চাপড়া, 1 মে : দুর্ঘটনার কবলে মহকুমা শাসকের গাড়ি ৷ অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি । গাড়ির চালক-সহ বেশ কয়েকজন গুরুতর জখম । তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ।
নদীয়ার চাপড়ার থানার বড়ো অন্দুলিয়া পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তেহট্টের মহকুমাশাসকের গাড়ির । এই ঘটনায় চোট পেয়েছেন মহকুমাশাসক । তাঁর গাড়ির চালকের চোট গুরুতর বলে জানা যাচ্ছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে চাপড়া থানার বড় অন্দুলিয়া পেট্রল পাম্পের কাছে ।
সূত্রের খবর, রাত 9 টা নাগাদ মহকুমা শাসক মৌমিতা সাহা-সহ তাঁর পরিবার তেহট্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন ৷ আর তখনই বড় আন্দুলিয়া পেট্রল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে তাঁর গাড়ি ।
আরও পড়ুন : কোভিড ইউনিট হওয়ার পরের সপ্তাহেই বেড সংকট বনগাঁ হাসপাতালে
স্থানীয় বাসিন্দারা তাঁদেরকে উদ্ধার করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাপড়া থানার পুলিশ । প্রত্যেকেই এখন তেহট্ট মহকুমায় হাসপাতালে চিকিৎসাধীন ।