ETV Bharat / state

Road Accident: কৃষ্ণনগরে পথ দুর্ঘটনায় তিন বছরের শিশুর মৃত্যু, প্রতিবাদে রাস্তা অবরোধ - রাস্তা অবরোধ

কৃষ্ণনগর কোতোয়ালি থানার নতুন পাড়ায় কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে গাড়ি চাপা পড়ে মৃত্যু হল 3 বছরের এক শিশুর ৷ ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয়রা ৷

A Three Year Old Child Dead Due to a Road Accident in Krishna nagar
কৃষ্ণনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বছরের এক শিশুর
author img

By

Published : Sep 17, 2021, 6:17 PM IST

কৃষ্ণনগর, 17 সেপ্টেম্বর : পথ দুর্ঘটনায় বছর তিনের এক শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল কৃষ্ণনগর কোতোয়ালি থানার নুতন পাড়ায় ৷ নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কের ধারে শিশুটি দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে ৷ সেই সময় নবদ্বীপ দিক থেকে আসা একটি গাড়ি শিশুটিকে ধাক্কা মারে বলে অভিযোগ ৷ দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালক সেখান থেকে পালিয়ে যায় ৷ পরে ঘাতক গাড়িটিতে স্থানীয়রা ভাঙচুর চালায় ৷ বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা ৷ পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৃষ্ণনগর কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় ৷

আরও পড়ুন : Road Accident : বিয়ে বাড়ি যাওয়ার সময় ডায়মন্ড হারবারে পথ দুর্ঘটনা, মৃত 5

স্থানীয়দের দাবি কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কের ধারে বছর তিনের পৃথ্বীরাজ কর্মকার দাঁড়িয়েছিল ৷ সেই সময় নবদ্বীপের দিক থেকে আসা একটি গাড়ি শিশুটিকে ধাক্কা মারে ৷ অভিযোগ, পরিস্থিতি বেগতিক দেখে চালক গাড়ি ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় ৷ এর পর উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায় ৷ বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে রাস্তা অবরোধ করেন তাঁরা ৷ খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ সেখানে যায় ৷ পুলিশ গিয়ে শিশুটির দেহ শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ৷ স্থানীয়দের অভিযোগ, রাজ্য সড়কের উপর দিয়ে গাড়ি লাগামছাড়া গতিতে চলাচল করে ৷

আরও পড়ুন : Maharastra Accident : শ্রমিক বোঝাই ডাম্পার উল্টে মৃত্যু 13 জনের, গুরুতর আহত তিন

তবে, পুলিশ সূত্রে খবর ওই শিশু কোনওভাবে বাড়ির লোকজনের চোখ এড়িয়ে রাস্তার মাঝে চলে এসে থাকতে পারে ৷ আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ পুলিশ ঘাতক গাড়িকে আটক করেছে ৷ গাড়ির নম্বর থেকে মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ ৷ গাড়ির মালিকের খোঁজ পেলেই ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা হতে পারে বলে মনে করছে পুলিশ ৷

কৃষ্ণনগর, 17 সেপ্টেম্বর : পথ দুর্ঘটনায় বছর তিনের এক শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল কৃষ্ণনগর কোতোয়ালি থানার নুতন পাড়ায় ৷ নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কের ধারে শিশুটি দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে ৷ সেই সময় নবদ্বীপ দিক থেকে আসা একটি গাড়ি শিশুটিকে ধাক্কা মারে বলে অভিযোগ ৷ দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালক সেখান থেকে পালিয়ে যায় ৷ পরে ঘাতক গাড়িটিতে স্থানীয়রা ভাঙচুর চালায় ৷ বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা ৷ পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৃষ্ণনগর কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় ৷

আরও পড়ুন : Road Accident : বিয়ে বাড়ি যাওয়ার সময় ডায়মন্ড হারবারে পথ দুর্ঘটনা, মৃত 5

স্থানীয়দের দাবি কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কের ধারে বছর তিনের পৃথ্বীরাজ কর্মকার দাঁড়িয়েছিল ৷ সেই সময় নবদ্বীপের দিক থেকে আসা একটি গাড়ি শিশুটিকে ধাক্কা মারে ৷ অভিযোগ, পরিস্থিতি বেগতিক দেখে চালক গাড়ি ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় ৷ এর পর উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায় ৷ বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে রাস্তা অবরোধ করেন তাঁরা ৷ খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ সেখানে যায় ৷ পুলিশ গিয়ে শিশুটির দেহ শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ৷ স্থানীয়দের অভিযোগ, রাজ্য সড়কের উপর দিয়ে গাড়ি লাগামছাড়া গতিতে চলাচল করে ৷

আরও পড়ুন : Maharastra Accident : শ্রমিক বোঝাই ডাম্পার উল্টে মৃত্যু 13 জনের, গুরুতর আহত তিন

তবে, পুলিশ সূত্রে খবর ওই শিশু কোনওভাবে বাড়ির লোকজনের চোখ এড়িয়ে রাস্তার মাঝে চলে এসে থাকতে পারে ৷ আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ পুলিশ ঘাতক গাড়িকে আটক করেছে ৷ গাড়ির নম্বর থেকে মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ ৷ গাড়ির মালিকের খোঁজ পেলেই ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা হতে পারে বলে মনে করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.