ETV Bharat / state

পোকা-আধসেদ্ধ রান্না, মিড ডে মিল নিয়ে ক্ষোভ নদিয়ার স্কুলে - তেহট্ট

মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠল নদিয়ার দুটি শিক্ষাকেন্দ্রে ৷

মিড-ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠল নদিয়ার দুটি শিক্ষাকেন্দ্রে ৷
author img

By

Published : Aug 23, 2019, 5:32 PM IST

Updated : Aug 23, 2019, 5:39 PM IST

নদিয়া, 23 অগাস্ট : স্কুল পড়ুয়াদের মিড-ডে মিল নিয়ে অভিযোগ অব্যাহত ৷ দুর্নীতি রুখতে সরকার কড়া ব্যবস্থা নিয়েও লাভ হচ্ছে না ৷ খাবারগুলি অধিকাংশই দিনই মুখে দেওয়া যায় না, কখনও পোকা থাকে, কখনও বা তা আধসেদ্ধ, তাই সেসব ফেলে দিতে হয় পড়ুয়াদের, এমনটাই অভিযোগ উঠল নদিয়ার দুটি শিক্ষাকেন্দ্রে ৷ একটি চাপড়া থানার নবাবগঞ্জের প্রাথমিক বিদ্যালয়, অপরটি তেহট্ট থানার গোপালপুর 55 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ।

নবাবগঞ্জের স্কুলের ক্ষেত্রে অভিযোগ, কোনও কোনও দিন খাবারে ডিম মিললেও অধিকাংশ দিনই শুধুমাত্র ডাল-ভাত কিংবা শুধু ভাত-আলু সেদ্ধ দেওয়া হয় ৷ অন্যদিকে তেহট্টের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিল অপরিচ্ছন্ন এবং খিচুড়িতে পোকা রয়েছে, এই অভিযোগে কেন্দ্রের সামনে রাঁধুনি এবং শিক্ষিকাকে আটকে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷

নবাবগঞ্জের স্কুলটির ক্ষেত্রে এক অভিভাবক জানান, তাঁর ছেলে এই স্কুলের ছাত্র । সে রোজই বাড়ি গিয়ে বলে, খাবার খেতে পারেনি ৷ কারণ কাঁচা রয়েছে বা নুন নেই ৷ ডিম খেতে চাইলেও রোজ তা দেওয়া হয় না ৷ এছাড়াও যে ভাবে রান্না করা হয় পড়ুয়াদের খাবারগুলি তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ অভিযোগ, স্কুলের রান্নায় হয় পাট কাঠি কিংবা ডালপালা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ৷ কোনও গ্যাসের ব্যবস্থা নেই ৷ রান্নার ক্ষেত্রে ব্যবহৃত জলও পানের অযোগ্য বলে অভিযোগ ৷

মিড-ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠল নদিয়ার দুটি শিক্ষাকেন্দ্রে ৷

শুক্রবার অঙ্গনওয়াড়ি স্কুল শেষের পর কয়েকজন পড়ুয়া খিচুড়ি নিয়ে বাড়ি গিয়েছিল । অভিযোগ, বাড়িতে গেলে অভিভাবকরা লক্ষ্য করেন খিচুড়িতে একাধিক পোকা রয়েছে । এরপর বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়াদের মায়েরা । শিক্ষিকা বলেন, শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন তিনি ৷ বাড়ি থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসেছিলেন ৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা ৷ অভিযোগ, বেশিরভাগদিনই অপরিচ্ছন্নভাবে রান্না করা হয় এই কেন্দ্রে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই কেন্দ্রের শিক্ষিকা ও রাঁধুনি৷

নদিয়া, 23 অগাস্ট : স্কুল পড়ুয়াদের মিড-ডে মিল নিয়ে অভিযোগ অব্যাহত ৷ দুর্নীতি রুখতে সরকার কড়া ব্যবস্থা নিয়েও লাভ হচ্ছে না ৷ খাবারগুলি অধিকাংশই দিনই মুখে দেওয়া যায় না, কখনও পোকা থাকে, কখনও বা তা আধসেদ্ধ, তাই সেসব ফেলে দিতে হয় পড়ুয়াদের, এমনটাই অভিযোগ উঠল নদিয়ার দুটি শিক্ষাকেন্দ্রে ৷ একটি চাপড়া থানার নবাবগঞ্জের প্রাথমিক বিদ্যালয়, অপরটি তেহট্ট থানার গোপালপুর 55 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ।

নবাবগঞ্জের স্কুলের ক্ষেত্রে অভিযোগ, কোনও কোনও দিন খাবারে ডিম মিললেও অধিকাংশ দিনই শুধুমাত্র ডাল-ভাত কিংবা শুধু ভাত-আলু সেদ্ধ দেওয়া হয় ৷ অন্যদিকে তেহট্টের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিল অপরিচ্ছন্ন এবং খিচুড়িতে পোকা রয়েছে, এই অভিযোগে কেন্দ্রের সামনে রাঁধুনি এবং শিক্ষিকাকে আটকে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷

নবাবগঞ্জের স্কুলটির ক্ষেত্রে এক অভিভাবক জানান, তাঁর ছেলে এই স্কুলের ছাত্র । সে রোজই বাড়ি গিয়ে বলে, খাবার খেতে পারেনি ৷ কারণ কাঁচা রয়েছে বা নুন নেই ৷ ডিম খেতে চাইলেও রোজ তা দেওয়া হয় না ৷ এছাড়াও যে ভাবে রান্না করা হয় পড়ুয়াদের খাবারগুলি তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ অভিযোগ, স্কুলের রান্নায় হয় পাট কাঠি কিংবা ডালপালা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ৷ কোনও গ্যাসের ব্যবস্থা নেই ৷ রান্নার ক্ষেত্রে ব্যবহৃত জলও পানের অযোগ্য বলে অভিযোগ ৷

মিড-ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠল নদিয়ার দুটি শিক্ষাকেন্দ্রে ৷

শুক্রবার অঙ্গনওয়াড়ি স্কুল শেষের পর কয়েকজন পড়ুয়া খিচুড়ি নিয়ে বাড়ি গিয়েছিল । অভিযোগ, বাড়িতে গেলে অভিভাবকরা লক্ষ্য করেন খিচুড়িতে একাধিক পোকা রয়েছে । এরপর বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়াদের মায়েরা । শিক্ষিকা বলেন, শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন তিনি ৷ বাড়ি থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসেছিলেন ৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা ৷ অভিযোগ, বেশিরভাগদিনই অপরিচ্ছন্নভাবে রান্না করা হয় এই কেন্দ্রে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই কেন্দ্রের শিক্ষিকা ও রাঁধুনি৷

Intro:মিড ডে মিল খাওয়ার অযোগ্য ,অধিকাংশ দিন না খেয়ে ফেলে দিতে হয় পড়ুয়াদের, কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই স্কুল কর্তৃপক্ষের এমনই, অভিযোগ উঠল নদীয়া চাপড়া থানার নবাবগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে ।
এক অভিভাবক জানান, তার ছেলে এই স্কুলের ছাত্র। বাড়িতে গিয়ে সে জানায় , স্কুলে যে খাবার দেয় সে খাবার খাওয়া যায় না। মাসে কোন কোনদিন খাবারে ডিম মিললেও অধিকাংশ দিনই শুধুমাত্র ডাল-ভাত কিংবা সুধু ভাত ও আলু সেদ্ধ দেওয়া হয় বলে অভিযোগ । এছাড়াও যে ভাবে রান্না করা হয় পড়ুয়াদের খাবারগুলি তা নিয়ে প্রশ্ন উঠেছে স্কুলে রান্নায় হয় পাটকাটি কিংবা অন্যান্য ডালপালা দিয়ে নেই কোন গ্যাসের ব্যবস্থা এছাড়াও রান্নার ক্ষেত্রে যে পানীয় জল ব্যবহার করা হয় সেই জল খাওয়ার অযোগ্য বলে অভিযোগ ওঠেBody:CHAPRA MID DAY MILConclusion:
Last Updated : Aug 23, 2019, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.