ETV Bharat / state

শৌচালয়ের কুয়োয় এক মহিলা, দমকল কর্মীদের তৎপরতায় প্রাণরক্ষা - শান্তিপুর পৌরসভা

শুক্রবার দুপুর দেড়টা নাগাদ কলপাড়ে শৌচালয়ের কুয়োর স্লাবের উপর দাঁড়িয়ে স্নান করছিলেন তিনি । শরীরের ওজন বেশি থাকায় হঠাৎই অসাবধানতাবশত ওই মহিলা স্লাব ভেঙে গিয়ে কুয়োর মধ্যে পড়ে যান ।

A woman rescued from toilet well
শৌচালয়ের কুয়োয় এক মহিলা
author img

By

Published : Jun 4, 2021, 10:54 PM IST

শান্তিপুর, 4 জুন : অসাবধানতাবশত কলপাড়ে স্নান করতে গিয়ে শৌচালয়ের কুয়োর স্লাব ভেঙে কুয়োতে পড়ে যায় এক মহিলা ।ঘটনাস্থলে দমকল কর্মীদের প্রচেষ্টায় উদ্ধার হন ওই মহিলা । ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকার ।

তেলিপাড়ার বাসিন্দা সৌমেন্দ্র প্রামাণিকের বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা । জানা গিয়েছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ কলপাড়ে শৌচালয়ের কুয়োর স্লাবের উপর দাঁড়িয়ে স্নান করছিলেন তিনি । শরীরের ওজন বেশি থাকায় হঠাৎই অসাবধানতাবশত ওই মহিলা স্লাব ভেঙে গিয়ে কুয়োর মধ্যে পড়ে যান । চেঁচামেচি করতেই ছুটে আসে বাড়ির লোকজনসহ এলাকার মানুষ । ওই মহিলাকে কুয়ো থেকে তুলতে চেষ্টা করেন তাঁরা । প্রাথমিকভাবে চেষ্টা করেও ওই মহিলাকে তুলতে সক্ষম না হলে খবর দেওয়া হয় শান্তিপুর দমকল অফিস ও শান্তিপুর থানায় । দমকল কর্মীরা এসে ওই মহিলাকে দড়ি দিয়ে কুয়ো থেকে উদ্ধার করে ।

বেশ খানিকটা সময় ওই কুয়োর মধ্যে থাকায় দুর্গন্ধে শ্বাসরুদ্ধ হয়ে পড়েন ওই মহিলা । এরপর শারীরিক অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন ও শান্তিপুর থানার পুলিশ তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন : নদিয়ায় যুবক খুনে গ্রেফতার বোন ও তার প্রেমিক

এ বিষয়ে দমকল কর্মীরা জানান, তাঁরা যদি সময়মতো না পৌঁছাতেন তাহলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত । কারণ, শৌচাগারের কুয়োর গভীরতা ছিল যথেষ্ট । ওই মহিলা শারীরিক ওজন বেশি থাকায় তলিয়ে গিয়ে প্রাণহানির সম্ভাবনা ছিল । প্রায় ত্রিশ মিনিটের প্রচেষ্টায় ওই মহিলাকে উদ্ধার করেন দমকল কর্মীরা ।

শান্তিপুর, 4 জুন : অসাবধানতাবশত কলপাড়ে স্নান করতে গিয়ে শৌচালয়ের কুয়োর স্লাব ভেঙে কুয়োতে পড়ে যায় এক মহিলা ।ঘটনাস্থলে দমকল কর্মীদের প্রচেষ্টায় উদ্ধার হন ওই মহিলা । ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকার ।

তেলিপাড়ার বাসিন্দা সৌমেন্দ্র প্রামাণিকের বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা । জানা গিয়েছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ কলপাড়ে শৌচালয়ের কুয়োর স্লাবের উপর দাঁড়িয়ে স্নান করছিলেন তিনি । শরীরের ওজন বেশি থাকায় হঠাৎই অসাবধানতাবশত ওই মহিলা স্লাব ভেঙে গিয়ে কুয়োর মধ্যে পড়ে যান । চেঁচামেচি করতেই ছুটে আসে বাড়ির লোকজনসহ এলাকার মানুষ । ওই মহিলাকে কুয়ো থেকে তুলতে চেষ্টা করেন তাঁরা । প্রাথমিকভাবে চেষ্টা করেও ওই মহিলাকে তুলতে সক্ষম না হলে খবর দেওয়া হয় শান্তিপুর দমকল অফিস ও শান্তিপুর থানায় । দমকল কর্মীরা এসে ওই মহিলাকে দড়ি দিয়ে কুয়ো থেকে উদ্ধার করে ।

বেশ খানিকটা সময় ওই কুয়োর মধ্যে থাকায় দুর্গন্ধে শ্বাসরুদ্ধ হয়ে পড়েন ওই মহিলা । এরপর শারীরিক অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন ও শান্তিপুর থানার পুলিশ তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন : নদিয়ায় যুবক খুনে গ্রেফতার বোন ও তার প্রেমিক

এ বিষয়ে দমকল কর্মীরা জানান, তাঁরা যদি সময়মতো না পৌঁছাতেন তাহলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত । কারণ, শৌচাগারের কুয়োর গভীরতা ছিল যথেষ্ট । ওই মহিলা শারীরিক ওজন বেশি থাকায় তলিয়ে গিয়ে প্রাণহানির সম্ভাবনা ছিল । প্রায় ত্রিশ মিনিটের প্রচেষ্টায় ওই মহিলাকে উদ্ধার করেন দমকল কর্মীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.