নদিয়া, 20 এপ্রিল : আবারও এক যুবকের ফেসবুক লাইভ করার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা । (Young died by suicide after doing Facebook Live)। মৃত যুবকের নাম রবি বিশ্বাস ৷ বয়স আনুমানিক একুশ বছর । ঘটনাটি শান্তিপুর থানার মোড় সংলগ্ন বাসন্তীপাড়া এলাকায় ।
পরিবার সূত্রে খবর, গত কাল রাত আটটা নাগাদ ওই যুবক ফেসবুক লাইভ করার পর ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন । পরিবারের লোকজন রাত ন'টা নাগাদ ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখেন, রবি ঝুলন্ত অবস্থায় রয়েছেন । তড়িঘড়ি তাঁকে নামিয়ে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার-সহ গোটা এলাকায় ।
মৃতের পরিবারের বক্তব্য, তিনি কর্মসূত্রে ভিনরাজ্যে থাকতেন ৷ তিনি ভিনরাজ্যে চলে যাওয়ার পর তাঁর স্ত্রী বাপেরবাড়িতে চলে যান ৷ গত 7 দিন আগে শান্তিপুরের নিজের বাড়িতে ফিরে আসেন রবি । কিন্তু তারপর কী কারণে ফেসবুক লাইভ করে জানিয়ে আত্মহত্যা করলেন যুবক তা নিয়ে ধোঁযাশা রয়েছে ।
আত্মহত্যার ঘটনা শুনে রবি বিশ্বাসের স্ত্রী ছুটে আসেন বাড়িতে ৷ স্ত্রী রূপালি বিশ্বাসও তাঁর স্বামীর আত্মহত্যার বিষয়ে কিছুই বলতে পারেননি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায় শান্তিপুর থানার পুলিশ । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।
আরও পড়ুন : Sabujsathi Bicycle Selling as Scrap : শান্তিপুরে স্ক্র্যাপ হিসাবে বিকোচ্ছে সবুজসাথীর সাইকেল