটা কেন্দ্রে এবার নাম আসে প্রখ্যাত কবিয়াল অসীম সরকারের । এরপরই তিনি প্রচারে নেমে পড়েন । বাড়ি বাড়ি গিয়ে নিজস্ব স্টাইলে মানুষকে দিচ্ছেন মাঝে মাঝে বলে উঠছেন কবিগানের সুরে কথা । কেন্দ্রের স্থানীয়রাও শুনছে মোহিত হয়ে । উল্লেখ্য এখানে সংযুক্ত মোর্চার প্রার্থী অলকেশ দাস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী নীলিমা নাগ ।

হরিণঘাটায় প্রচারে বিজেপি প্রার্থী কবিয়াল

এ বিষয়ে তিনি বলেন, "বিরোধীদের কখনও ছোট করে দেখতে নেই । আমি মানুষের পাশে আছি এবং সোনার বাংলা গড়ার যে স্বপ্ন নরেন্দ্র মোদি দেখিয়েছেন সেই কাজে যেন আমি শামিল হতে পারি এটাই আমার ইচ্ছে ।"

আরও পড়ুন : কাঁথিতে মোদির সভায় থাকবেন দিব্যেন্দু ! আজই বিজেপিতে যোগদান ?

বিজেপির একাংশের বিক্ষোভের প্রসঙ্গে তিনি বলেন, "দল আমাকে এই কেন্দ্রের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে । কারও যদি মনে ব্যথা লেগে থাকে তাহলে আমি তার কাছে করজোড়ে একসঙ্গে কাজ করার অনুরোধ করব ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.