নাকাশিপাড়া, 16 ডিসেম্বর : NRC ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA ) বিরোধিতা করে নাকাশিপাড়া 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয়রা । টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে স্থানীয়রা ।
NRC ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধিতার আগুন ছড়িয়ে পড়েছে রাজ্যে । গতকাল দিল্লিতে এই আগুনে পুড়েছে বেশ কয়েকটি বাস। এই রাজ্যেও একাধিক জায়গায় বাস পোড়ানো হয়েছে । এই পরিস্থিতিতে মালদার বেশ কয়েকটি রুটে বন্ধ করে দেওয়া হয়েছে বেসরকারি বাস পরিষেবা ।
গত পরশু থেকেই NRC ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধিতার আগুন ছড়িয়ে পড়েছে মালদায় । সেদিন হরিশচন্দ্রপুর স্টেশনে রীতিমতো তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা । গতকাল প্রতিবাদ চলেছে ভালুকা রোড স্টেশনে । উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় বিক্ষোভকারীরা যাত্রীবাহী বাসের উপর হামলা চালায় ।