ETV Bharat / state

NIA Arrests Mao Leader: কল্যাণী এক্সপ্রেসওয়েতে গ্রেফতার মাওবাদী নেতা সম্রাট - মাওবাদী নেতা গ্রেফতার

এনআইএর জালে ধরা পড়লেন মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তী ৷ তাঁর বাড়ি দমদমে ৷ দীর্ঘদিন তিনি বিভিন্ন নামে আত্মগোপন করে ঘুরে বেড়াচ্ছিলেন (NIA Arrests Mao Leader) ৷

NIA Arrest
ETV Bharat
author img

By

Published : Sep 20, 2022, 12:15 PM IST

Updated : Sep 20, 2022, 1:16 PM IST

কল্যাণী, 20 সেপ্টেম্বর: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির জালে এবার মাওবাদী নেতা । ধৃত ওই নেতার নাম সম্রাট চক্রবর্তী ওরফে নির্মল ওরফে নীলকমল শিকদার ওরফে অর্ঘ্য । সোমবার তাঁকে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করেছে এনআইএ-র গুয়াহাটি শাখার গোয়েন্দারা (Assam NIA arrests Maoist leader from Kalyani Expressway) ।

জানা গিয়েছে, সম্রাট চক্রবর্তীর বাড়ি আদতে দমদমে ৷ তিনি বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপন করে থাকতেন । এনআইএ সূত্রে খবর, মাওবাদীর শীর্ষ নেতা অরুণকুমার ভট্টাচার্য ওরফে কবীর ওরফে জ্যোতিষ ওরফে কাঞ্চনদার গ্রেফতারির পর তাঁর জায়গায় আসেন সম্রাট চক্রবর্তী ৷ পূর্বাঞ্চলে মাওবাদীর স্লিপার সেলকে মজবুত এবং চাঙ্গা করার দায়িত্ব বর্তায় তাঁর উপর ।

আরও পড়ুন: মাও যোগ সন্দেহে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী

দীর্ঘদিন ধরেই মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তীকে খুঁজছিল এনআইএ । জানা গিয়েছে, তাঁকে অসম এনআইএর বিশেষ আদালতে পেশ করবে গোয়েন্দারা । এনআইএ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে মাওবাদী কাণ্ডে জেরা করবে বলে জানা গিয়েছে ।

এনআইএ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 2022-এর 19 সেপ্টেম্বর এনআইএ সম্রাট চক্রবর্তীকে গ্রেফতার করেছেন ৷ তাঁর বয়স 37 বছর ৷ তিনি অমিত, অর্ঘ্য, নির্মল, নির্মান, নীলকমল শিকদার ছদ্মনামে ঘুরে বেড়াতেন ৷ তাঁর বাবার নাম রতন চক্রবর্তী ৷ সম্রাটের বাড়ি দমদমের শেঠ বাগান রোডে ৷

সোমবার উত্তর 24 পরগনার কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের মহিষপোতা থেকে ধরা হয় ৷ এটি নারায়ণ স্কুলের কাছে ৷ তিনি অসমের কাছার জেলায় সিপিআই(মাওবাদী) মামলায় অভিযুক্ত (Cachar District of Assam) ৷

এর সঙ্গে প্রবীণ মাওবাদী নেতা অরুণ কুমার ভট্টাচার্যের গ্রেফতারির যোগ আছে ৷ তিনি পশ্চিমবঙ্গে জ্যোতিষ, কবীর, কনক, কাঞ্চনদা নামেও পরিচিত ৷ মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কৌশলী মাওবাদী নেতা ৷ কাঞ্চনদা অসমে মাওবাদী সংগঠন প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন ৷ বিশেষত উত্তর-পূর্বে এই সংগঠনের শিকড় ছড়িয়ে দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন তিনি ৷ 2022-এর 2 সেপ্টেম্বর এনআইএ অসমের গুয়াহাটিতে স্পেশাল এনআইএ কোর্টে 6 জন ধৃতের বিরুদ্ধে চার্জশিট ফাইল করে ৷

এর তদন্তে আরও জানা যায়, অভিযুক্ত সম্রাট চক্রবর্তী পশ্চিমবঙ্গে মাওবাদী সংগঠনের একজন সক্রিয় সদস্য ৷ তিনি মাওবাদী সংগঠনের শীর্ষ নেতৃত্ব এবং ধৃত কাঞ্চনদা ওরফে অরুণ ভট্টাচার্যের মধ্যে লিঙ্ক ম্যান হিসেবে কাজ করতেন ৷ আর কাঞ্চনদা অসম থেকে গোপনে কাজকর্ম চালাচ্ছিলেন ৷ সম্রাট চক্রবর্তী বিভিন্ন সময়ে অসমের কাছার জেলায় এসে প্রবীণ মাওবাদী নেতা অরুণ কুমার ভট্টাচার্য ওরফে জ্যোতিষ ওরফে কবীর ওরফে কনক ওরফে কাঞ্চনদার সঙ্গে দেখা করেছেন ৷ দলের পূর্বাঞ্চল ব্যুরোর (Eastern Regional Bureau of the party) নির্দেশে সম্রাট চক্রবর্তী অসম এবং উত্তর পূর্বে মাওবাদী সংগঠনের কার্যকলাপে কাঞ্চনদাকে সাহায্য করতেন ৷ তদন্ত চলছে, জানিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ৷

কল্যাণী, 20 সেপ্টেম্বর: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির জালে এবার মাওবাদী নেতা । ধৃত ওই নেতার নাম সম্রাট চক্রবর্তী ওরফে নির্মল ওরফে নীলকমল শিকদার ওরফে অর্ঘ্য । সোমবার তাঁকে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করেছে এনআইএ-র গুয়াহাটি শাখার গোয়েন্দারা (Assam NIA arrests Maoist leader from Kalyani Expressway) ।

জানা গিয়েছে, সম্রাট চক্রবর্তীর বাড়ি আদতে দমদমে ৷ তিনি বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপন করে থাকতেন । এনআইএ সূত্রে খবর, মাওবাদীর শীর্ষ নেতা অরুণকুমার ভট্টাচার্য ওরফে কবীর ওরফে জ্যোতিষ ওরফে কাঞ্চনদার গ্রেফতারির পর তাঁর জায়গায় আসেন সম্রাট চক্রবর্তী ৷ পূর্বাঞ্চলে মাওবাদীর স্লিপার সেলকে মজবুত এবং চাঙ্গা করার দায়িত্ব বর্তায় তাঁর উপর ।

আরও পড়ুন: মাও যোগ সন্দেহে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী

দীর্ঘদিন ধরেই মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তীকে খুঁজছিল এনআইএ । জানা গিয়েছে, তাঁকে অসম এনআইএর বিশেষ আদালতে পেশ করবে গোয়েন্দারা । এনআইএ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে মাওবাদী কাণ্ডে জেরা করবে বলে জানা গিয়েছে ।

এনআইএ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 2022-এর 19 সেপ্টেম্বর এনআইএ সম্রাট চক্রবর্তীকে গ্রেফতার করেছেন ৷ তাঁর বয়স 37 বছর ৷ তিনি অমিত, অর্ঘ্য, নির্মল, নির্মান, নীলকমল শিকদার ছদ্মনামে ঘুরে বেড়াতেন ৷ তাঁর বাবার নাম রতন চক্রবর্তী ৷ সম্রাটের বাড়ি দমদমের শেঠ বাগান রোডে ৷

সোমবার উত্তর 24 পরগনার কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের মহিষপোতা থেকে ধরা হয় ৷ এটি নারায়ণ স্কুলের কাছে ৷ তিনি অসমের কাছার জেলায় সিপিআই(মাওবাদী) মামলায় অভিযুক্ত (Cachar District of Assam) ৷

এর সঙ্গে প্রবীণ মাওবাদী নেতা অরুণ কুমার ভট্টাচার্যের গ্রেফতারির যোগ আছে ৷ তিনি পশ্চিমবঙ্গে জ্যোতিষ, কবীর, কনক, কাঞ্চনদা নামেও পরিচিত ৷ মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কৌশলী মাওবাদী নেতা ৷ কাঞ্চনদা অসমে মাওবাদী সংগঠন প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন ৷ বিশেষত উত্তর-পূর্বে এই সংগঠনের শিকড় ছড়িয়ে দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন তিনি ৷ 2022-এর 2 সেপ্টেম্বর এনআইএ অসমের গুয়াহাটিতে স্পেশাল এনআইএ কোর্টে 6 জন ধৃতের বিরুদ্ধে চার্জশিট ফাইল করে ৷

এর তদন্তে আরও জানা যায়, অভিযুক্ত সম্রাট চক্রবর্তী পশ্চিমবঙ্গে মাওবাদী সংগঠনের একজন সক্রিয় সদস্য ৷ তিনি মাওবাদী সংগঠনের শীর্ষ নেতৃত্ব এবং ধৃত কাঞ্চনদা ওরফে অরুণ ভট্টাচার্যের মধ্যে লিঙ্ক ম্যান হিসেবে কাজ করতেন ৷ আর কাঞ্চনদা অসম থেকে গোপনে কাজকর্ম চালাচ্ছিলেন ৷ সম্রাট চক্রবর্তী বিভিন্ন সময়ে অসমের কাছার জেলায় এসে প্রবীণ মাওবাদী নেতা অরুণ কুমার ভট্টাচার্য ওরফে জ্যোতিষ ওরফে কবীর ওরফে কনক ওরফে কাঞ্চনদার সঙ্গে দেখা করেছেন ৷ দলের পূর্বাঞ্চল ব্যুরোর (Eastern Regional Bureau of the party) নির্দেশে সম্রাট চক্রবর্তী অসম এবং উত্তর পূর্বে মাওবাদী সংগঠনের কার্যকলাপে কাঞ্চনদাকে সাহায্য করতেন ৷ তদন্ত চলছে, জানিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ৷

Last Updated : Sep 20, 2022, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.