ETV Bharat / state

হাসপাতাল চত্বরে মদ বিক্রির প্রতিবাদ করায় মহিলা ও শিশুদের উপর হামলা - alchhohol was seeling in shantipur state general hospital area

হাসপাতাল চত্বরে মদ বিক্রি করায় প্রতিবাদ করেন স্থানীয়রা ৷ কিন্তু তাঁদের উপরই চড়াও হয় মদ বিক্রেতাসহ বেশ কয়েকজন দুষ্কৃতী ৷ গতকালের পর আজ সকাল দশটা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ৷ দুই মদ বিক্রেতার বাড়ি সার্চ করে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করা হয় ৷ স্থানীয়রা শান্তিপুর থানায় পিটিশন জমা দেন ৷ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ৷

হাসপাতাল চত্বরে মদ বিক্রি, প্রতিবাদে আহত মহিলা ও শিশু
হাসপাতাল চত্বরে মদ বিক্রি, প্রতিবাদে আহত মহিলা ও শিশু
author img

By

Published : Jun 1, 2021, 8:36 PM IST

শান্তিপুর, 1 জুন : হাসপাতাল চত্বরে প্রকাশ্যে চলছে মদ বিক্রি ৷ প্রতিবাদ করায় আটটি বাড়ি ভাঙচুরসহ সারারাত তাণ্ডব চালাল দুষ্কৃতীরা ৷ সঙ্গে প্রাণে মারার হুমকি। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এলাকার ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘরে প্রকাশ্যে রাস্তার পাশে চলে মদ্যপানের আসর। শান্তিপুর স্টেডিয়ামের সামনের রাস্তা দিয়ে সন্ধ্যার পর মহিলা থেকে শিশুদের চলাচলের উপায় থাকে না ৷ এর আগেও একাধিকবার এই নিয়ে সরব হয়েছিলেন স্থানীয়রা ৷ জনপ্রতিনিধি থেকে শুরু করে, প্রশাসন সকলেরই জানা জোড়া কালী বটতলার ববি কলোনিতে রাম ঘোষ এবং হসপিটাল কোয়ার্টার কলোনিতে অরুণ বিশ্বাস নামে দুই ব্যক্তি নিয়মিত মদ বিক্রি করেন। সন্ধ্যের পর থেকে অকথ্য গালিগালাজ শুনতে পান ওই এলাকার বাসিন্দারা ৷ গতকাল তারই প্রতিবাদ করেছিলেন সংশ্লিষ্ট এলাকার যুবক ও মহিলারা ৷

হাসপাতাল চত্বরে মদ বিক্রি, প্রতিবাদে আহত মহিলা ও শিশু

আর তার ফলস্বরূপ প্রতিবাদীদের উপর চড়াও হয় রাম ঘোষ নামের মদ বিক্রেতা ও তার সঙ্গে আরও পাঁচ-ছয়জন দুষ্কৃতী ৷ এমনকি শিশু ও মহিলাদের গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে ৷ সঙ্গে সঙ্গে শান্তিপুর থানায় খবর দেওয়া হয় ৷ কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও পুলিশ আসেনি বলে অভিযোগ তোলেন স্থানীয়রা ৷ পাশাপাশি আজ সকাল থেকে ফের মদের দোকান খুলে যায় ৷ আবারও এলাকার মহিলারা দোকানে খুলতে বাধা দেন ৷ ফের তাঁদের উপর চড়়াও হয় মদ বিক্রেতারা ৷

আরও পড়ুন : পুরবাসিন্দাদের জন্য মিউটেশন ফি অর্ধেক করে দিলেন গৌতম দেব

এরপর আজ সকাল দশটা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ৷ দুই মদ বিক্রেতার বাড়ি সার্চ করে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করা হয় ৷ স্থানীয়রা শান্তিপুর থানায় পিটিশন জমা দেন ৷ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ৷

শান্তিপুর, 1 জুন : হাসপাতাল চত্বরে প্রকাশ্যে চলছে মদ বিক্রি ৷ প্রতিবাদ করায় আটটি বাড়ি ভাঙচুরসহ সারারাত তাণ্ডব চালাল দুষ্কৃতীরা ৷ সঙ্গে প্রাণে মারার হুমকি। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এলাকার ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘরে প্রকাশ্যে রাস্তার পাশে চলে মদ্যপানের আসর। শান্তিপুর স্টেডিয়ামের সামনের রাস্তা দিয়ে সন্ধ্যার পর মহিলা থেকে শিশুদের চলাচলের উপায় থাকে না ৷ এর আগেও একাধিকবার এই নিয়ে সরব হয়েছিলেন স্থানীয়রা ৷ জনপ্রতিনিধি থেকে শুরু করে, প্রশাসন সকলেরই জানা জোড়া কালী বটতলার ববি কলোনিতে রাম ঘোষ এবং হসপিটাল কোয়ার্টার কলোনিতে অরুণ বিশ্বাস নামে দুই ব্যক্তি নিয়মিত মদ বিক্রি করেন। সন্ধ্যের পর থেকে অকথ্য গালিগালাজ শুনতে পান ওই এলাকার বাসিন্দারা ৷ গতকাল তারই প্রতিবাদ করেছিলেন সংশ্লিষ্ট এলাকার যুবক ও মহিলারা ৷

হাসপাতাল চত্বরে মদ বিক্রি, প্রতিবাদে আহত মহিলা ও শিশু

আর তার ফলস্বরূপ প্রতিবাদীদের উপর চড়াও হয় রাম ঘোষ নামের মদ বিক্রেতা ও তার সঙ্গে আরও পাঁচ-ছয়জন দুষ্কৃতী ৷ এমনকি শিশু ও মহিলাদের গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে ৷ সঙ্গে সঙ্গে শান্তিপুর থানায় খবর দেওয়া হয় ৷ কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও পুলিশ আসেনি বলে অভিযোগ তোলেন স্থানীয়রা ৷ পাশাপাশি আজ সকাল থেকে ফের মদের দোকান খুলে যায় ৷ আবারও এলাকার মহিলারা দোকানে খুলতে বাধা দেন ৷ ফের তাঁদের উপর চড়়াও হয় মদ বিক্রেতারা ৷

আরও পড়ুন : পুরবাসিন্দাদের জন্য মিউটেশন ফি অর্ধেক করে দিলেন গৌতম দেব

এরপর আজ সকাল দশটা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ৷ দুই মদ বিক্রেতার বাড়ি সার্চ করে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করা হয় ৷ স্থানীয়রা শান্তিপুর থানায় পিটিশন জমা দেন ৷ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.