ETV Bharat / state

পার্শ্ব শিক্ষকদের সমর্থনে অর্জুন, পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ফের আন্দোলনের প্রস্তুতি

author img

By

Published : Aug 18, 2019, 3:21 PM IST

Updated : Aug 18, 2019, 3:27 PM IST

কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের অবস্থানে পুলিশের বেধড়ক লাঠিচার্জের প্রতিবাদে ফের আন্দোলনের প্রস্তুতি চলছে । গোটা রাজ্য থেকেই পার্শ্ব শিক্ষকরা গিয়ে কল্যাণী থানার সামনে আন্দোলনের জন্য একত্রিত হচ্ছেন । আজ আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে সমর্থন জানাতে কল্যাণী আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ।

মিছিল পার্শ্ব শিক্ষকদের

কল্যাণী, 18 অগাস্ট : কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের অবস্থানে পুলিশের বেধড়ক লাঠিচার্জের প্রতিবাদে ফের আন্দোলনের প্রস্তুতি চলছে । গোটা রাজ্য থেকেই পার্শ্ব শিক্ষকরা গিয়ে কল্যাণী থানার সামনে আন্দোলনের জন্য একত্রিত হচ্ছেন ।

শুক্রবার প্রায় এক হাজার পার্শ্ব শিক্ষক বিভিন্ন দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দেন ৷ সেই অভিযান আটকাতে সল্টলেকের PNB মোড়ে ব্যারিকেড করে পুলিশ ৷ শিক্ষকদের ফিরে যেতে বলা হলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় ৷ এই ঘটনার প্রতিবাদে শিক্ষকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান ৷ পার্শ্ব শিক্ষকদের দাবি, বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই প্রতিশ্রুতি রাখেননি ৷ বিকাশ ভবন অভিযান সফল না হওয়ায় গতকাল কল্যাণী স্টেশনের পাশে বাস টার্মিনাসে অবস্থানে বসেন পার্শ্ব শিক্ষকরা ৷ রাতে সেখানেই তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ তাঁদের জোর করে তুলে দেওয়া হয় । অভিযোগ, মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের উপর আক্রমণ করে তাদের শাড়ি-ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয় । প্রতিবাদে আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পার্শ্ব শিক্ষকরা কল্যাণীতে আসছেন । তাঁদের আগামী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা চলছে ।

শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

এদিকে আজ আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে সমর্থন জানাতে কল্যাণী আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে পিসি-ভাইপো প্রাইভেট লিমিটেড কম্পানি চালাচ্ছেন । রাজতন্ত্র চালানোর চেষ্টা করছেন । তাই জন্য তিনি কোনও মানুষকে আন্দোলন করতে দেবেন না । উনি যা ইচ্ছা তাই করছেন ।" গতকাল ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর আক্রমণ হয় । তা নিয়ে অর্জুন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থেকে সাংবাদিক কেন কাউকেই রেহাই করছেন না । মিথ্যা মামলায় লোককে ফাঁসাচ্ছেন । নতুন নতুন যুবকরা যেখানে চাকরি জন্য লড়াই করছেন তাঁদের মারা হচ্ছে এবং জেলে ভরা হচ্ছে ।"

কল্যাণী, 18 অগাস্ট : কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের অবস্থানে পুলিশের বেধড়ক লাঠিচার্জের প্রতিবাদে ফের আন্দোলনের প্রস্তুতি চলছে । গোটা রাজ্য থেকেই পার্শ্ব শিক্ষকরা গিয়ে কল্যাণী থানার সামনে আন্দোলনের জন্য একত্রিত হচ্ছেন ।

শুক্রবার প্রায় এক হাজার পার্শ্ব শিক্ষক বিভিন্ন দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দেন ৷ সেই অভিযান আটকাতে সল্টলেকের PNB মোড়ে ব্যারিকেড করে পুলিশ ৷ শিক্ষকদের ফিরে যেতে বলা হলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় ৷ এই ঘটনার প্রতিবাদে শিক্ষকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান ৷ পার্শ্ব শিক্ষকদের দাবি, বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই প্রতিশ্রুতি রাখেননি ৷ বিকাশ ভবন অভিযান সফল না হওয়ায় গতকাল কল্যাণী স্টেশনের পাশে বাস টার্মিনাসে অবস্থানে বসেন পার্শ্ব শিক্ষকরা ৷ রাতে সেখানেই তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ তাঁদের জোর করে তুলে দেওয়া হয় । অভিযোগ, মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের উপর আক্রমণ করে তাদের শাড়ি-ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয় । প্রতিবাদে আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পার্শ্ব শিক্ষকরা কল্যাণীতে আসছেন । তাঁদের আগামী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা চলছে ।

শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

এদিকে আজ আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে সমর্থন জানাতে কল্যাণী আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে পিসি-ভাইপো প্রাইভেট লিমিটেড কম্পানি চালাচ্ছেন । রাজতন্ত্র চালানোর চেষ্টা করছেন । তাই জন্য তিনি কোনও মানুষকে আন্দোলন করতে দেবেন না । উনি যা ইচ্ছা তাই করছেন ।" গতকাল ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর আক্রমণ হয় । তা নিয়ে অর্জুন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থেকে সাংবাদিক কেন কাউকেই রেহাই করছেন না । মিথ্যা মামলায় লোককে ফাঁসাচ্ছেন । নতুন নতুন যুবকরা যেখানে চাকরি জন্য লড়াই করছেন তাঁদের মারা হচ্ছে এবং জেলে ভরা হচ্ছে ।"

Intro:নদীয়ার কল্যাণীতে প্যারা টিচারদের অবস্থান আন্দোলনের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জ, মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের উপর আক্রমণ শাড়ি ব্লাউজ ছিড়ে ফেলার অভিযোগে প্যারা টিচাররা আবার কল্যাণী থানার সামনে আন্দোলনের লক্ষ্যে একত্রিত হচ্ছে।
উল্লেখ্য,কলকাতায় গতকাল আন্দোলন সংগঠিত করতে না পেরে শনিবার নদীয়ার কল্যাণীতে আন্দোলন এবং অবস্থানে বসেন রাজ্যের প্যারা টিচাররা ।তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা রাজ্য সরকারের বঞ্চনার শিকার।
বিভিন্ন তাদের প্রতিশ্রুতি দিয়ে রাখা হয়নি । রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বিভিন্ন ধরনের তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে যাওয়ার পর তাদের দিকটায় নজর রাখেন নি। তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে কল্যাণী স্টেশনের বাস টার্মিনাল এ অবস্থান বিক্ষোভে বসেন রাজ্যের প্যারা টিচাররা। তারা জানান গতকাল কলকাতায় তাদের আন্দোলন কে সংঘটিত হতে দেয়নি রাজ্যের পুলিশ প্রশাসন এবং তার আগে প্রতিবাদ সংগঠিত করতে যাচ্ছিলেন সেখান থেকে তাদের বিতাড়িত করা হয় । তারই প্রতিবাদে এবং বিভিন্ন দাবি-দাওয়া ভিত্তিতে শনিবার তারা কল্যাণী মেন স্টেশনের বাস টার্মিনাস এ অবস্থান ধর্মঘট ও বিক্ষোভে বসেছিলেন। অভিযোগ ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ গিয়ে অবস্থান বিক্ষোভকারীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করা হয়। জোর করে তুলে দেওয়া হয় তাদের অনসন। তারই প্রতিবাদে সকাল থেকেই প্যারা টিচাররা কল্যাণীতে আসছেন। আগামী পদক্ষেপ কি হবে তাও আলোচনা করছেন।Body:KALYANI PERA TEACHERConclusion:
Last Updated : Aug 18, 2019, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.