ETV Bharat / state

কিশোরীকে শারীরিক নির্যাতনে অভিযুক্ত আত্মীয় - Physics harassment of girl

কৃষ্ণনগরে ঘূর্ণি এলাকায় এক কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল তার আত্মীয়ের বিরুদ্ধে । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Aa
Aa
author img

By

Published : Sep 20, 2020, 8:50 PM IST

কৃষ্ণনগর, 20 সেপ্টেম্বর : মত্ত অবস্থায় এক কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল তার ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে । কৃষ্ণনগরের ঘূর্ণি নতুন পাড়া এলাকার ঘটনা । নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় কৃষ্ণনগর মহিলা থানায় । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পরিবারের দাবি, বাড়িতে মনসা পুজো ছিল । কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সন্ধেয় 16 বছরের ওই কিশোরী দোকানে যায় । তখনই তাকে সুযোগ বুঝে এক প্রতিবেশী তথা আত্মীয় ঘুরতে যাওয়ার নাম করে টেনে নিয়ে যায় একটি নির্জন স্থানে । তারপর সেখানে শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ । মেয়ের বাড়ি ফিরতে দেরি হওয়ার কারণে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয় । মধ্যরাতে কিশোরী বাড়ি ফেরার পর কারণ জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনাটি পরিবারের সদস্যদের জানায় । এরপরই কৃষ্ণনগর মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে কৃষ্ণনগর আদালতে পেশ করে । আদালত অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ।

কৃষ্ণনগর, 20 সেপ্টেম্বর : মত্ত অবস্থায় এক কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল তার ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে । কৃষ্ণনগরের ঘূর্ণি নতুন পাড়া এলাকার ঘটনা । নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় কৃষ্ণনগর মহিলা থানায় । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পরিবারের দাবি, বাড়িতে মনসা পুজো ছিল । কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সন্ধেয় 16 বছরের ওই কিশোরী দোকানে যায় । তখনই তাকে সুযোগ বুঝে এক প্রতিবেশী তথা আত্মীয় ঘুরতে যাওয়ার নাম করে টেনে নিয়ে যায় একটি নির্জন স্থানে । তারপর সেখানে শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ । মেয়ের বাড়ি ফিরতে দেরি হওয়ার কারণে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয় । মধ্যরাতে কিশোরী বাড়ি ফেরার পর কারণ জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনাটি পরিবারের সদস্যদের জানায় । এরপরই কৃষ্ণনগর মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে কৃষ্ণনগর আদালতে পেশ করে । আদালত অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.