ETV Bharat / state

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজও অবরোধ নাকাশিপাড়ায় - Agitation CAA Nakashipara

NRC ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA ) বিরোধিতা করে নাকাশিপাড়া 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয়রা । চাকা জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে স্থানীয়রা ।

image
চাকা জ্বালিয়ে পথ অবরোধ
author img

By

Published : Dec 16, 2019, 11:46 AM IST

নাকাশিপাড়া, 16 ডিসেম্বর : NRC ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA ) বিরোধিতা করে নাকাশিপাড়া 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয়রা । টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে স্থানীয়রা ।

NRC ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধিতার আগুন ছড়িয়ে পড়েছে রাজ্যে । গতকাল দিল্লিতে এই আগুনে পুড়েছে বেশ কয়েকটি বাস। এই রাজ্যেও একাধিক জায়গায় বাস পোড়ানো হয়েছে । এই পরিস্থিতিতে মালদার বেশ কয়েকটি রুটে বন্ধ করে দেওয়া হয়েছে বেসরকারি বাস পরিষেবা ।

গত পরশু থেকেই NRC ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধিতার আগুন ছড়িয়ে পড়েছে মালদায় । সেদিন হরিশচন্দ্রপুর স্টেশনে রীতিমতো তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা । গতকাল প্রতিবাদ চলেছে ভালুকা রোড স্টেশনে । উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় বিক্ষোভকারীরা যাত্রীবাহী বাসের উপর হামলা চালায় ।

নাকাশিপাড়া, 16 ডিসেম্বর : NRC ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA ) বিরোধিতা করে নাকাশিপাড়া 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয়রা । টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে স্থানীয়রা ।

NRC ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধিতার আগুন ছড়িয়ে পড়েছে রাজ্যে । গতকাল দিল্লিতে এই আগুনে পুড়েছে বেশ কয়েকটি বাস। এই রাজ্যেও একাধিক জায়গায় বাস পোড়ানো হয়েছে । এই পরিস্থিতিতে মালদার বেশ কয়েকটি রুটে বন্ধ করে দেওয়া হয়েছে বেসরকারি বাস পরিষেবা ।

গত পরশু থেকেই NRC ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধিতার আগুন ছড়িয়ে পড়েছে মালদায় । সেদিন হরিশচন্দ্রপুর স্টেশনে রীতিমতো তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা । গতকাল প্রতিবাদ চলেছে ভালুকা রোড স্টেশনে । উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় বিক্ষোভকারীরা যাত্রীবাহী বাসের উপর হামলা চালায় ।

Intro:NRC CAA বিরোধিতা করে নাকাশিপাড়া 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয়রা। চাকা জ্বালিয়ে দীর্ঘ কোন পথ অবরোধ স্থানীয়দের।Body:NAKASHIPARA ROAD Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.