নদিয়া, 16 জানুয়ারি: শাড়ি তৈরির পাওয়ার লুম মেশিনের মোটরে চাদর জড়িয়ে শ্বাসরোধ হয়ে মৃত্য়ু হল এক মহিলার ৷ ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভার সুত্রাগড় উত্তরপাড়ায় ৷ বাপের বাড়িতে পাওয়ার লুম মেশিনে শাড়ি তৈরির কাজ করছিলেন কল্যাণী ঘোষ নামে ওই মহিলা ৷ অসাবধাতা বসত তাঁর গায়ের চাদর মেশিনে আটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে মহিলার বাপের বাড়ির লোকজন ৷
জানা গিয়েছে, বছর 33-র কল্যাণী ঘোষের বাড়ি শ্বশুরবাড়ি শান্তিপুরের তোপখানা পাড়ায় ৷ সেখান থেকে রোজ তিনি সূত্রগড়ে বাপের বাড়িতে শাড়ি তৈরির কাজ করতে যান ৷ এদিন দুপুর দেড়টা নাগাদ তেমনি পাওয়ার লুম মেশিনে শাড়ি তৈরির কাজ করতে গিয়ে অসাবধানতায় তাঁর গায়ের চাদর মেশিনে আটকে গলায় ফাঁস লেগে যায় ৷ গলায় ফাঁস লাগতেই তিনি চিৎকার শুরু করেন ৷ তাঁর চিকিৎকার শুনে পরিজনেরা সেখানে ছুটে যান ৷ তৎক্ষণাৎ কল্য়াণীদেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷
আরও পড়ুন : পিকনিকে গিয়ে অস্বাভাবিক মৃত্যু যুবকের
গোটা ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷ মৃত ওই মহিলার একটি 11 বছরের ছেলে এবং 14 বছরের একটি মেয়ে রয়েছে ৷