ETV Bharat / state

Mamata Dengue Caution: ঠান্ডা পড়লে ডেঙ্গি কমে যাবে, এখন সাবধানে থাকুন; নদিয়ায় সতর্কবার্তা মমতার

ঠান্ডা পড়লে ডেঙ্গি কমে যাবে, তবে এখন সাবধানে থাকুন ৷ নদিয়ার প্রশাসনিক বৈঠকে এমনই সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Dengue Caution)৷

As soon as winter comes dengue will subside predicts Mamata Banerjee in Nadia
ঠান্ডা পড়লে ডেঙ্গি কমে যাবে, এখন সাবধানে থাকুন; নদিয়ার সতর্কবার্তা মমতার
author img

By

Published : Nov 10, 2022, 1:15 PM IST

Updated : Nov 10, 2022, 1:50 PM IST

নদিয়া, 10 নভেম্বর: নদিয়ার প্রশাসনিক বৈঠকে গিয়ে ডেঙ্গি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ ডেঙ্গি প্রতিরোধে পঞ্চায়েত, জেলা পরিষদ, পৌরসভা সবাইকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি (Mamata Dengue Caution)৷

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি গত কয়েকদিনে ক্রমে জটিল হয়েছে ৷ কলকাতায় একই দিনে ডেঙ্গিতে চার জনের মৃত্যু পর্যন্ত ঘটেছে ৷ জেলায় জেলায় ডেঙ্গি পরিস্থিতিকে হাতিয়ার করে বিক্ষোভে নেমেছে বিরোধীরা ৷ এই অবস্থায় দলের সাংসদ ও বিধায়কদের আগেই ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বার্তা দেওয়া হয়েছিল শীর্ষ নেতৃত্বের তরফে ৷ ডেঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যে উদ্বিগ্ন তা স্পষ্ট হল নদিয়ার প্রশাসনিক বৈঠকে ৷ এ দিন ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী ৷ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি ৷

বৃহস্পতিবার নদিয়ার প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, "ঠান্ডা পড়লে ডেঙ্গি কমে যাবে ৷ তবে এখনও বেশ গরম রয়েছে ৷ আরও কয়েকটা দিন সময় লাগবে ৷ ততদিন পর্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন ৷ নোংরা দেখলেই পরিষ্কার করুন ৷ পৌরসভা, জেলা পরিষদ ও পঞ্চায়েত সবাইকে ডেঙ্গি মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে ৷ সবদিক ক্লিন ও গ্রিন করতে হবে ৷ সাংসদ ও বিধায়করাও সতর্ক থাকুন ৷ দুয়ারে সরকারেও ডেঙ্গি নিয়ে সচেতনতা হবে ৷"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ডাক না-পেয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের

এ দিন নদিয়ার প্রশানসিক বৈঠকে দুয়ারে সরকারে বেশ কিছু নতুন পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করা হয় ৷ মুখ্যমন্ত্রী জানান, এতদিন পর্যন্ত যাঁরা বিধবা ভাতা পান, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না ৷ এ বার থেকে বিধবা ভাতা পেলেও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে ৷ এটা দুয়ারে সরকারে যুক্ত করা হয়েছে ৷

পাশাপাশি বিদ্যুৎ বিল বকেয়া থাকার জন্য যাঁদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে, তাঁদের জন্য সরকার বিশেষ নীতি এনেছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, 2018 সাল থেকে গৃহস্থ বা কৃষক যাঁদের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে সংযোগ কেটে গিয়েছে, তাঁদের বকেয়া অর্থের উপর সুদ মকুব করছে সরকার ৷ বকেয়া অর্থের 50 শতাংশ দিলেই সংযোগ ফিরিয়ে দেওয়া হবে ৷ মুখ্যমন্ত্রীর কথায়, "এতে সরকারের লোকসান হলেও মানুষের লাভ হবে ৷"

নদিয়া, 10 নভেম্বর: নদিয়ার প্রশাসনিক বৈঠকে গিয়ে ডেঙ্গি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ ডেঙ্গি প্রতিরোধে পঞ্চায়েত, জেলা পরিষদ, পৌরসভা সবাইকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি (Mamata Dengue Caution)৷

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি গত কয়েকদিনে ক্রমে জটিল হয়েছে ৷ কলকাতায় একই দিনে ডেঙ্গিতে চার জনের মৃত্যু পর্যন্ত ঘটেছে ৷ জেলায় জেলায় ডেঙ্গি পরিস্থিতিকে হাতিয়ার করে বিক্ষোভে নেমেছে বিরোধীরা ৷ এই অবস্থায় দলের সাংসদ ও বিধায়কদের আগেই ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বার্তা দেওয়া হয়েছিল শীর্ষ নেতৃত্বের তরফে ৷ ডেঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যে উদ্বিগ্ন তা স্পষ্ট হল নদিয়ার প্রশাসনিক বৈঠকে ৷ এ দিন ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী ৷ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি ৷

বৃহস্পতিবার নদিয়ার প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, "ঠান্ডা পড়লে ডেঙ্গি কমে যাবে ৷ তবে এখনও বেশ গরম রয়েছে ৷ আরও কয়েকটা দিন সময় লাগবে ৷ ততদিন পর্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন ৷ নোংরা দেখলেই পরিষ্কার করুন ৷ পৌরসভা, জেলা পরিষদ ও পঞ্চায়েত সবাইকে ডেঙ্গি মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে ৷ সবদিক ক্লিন ও গ্রিন করতে হবে ৷ সাংসদ ও বিধায়করাও সতর্ক থাকুন ৷ দুয়ারে সরকারেও ডেঙ্গি নিয়ে সচেতনতা হবে ৷"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ডাক না-পেয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের

এ দিন নদিয়ার প্রশানসিক বৈঠকে দুয়ারে সরকারে বেশ কিছু নতুন পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করা হয় ৷ মুখ্যমন্ত্রী জানান, এতদিন পর্যন্ত যাঁরা বিধবা ভাতা পান, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না ৷ এ বার থেকে বিধবা ভাতা পেলেও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে ৷ এটা দুয়ারে সরকারে যুক্ত করা হয়েছে ৷

পাশাপাশি বিদ্যুৎ বিল বকেয়া থাকার জন্য যাঁদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে, তাঁদের জন্য সরকার বিশেষ নীতি এনেছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, 2018 সাল থেকে গৃহস্থ বা কৃষক যাঁদের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে সংযোগ কেটে গিয়েছে, তাঁদের বকেয়া অর্থের উপর সুদ মকুব করছে সরকার ৷ বকেয়া অর্থের 50 শতাংশ দিলেই সংযোগ ফিরিয়ে দেওয়া হবে ৷ মুখ্যমন্ত্রীর কথায়, "এতে সরকারের লোকসান হলেও মানুষের লাভ হবে ৷"

Last Updated : Nov 10, 2022, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.