নবদ্বীপ , 25 এপ্রিল : রাত পোহালেই সপ্তম দফার নির্বাচন ৷ এরই মধ্যে অশান্ত নবদ্বীপ ৷ শনিবার বিজেপির যুব মোর্চা কর্মীর ওপর সশস্ত্র দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠল ৷
আক্রান্ত যুবকের নাম অক্ষয় বিশ্বাস । এলাকায় তিনি বিজেপির যুব মোর্চার কর্মী হিসেবেই পরিচিত ৷ পরিবারের অভিযোগ, সকালে মোবাইল ফোন মারফত তাঁর বাবাকে শাসিয়ে ছিল এক তৃণমূল কর্মী ৷ এরপরই ওইদিন রাতে বাড়ি ফেরার পথে হামলা হয় অক্ষয়ের উপর ৷
হামলায় গুরুতর জখম হন অক্ষয় ৷ আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ৷ এখন তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ৷
আরও পড়ুন : কোভিড ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, দ্বিতীয় ঢেউ দেশকে নাড়িয়ে দিয়েছে: মোদি
নবদ্বীপ উত্তর মণ্ডল যুব মোর্চার সভাপতি তন্ময় কুণ্ডু বলেন , ‘‘আমাদের অনুমান যে সুনীল শেঠের রানী চড়ার দুষ্কৃতী বাহিনী ওঁর উপর হামলা করেছে ৷ আমার মনে হয় আগের দিন যারা আমাদের পার্টি অফিসের সামনে হামলা করেছিল তারাই এর সঙ্গে যুক্ত আছে ৷ তারা তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ৷’'
যদিও এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে ৷ শাসকদলের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷