ETV Bharat / state

বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিমা তৈরি করছেন নদিয়ার মৃৎশিল্পীরা

মহালয়ার মুখে বৃষ্টি হয়েছে ৷ সেই বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিমা তৈরি করছেন নদিয়ার মৃৎশিল্পীরা ৷

author img

By

Published : Sep 28, 2019, 4:28 AM IST

Updated : Sep 28, 2019, 4:09 PM IST

প্রতিমা

কৃষ্ণনগর, 28 সেপ্টেম্বর : হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন ৷ তাই জোরকদমে চলছিল প্রতিমা তৈরির কাজ ৷ কিন্তু, গত তিনদিনের বৃষ্টি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নদিয়ার মৃৎশিল্পীদের ৷ ফলে অল্প সময়ের মধ্যে কীভাবে প্রতিমা গড়া হবে ও রং করা হবে তা নিয়েই চিন্তিত তাঁরা ৷ কিন্তু, এখন আর তাঁদের কাছে হাত গুটিয়ে বসে থাকার সময় নেই ৷ তাই বৃষ্টির মধ্যেই চলছে প্রতিমা তৈরির কাজ ৷

নদিয়ার পালপাড়ার মৃৎশিল্পীদের পরিচিতি রয়েছে দেশজুড়ে ৷ প্রতি বছরই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দেশ ও বিদেশেও পাড়ি দেয় সেখানের তৈরি প্রতিমা ৷ সেজন্য মহালয়ার আগে চূড়ান্ত ব্যস্ততা থাকে নদিয়ার মৃৎশিল্পীদের ৷ নাওয়া-খাওয়ার সময়ও পান না ৷ কিন্তু, পুজোর মুখে খামখেয়ালিপনা আবহাওয়ার জেরে চরম দুর্ভোগের মুখে পড়েছেন তাঁরা ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে উদ্যোক্তাদের প্রতিমা ডেলিভারি করবেন তা ভেবেই রাতের ঘুম উড়েছে মৃৎশিল্পীদের ৷

Nadia
বৃষ্টির মধ্যেই জোরকদমে চলছে কাজ

তেমনই একজন কানাইলাল ঘোষ ৷ তিনি জানান, বৃষ্টির জন্য বিভিন্ন সমস্যা হচ্ছে ৷ স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে শুকোচ্ছে না প্রতিমার রং ৷ তাঁর কথায়, "কারিগরদের খুব সমস্যা হচ্ছে ৷ বৃষ্টি হলেই ঠাকুর তুলতে হচ্ছে ৷ সেজন্য পলিথিনের ব্যবস্থা করা হচ্ছে ৷ বিভিন্ন রকমভাবে কাজে দেরি হচ্ছে ৷ আবহাওয়া ভালো থাকলে শান্তিতে কাজ করতে পারি ৷ কিন্তু, এখন কাজ করতে গেলে দেখছি যে এখানে-ওখানে জল পড়ছে ৷ লোক থাকলেও সেদিকে নজর দিতে দিতে সময় কেটে যাচ্ছে ৷ "

Nadia
বৃষ্টি থেকে বাঁচাতে পলিথিনের নিচে প্রতিমা

এবার 20 টির মতো পুজো কমিটির কাজ থেকে প্রতিমা তৈরির বরাত পেয়েছেন ৷ কলকাতা, বগলা, ঘাটাল, বর্ধমানেও যাচ্ছে তাঁর তৈরি প্রতিমা ৷ কয়েকটি প্রতিমা তৈরির কাজও শেষ ৷ কিন্তু, বৃষ্টির জেরে সেগুলি নিতে যেতে পারছেন না উদ্যোক্তারা ৷

দেখুন ভিডিয়ো

একই বক্তব্য পালপাড়ার অন্য শিল্পী ও কারিগরদের ৷ প্রতিমায় রং করার মাঝেই বিশাল বিশ্বাস নামে এক শিল্পী জানান, বৃষ্টির জেরে শুধুমাত্র প্রতিমা তৈরির কাজ ব্যাহত হচ্ছে না, ডেলিভারির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে ৷ তাঁর কথায়, "খুব অসুবিধা হচ্ছে ৷ প্রতিমার গায়ে রং টানছে না ৷ ডেলিভারি দিতে খুব কষ্ট হচ্ছে ৷ জলকাদার মধ্যে লোডারদের প্রতিমা গাড়িতে তুলতে সমস্যা হচ্ছে ৷ কাঁচাও থেকে যাচ্ছে ৷ 60 শতাংশ কাজ হয়েছে ৷ 40 শতাংশ এখনও বাকি ৷ " চলতি বছর 30-35টি প্রতিমার বরাত পেয়েছেন তিনি ৷ কয়েকটি প্রতিমা তৈরি হয়ে গেছে ও তা নিয়েও চলে গেছেন উদ্যোক্তারা ৷ আর সেই বাকি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে বৃষ্টিকে উপেক্ষা করেই দিনরাত কাজ করছেন বিশালের মতো নদিয়ার অন্য মৃৎশিল্পীরাও ৷

কৃষ্ণনগর, 28 সেপ্টেম্বর : হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন ৷ তাই জোরকদমে চলছিল প্রতিমা তৈরির কাজ ৷ কিন্তু, গত তিনদিনের বৃষ্টি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নদিয়ার মৃৎশিল্পীদের ৷ ফলে অল্প সময়ের মধ্যে কীভাবে প্রতিমা গড়া হবে ও রং করা হবে তা নিয়েই চিন্তিত তাঁরা ৷ কিন্তু, এখন আর তাঁদের কাছে হাত গুটিয়ে বসে থাকার সময় নেই ৷ তাই বৃষ্টির মধ্যেই চলছে প্রতিমা তৈরির কাজ ৷

নদিয়ার পালপাড়ার মৃৎশিল্পীদের পরিচিতি রয়েছে দেশজুড়ে ৷ প্রতি বছরই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দেশ ও বিদেশেও পাড়ি দেয় সেখানের তৈরি প্রতিমা ৷ সেজন্য মহালয়ার আগে চূড়ান্ত ব্যস্ততা থাকে নদিয়ার মৃৎশিল্পীদের ৷ নাওয়া-খাওয়ার সময়ও পান না ৷ কিন্তু, পুজোর মুখে খামখেয়ালিপনা আবহাওয়ার জেরে চরম দুর্ভোগের মুখে পড়েছেন তাঁরা ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে উদ্যোক্তাদের প্রতিমা ডেলিভারি করবেন তা ভেবেই রাতের ঘুম উড়েছে মৃৎশিল্পীদের ৷

Nadia
বৃষ্টির মধ্যেই জোরকদমে চলছে কাজ

তেমনই একজন কানাইলাল ঘোষ ৷ তিনি জানান, বৃষ্টির জন্য বিভিন্ন সমস্যা হচ্ছে ৷ স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে শুকোচ্ছে না প্রতিমার রং ৷ তাঁর কথায়, "কারিগরদের খুব সমস্যা হচ্ছে ৷ বৃষ্টি হলেই ঠাকুর তুলতে হচ্ছে ৷ সেজন্য পলিথিনের ব্যবস্থা করা হচ্ছে ৷ বিভিন্ন রকমভাবে কাজে দেরি হচ্ছে ৷ আবহাওয়া ভালো থাকলে শান্তিতে কাজ করতে পারি ৷ কিন্তু, এখন কাজ করতে গেলে দেখছি যে এখানে-ওখানে জল পড়ছে ৷ লোক থাকলেও সেদিকে নজর দিতে দিতে সময় কেটে যাচ্ছে ৷ "

Nadia
বৃষ্টি থেকে বাঁচাতে পলিথিনের নিচে প্রতিমা

এবার 20 টির মতো পুজো কমিটির কাজ থেকে প্রতিমা তৈরির বরাত পেয়েছেন ৷ কলকাতা, বগলা, ঘাটাল, বর্ধমানেও যাচ্ছে তাঁর তৈরি প্রতিমা ৷ কয়েকটি প্রতিমা তৈরির কাজও শেষ ৷ কিন্তু, বৃষ্টির জেরে সেগুলি নিতে যেতে পারছেন না উদ্যোক্তারা ৷

দেখুন ভিডিয়ো

একই বক্তব্য পালপাড়ার অন্য শিল্পী ও কারিগরদের ৷ প্রতিমায় রং করার মাঝেই বিশাল বিশ্বাস নামে এক শিল্পী জানান, বৃষ্টির জেরে শুধুমাত্র প্রতিমা তৈরির কাজ ব্যাহত হচ্ছে না, ডেলিভারির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে ৷ তাঁর কথায়, "খুব অসুবিধা হচ্ছে ৷ প্রতিমার গায়ে রং টানছে না ৷ ডেলিভারি দিতে খুব কষ্ট হচ্ছে ৷ জলকাদার মধ্যে লোডারদের প্রতিমা গাড়িতে তুলতে সমস্যা হচ্ছে ৷ কাঁচাও থেকে যাচ্ছে ৷ 60 শতাংশ কাজ হয়েছে ৷ 40 শতাংশ এখনও বাকি ৷ " চলতি বছর 30-35টি প্রতিমার বরাত পেয়েছেন তিনি ৷ কয়েকটি প্রতিমা তৈরি হয়ে গেছে ও তা নিয়েও চলে গেছেন উদ্যোক্তারা ৷ আর সেই বাকি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে বৃষ্টিকে উপেক্ষা করেই দিনরাত কাজ করছেন বিশালের মতো নদিয়ার অন্য মৃৎশিল্পীরাও ৷

Intro:বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে পুজো শুরুর। তাই চরম ব্যস্ততায় সকলেই। প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা সবাই শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু পুজোর মুখে লাগাতার তিন দিন হওয়ার খামখেয়ালিপনা চিন্তার ভাঁজ ফেলেছে নদীয়ার মৃৎশিল্পীদের। নদীয়ার প্রতিমা শুধুমাত্র রাজ্যের রাজ্যের বাইরে সারাদেশ এবং বিদেশে পাড়ি দেয়। পুজোর মুখে দিনরাত এক করে কাজ করে সম্পন্ন করেন প্রতিমা তৈরীর কাজ। কাজ 60% সম্পন্ন হলেও প্রতিমা রং করা থেকে শুরু করে সাজসজ্জা করাতে বেশ কিছুটা অসুবিধার মুখে পড়েছেন মৃৎশিল্পীরা। কিন্তু আবহাওয়াকে উপেক্ষা করেও তারা কাজ করে চলেছেন। কারণ সময়মতো পুজো কমিটি গুলিকে প্রতিমা সরবরাহ করতে হবে। নদিয়ার কৃষ্ণনগরে পালপাড়ার এক শিল্পী কানাইলাল ঘোষ জানাচ্ছেন, যারা লেবারের কাজ করে তাদের অসুবিধা হচ্ছে বৃষ্টির কারণে, এর পাশাপাশি ঠাকুর গুলো সরাতে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। কাজগুলো দেরি হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। ঠাকুর সারা রাজ্য জুড়ে অডার থাকে। এবছর কলকাতা সহ বিভিন্ন জেলায় ঠাকুর পৌছবে। আর এক মৃৎশিল্পী বিকাশ বিশ্বাস বলেন, আবহাওয়ার কারণে তাদের প্রতিমা তৈরি করতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। পুজো কমিটি গুলিকে সময় মতো প্রতিভা ডেলিভারি দেওয়া যাচ্ছে না। বৃষ্টির কারণে রং ঠিকমতো শুকোচ্ছে না ঠাকুরের শরীর থেকে। যার কারণে অনেকাংশে কাঁচা থেকে যাচ্ছে। তবুও কাজ করতে হচ্ছে আবহাওয়াকে উপেক্ষা করে।


Body:NADIA DURGA


Conclusion:
Last Updated : Sep 28, 2019, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.