নদিয়া, 27 জুলাই: প্রতিদিন 1টা, দু‘টো করে আম গাছ কাটতে কাটতে নিমেষে সাফ 20টি আমগাছ (Cutting Down Trees) ৷ স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলেও মেলেনি কোনও সুরাহা ৷ নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের অর্ন্তগত খেজুরতলা পাড়া এলাকার ঘটনা ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আম বাগানটির মালিক নরেশ সরকার ৷ তিনি স্থানীয় কাঠ মাফিয়াদের কাছে বিক্রি করে দিয়েছেন 20টি আমগাছ ৷ এরপরেই প্রতিদিনই একটা দুটো করে আমগাছ কাটা শুরু হয়। মঙ্গলবার ফলনশীল 20টি আম গাছ কেটে ফেলা হয়েছে ৷ এমনকী গাছগুলি কেটে যে লরিতে করে নিয়ে যাওয়া হয়েছে সেই লরিটিরও নম্বর প্লেট নেই ৷ তাতেই দানা বেঁধেছে সন্দেহ ৷ এই গাছ কাটায় বন দফতরের অনুমতি আছে কি না, গ্রামবাসীরা সেই প্রশ্ন তুললেও কোনও উত্তর মেলেনি ৷ সন্দেহ, বন দফতরের অনুমতি ছাড়াই এই গাছগুলি হচ্ছে বলে মনে করছেন গ্রামবাসীরা ৷
আরও পড়ুন: বনাঞ্চল ধ্বংসের প্রতিবাদে আন্দোলনে কুড়মি সম্প্রদায়ের একাংশ
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সারা রাজ্য জুড়ে চলছে অরণ্য সপ্তাহ পালন ৷ এই অরণ্য সপ্তাহ পালনের মধ্যে দিয়ে প্রত্যেক বিধায়কদের মাধ্যমে চারা গাছ বিলি করা হচ্ছে ৷ একদিকে সবুজকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে একের পর এক সরকারি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ৷ তার মধ্যে নির্বিচারে চলছে গাছ কাটা ৷ ঘটনাটি সম্পর্কে কিছু জানেননা বলে দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত প্রধান তপতী বসাক ৷