ETV Bharat / state

Expired Vaccination: শিশুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়

নদিয়ায় ছয় মাসের শিশুর শরীরে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন (expired vaccine given to the child in nadia) ৷ অভিযোগের তির চিকিৎসকের বিরুদ্ধে ৷ শান্তিপুরের এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রের ঘটনা ।

Expired Vaccination
বেসরকারি হাসপাতালে শিশুকে মেয়ার উত্তীর্ণ ভ্যাকসিন
author img

By

Published : Dec 27, 2022, 9:29 PM IST

Updated : Dec 27, 2022, 10:23 PM IST

শিশুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন

শান্তিপুর, 27 ডিসেম্বর: ছয় মাসের শিশুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে (Allegations against of doctor for giving expired vaccine) । 10 মাসের মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়া হয়েছে । শান্তিপুরের এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রের ঘটনা । মঙ্গলবার চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায় (Nadia News) ৷

Expired Vaccination
শিশুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিনের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

আরও পড়ুন: কলকাতার রাজপথে অন্য বড়দিন 'স্লামডগ'দের

জানা গিয়েছে, শান্তিপুর পৌরসভার বাসন্তী এলাকার বাসিন্দা কুন্তল রায় ৷ বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত । রবিবার ছয় মাসের পুত্র কিশান্ত রায়-এর ভ্যাকসিন নেওয়ার জন্য শান্তিপুর মেডিক্য়াল কেয়ার নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে গিয়েছিলেন ওই ব্যক্তি । সেখানে চিকিৎসক সুমন সরকার তাঁদের শিশু পুত্রকে 25 তারিখে দু’টি ভ্যাকসিন দেন ৷ ভ্যাকসিন কার্ডে টিকার বিস্তারিত বর্ণনার সময়েই ওই পরিবারের চোখে পরে একটি ভ্যাকসিন মেয়াদ উত্তীর্ণ ৷ একমাস, দুইমাস নয় 10 মাস মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে একটি ভ্যাকসিনের ৷ বিষয়টি তাদের নজরে পড়তেই ওই বেসরকারি চিকৎসা কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ৷ এরপরেই চিকিৎসা কেন্দ্রের ফ্রিজে থাকা সমস্ত ভ্যাকসিন ফেলে দেওয়া হয়ছে বলে অভিযোগ ওই দম্পতির ৷

আরও পড়ুন: ভুল চিকিৎসার অভিযোগ, ঝাড়গ্রামের নার্সিংহোমে মৃত্যু মহিলার

আর কতজন শিশুকে এই মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়া হয়েছে তার কোনও তথ্য দেননি কর্তৃপক্ষ । তবে শিশুটির উপর নজর রাখতে বলা হয়েছে ওই চিকিৎসাকেন্দ্রের পক্ষ থেকে ৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার । অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির বাবা-মা ৷ এই ঘটনার পর থেকেই ওই অভিযুক্ত চিকিৎসকের দেখা পাওয়া যায়নি ওই স্বাস্থ্য কেন্দ্রে ৷

আরও পড়ুন: মডেল স্টেশন বোলপুরে দাঁড়াবে না বন্দে ভারত ! কবিগুরুর 'অবমাননা'য় ফুঁসছে রবি-অনুরাগীরা

শিশুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন

শান্তিপুর, 27 ডিসেম্বর: ছয় মাসের শিশুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে (Allegations against of doctor for giving expired vaccine) । 10 মাসের মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়া হয়েছে । শান্তিপুরের এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রের ঘটনা । মঙ্গলবার চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায় (Nadia News) ৷

Expired Vaccination
শিশুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিনের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

আরও পড়ুন: কলকাতার রাজপথে অন্য বড়দিন 'স্লামডগ'দের

জানা গিয়েছে, শান্তিপুর পৌরসভার বাসন্তী এলাকার বাসিন্দা কুন্তল রায় ৷ বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত । রবিবার ছয় মাসের পুত্র কিশান্ত রায়-এর ভ্যাকসিন নেওয়ার জন্য শান্তিপুর মেডিক্য়াল কেয়ার নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে গিয়েছিলেন ওই ব্যক্তি । সেখানে চিকিৎসক সুমন সরকার তাঁদের শিশু পুত্রকে 25 তারিখে দু’টি ভ্যাকসিন দেন ৷ ভ্যাকসিন কার্ডে টিকার বিস্তারিত বর্ণনার সময়েই ওই পরিবারের চোখে পরে একটি ভ্যাকসিন মেয়াদ উত্তীর্ণ ৷ একমাস, দুইমাস নয় 10 মাস মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে একটি ভ্যাকসিনের ৷ বিষয়টি তাদের নজরে পড়তেই ওই বেসরকারি চিকৎসা কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ৷ এরপরেই চিকিৎসা কেন্দ্রের ফ্রিজে থাকা সমস্ত ভ্যাকসিন ফেলে দেওয়া হয়ছে বলে অভিযোগ ওই দম্পতির ৷

আরও পড়ুন: ভুল চিকিৎসার অভিযোগ, ঝাড়গ্রামের নার্সিংহোমে মৃত্যু মহিলার

আর কতজন শিশুকে এই মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়া হয়েছে তার কোনও তথ্য দেননি কর্তৃপক্ষ । তবে শিশুটির উপর নজর রাখতে বলা হয়েছে ওই চিকিৎসাকেন্দ্রের পক্ষ থেকে ৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার । অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির বাবা-মা ৷ এই ঘটনার পর থেকেই ওই অভিযুক্ত চিকিৎসকের দেখা পাওয়া যায়নি ওই স্বাস্থ্য কেন্দ্রে ৷

আরও পড়ুন: মডেল স্টেশন বোলপুরে দাঁড়াবে না বন্দে ভারত ! কবিগুরুর 'অবমাননা'য় ফুঁসছে রবি-অনুরাগীরা

Last Updated : Dec 27, 2022, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.