ETV Bharat / state

Krishnaganj BSF: সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর - কৃষ্ণগঞ্জ বিএসএফ

সাতজনের একটি দল এই পাচার চালানোর সময় সীমান্ত বাহিনীর গুলিতে মৃত্যু হয় বাংলাদেশি পাচারকারীর (Bangladeshi Smuggler Shot Dead by BSF) । ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জের বিষ্ণুপুর সীমান্তে । বাকিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ।

Krishnaganj BSF News
সীমান্ত বাহিনীর গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর
author img

By

Published : Oct 9, 2022, 8:11 PM IST

নদিয়া, 9 অক্টোবর: সীমান্ত দিয়ে মহিষ পাচার করার সময় সীমান্তরক্ষী বাহিনীর বাধা । বাধা দেওয়ায় ধারালো অস্ত্র নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর উপর চড়াও হল বাংলাদেশের এক পাচারকারী (Bangladeshi Smuggler Shot Dead by BSF) । শেষ পর্যন্ত পালটা সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল বাংলাদেশি পাচারকারীর । ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জের বিষ্ণুপুর সীমান্তে ।

মৃত বাংলাদেশি পাচারকারীর নাম মুমতাজ হোসেন (32) । শনিবার গভীর রাতে কয়েকজন পাচারকারী মোষ পাচার করতে গেলে 54 নং বিএসএফ ব্যাটেলিয়ানরা তাদের আটকায় বলে সূত্রের খবর । তখন নিরাপত্তারক্ষীদের হাঁসুয়া নিয়ে তাড়া করলে বিএসএফ পালটা গুলি চালায় । সেই গুলিতে এক বাংলাদেশ পাচারকারীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে । কৃষ্ণগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ।

সীমান্ত বাহিনীর গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর

আরও পড়ুন: সায়গল হোসেনকে হেফাজতে নিতে হাইকোর্টের দ্বারস্থ ইডি

বিএসএফের গুলিতে মৃত বাংলাদেশি পাচারকারীর দেহ কৃষ্ণনগর পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । এ বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি সৌরভ রায় জানান, মূলত সাতজনের একটি দল এই পাচার কাজ চালাচ্ছিল । কৃষ্ণগঞ্জ থানার আইসিকে ফোনে এ বিষয়ে তথ্য পরিবেশন করা হয় জওয়ানদের তরফ থেকে । ঘটনাস্থল থেকে একটি মোষও উদ্ধার হয় । বাকি পাচারকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ।

নদিয়া, 9 অক্টোবর: সীমান্ত দিয়ে মহিষ পাচার করার সময় সীমান্তরক্ষী বাহিনীর বাধা । বাধা দেওয়ায় ধারালো অস্ত্র নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর উপর চড়াও হল বাংলাদেশের এক পাচারকারী (Bangladeshi Smuggler Shot Dead by BSF) । শেষ পর্যন্ত পালটা সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল বাংলাদেশি পাচারকারীর । ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জের বিষ্ণুপুর সীমান্তে ।

মৃত বাংলাদেশি পাচারকারীর নাম মুমতাজ হোসেন (32) । শনিবার গভীর রাতে কয়েকজন পাচারকারী মোষ পাচার করতে গেলে 54 নং বিএসএফ ব্যাটেলিয়ানরা তাদের আটকায় বলে সূত্রের খবর । তখন নিরাপত্তারক্ষীদের হাঁসুয়া নিয়ে তাড়া করলে বিএসএফ পালটা গুলি চালায় । সেই গুলিতে এক বাংলাদেশ পাচারকারীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে । কৃষ্ণগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ।

সীমান্ত বাহিনীর গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর

আরও পড়ুন: সায়গল হোসেনকে হেফাজতে নিতে হাইকোর্টের দ্বারস্থ ইডি

বিএসএফের গুলিতে মৃত বাংলাদেশি পাচারকারীর দেহ কৃষ্ণনগর পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । এ বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি সৌরভ রায় জানান, মূলত সাতজনের একটি দল এই পাচার কাজ চালাচ্ছিল । কৃষ্ণগঞ্জ থানার আইসিকে ফোনে এ বিষয়ে তথ্য পরিবেশন করা হয় জওয়ানদের তরফ থেকে । ঘটনাস্থল থেকে একটি মোষও উদ্ধার হয় । বাকি পাচারকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.