হাঁসখালি, 12 মার্চ : আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ । এরপর তাকে রানাঘাট আদালতে পাঠানো হয় । ধৃতের নাম পবন চৌহান ।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রী নাটক করছেন, প্রতিক্রিয়া রানাঘাটের সাংসদের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত ভায়না শ্মশান রোড এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ উদ্ধার করেন তাঁরা। এরপরই তাকে গ্রেফতার করা হয় ।
আরও পড়ুন : রানাঘাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় টোটো চালকের মৃত্যু, আহত 4
ধৃতের নাম পবন চৌহান কোন উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ । কোথা থেকেই বা ওই অস্ত্র পবনের কাছে এল তা খতিয়ে দেখছেন তারা । সেই সঙ্গে ওই যুবককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে । সে কোন চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা তার তদন্ত করছে হাঁসখালি থানার পুলিশ । নির্বাচনের আগে এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার কে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায় ।