ETV Bharat / state

চাকদহে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 1

পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে এক ব্য়ক্তি চাকদা থানার সেবা গ্রামে একটি বাড়িভাড়া নেন ৷ তিনি নিজেকে আয়ুর্বেদিক চিকিৎসক বলে পরিচয় দেন ৷ বাড়ি ভাড়া নেওয়ার সময় তিনি জানান, যেহেতু তিনি আয়ুর্বেদিক চিকিৎসক তাই তিনি ওষুধের ব্য়বসা করবেন ৷ সেকারণেই ঘরভাড়া নিচ্ছেন ৷

author img

By

Published : Mar 15, 2021, 6:35 PM IST

CHAKDAHA
এখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়

চাকদহ, 15 মার্চ : বাড়ি ভাড়া নিয়ে চলত বেআইনি আগ্নেয়াস্ত্র কারবার। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার 1 দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে নদিয়া চাকদা থানা এলাকায়।

পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে এক ব্য়ক্তি চাকদা থানার সেবা গ্রামে একটি বাড়িভাড়া নেন ৷ তিনি নিজেকে আয়ুর্বেদিক চিকিৎসক বলে পরিচয় দেন ৷ বাড়ি ভাড়া নেওয়ার সময় তিনি জানান, যেহেতু তিনি আয়ুর্বেদিক চিকিৎসক তাই তিনি ওষুধের ব্য়বসা করবেন ৷ সেকারণেই ঘরভাড়া নিচ্ছেন ৷

কিন্তু কয়েকদিন যেতেই সন্দেহ বাড়ে ওই বাড়ির মালিকের ৷ কারণ অধিকাংশ সময়েই অপরিচিত ব্য়ক্তিরা যাতায়াত করতেন ৷ কিন্তু যেহেতু ওষুধের কারবার করেন তাই কিছু জানতে চাননি ৷ পুরো বিষয়টি সামনে এল গতকাল একটি ব্য়াগ দেখার পর ৷

নদীয়ার চাকদহে আগ্নেয়াস্ত্র উদ্ধার

আরও পড়ুন- তৃণমূল ছাড়লেন দেবশ্রী

গতকাল ওই বাড়ির মালিক দেখেন বাড়ির সামনে একটি ব্য়াগ পড়ে আছে ৷ সেটি দেখে সন্দেহ হয় ওই ব্য়ক্তির ৷ তিনি ব্য়াগটি খুলে দেখেন তার ভিরত একটি অস্ত্র রয়েছে ৷ এরপর তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন ৷

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধার করে এবং সেসময় থাকা সোমনাথ মজুমদার নামে এক ব্য়ক্তিকে গ্রেপ্তার করে ৷ খবর পেয়ে চম্পট দেয় বাকিরা ৷

চাকদহ, 15 মার্চ : বাড়ি ভাড়া নিয়ে চলত বেআইনি আগ্নেয়াস্ত্র কারবার। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার 1 দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে নদিয়া চাকদা থানা এলাকায়।

পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে এক ব্য়ক্তি চাকদা থানার সেবা গ্রামে একটি বাড়িভাড়া নেন ৷ তিনি নিজেকে আয়ুর্বেদিক চিকিৎসক বলে পরিচয় দেন ৷ বাড়ি ভাড়া নেওয়ার সময় তিনি জানান, যেহেতু তিনি আয়ুর্বেদিক চিকিৎসক তাই তিনি ওষুধের ব্য়বসা করবেন ৷ সেকারণেই ঘরভাড়া নিচ্ছেন ৷

কিন্তু কয়েকদিন যেতেই সন্দেহ বাড়ে ওই বাড়ির মালিকের ৷ কারণ অধিকাংশ সময়েই অপরিচিত ব্য়ক্তিরা যাতায়াত করতেন ৷ কিন্তু যেহেতু ওষুধের কারবার করেন তাই কিছু জানতে চাননি ৷ পুরো বিষয়টি সামনে এল গতকাল একটি ব্য়াগ দেখার পর ৷

নদীয়ার চাকদহে আগ্নেয়াস্ত্র উদ্ধার

আরও পড়ুন- তৃণমূল ছাড়লেন দেবশ্রী

গতকাল ওই বাড়ির মালিক দেখেন বাড়ির সামনে একটি ব্য়াগ পড়ে আছে ৷ সেটি দেখে সন্দেহ হয় ওই ব্য়ক্তির ৷ তিনি ব্য়াগটি খুলে দেখেন তার ভিরত একটি অস্ত্র রয়েছে ৷ এরপর তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন ৷

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধার করে এবং সেসময় থাকা সোমনাথ মজুমদার নামে এক ব্য়ক্তিকে গ্রেপ্তার করে ৷ খবর পেয়ে চম্পট দেয় বাকিরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.