কৃষ্ণনগর, 28 সেপ্টেম্বর: বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি চোরাচালানকারীর ৷ ঘটনা বুধবার মধ্যরাতে নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত রাঙিয়া পোতা ভারত-বাংলাদেশ সীমান্তে ৷ এখনও মৃতের পরিচয় জানা যায়নি ৷ তবে তার বয়স আনুমানিক 40 বছর বলে জানা গিয়েছে ৷ বিএসএফের পক্ষ থেকে বুধবার রাতেই মৃতদেহ কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷ তল্লাশি চালানোর সময় নিষিদ্ধ কাশির সিরাপও উদ্ধার করেছে বিএসএফ ৷
সূত্রের খবর, বুধবার রাতে একদল বাংলাদেশি ভীমপুর থানার রানিয়া পোতা বিওপি অধীনস্থ এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল ৷ তখন ওই এলাকায় কর্মরত এক বিএসএফ কর্মী তাদের বাধা দেয় ৷ এই সময় ওই কর্মীকে ঘিরে ফেলে বাংলাদেশি নাগরিকরা ৷ তারা ধারালো হাঁসুয়া দিয়ে বিএসএফ জওয়ানের উপর আক্রমণের চেষ্টা করে ৷
এই হাতাহাতির মধ্যে ওই বিএসএফ কর্মী গুলি চালাতে শুরু করেন ৷ তখনই বাংলাদেশি নাগিরকরা পালানোর চেষ্টা করে ৷ তখন বিএসএফের গুলিতে একজন জখম হয় ৷ এরপরে আরও বিএসএফ কর্মীরা ঘটনাস্থলে জড়ো হন ৷ তাঁরা এলাকায় তল্লাশি অভিযান চালায় ৷
সেই সময় একটি ঝোপের মধ্যে ওই বাংলাদেশি নাগরিককে পড়ে থাকতে দেখে ৷ বিএসএফ কর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে ৷ এই তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় এক বস্তা নিষিদ্ধ কাশির সিরাপ ৷ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । ওই ব্যক্তির পায়ে গুলি লেগেছিল ৷
মৃতদেহটির ময়নাতদন্তের জন্য পুলিশমর্গে রাখা হয় ৷ বিএসএফের পক্ষ থেকে ভীমপুর থানা এলাকায় সীমান্ত দিয়ে নিষিদ্ধ মাদক পাচারকারী হিসেবে একটি মামলার রজু করা হয়েছে ৷ ওই ব্যক্তির পরিচয় কী ? তার সঙ্গে কারা কারা ছিল, এই সব তথ্য জানার চেষ্টা করছে ভীমপুর থানার পুলিশ ৷ মঙ্গলবার রাতে বাংলাদেশ থেকে আসা একটি ট্রাক থেকে সোনা উদ্ধার করে বিএসএফ জওয়ানরা ৷ ওই সোনার মূল্য প্রায় 30 লক্ষ টাকা ৷
আরও পড়ুন: বাংলাদেশ ফেরত ট্রাকের কেবিনে লুকোনো প্রায় 30 লক্ষ টাকার সোনা, গ্রেফতার চালক