নদিয়া, 7এপ্রিল : দিন কয়েক আগে মারা গেছেন স্বামী। বাড়িতে রয়েছে মাত্র নয় মাসের দুটি যমজ শিশু। তারমধ্যে লকডাউন। শিশু দুটিকে নিয়ে প্রায় না খেয়ে দিন কাটছিল । সোশাল মিডিয়ায় খবর পেয়ে ওই পরিবারকে বিভিন্ন খাদ্য ও নগদ টাকা দিয়ে সাহায্য করলেন এক ব্যক্তি । শুধু তাই-ই নয়, কোলের শিশু দুটির জন্য ভবিষ্যতে বিভিন্ন খরচ বহন করবেন বলে আশ্বাসও দেন তিনি । ঘটনাটি নদিয়ার ভীমপুর থানা এলাকার।
কোরোনার জেরে রাজ্যজুড়ে লকডাউন । অসহায় অবস্থায় দিন কাটছে বহু মানুষের। আর অসহায় পরিবারগুলো পাশে দাঁড়াতে দেখা গি্য়েছে রাজ্যের বিভিন্ন জনপ্রতিনিধি থেকে স্বেচ্ছাসেবী সংগঠনকে। এই লকডাউনের মধ্যেও নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকা চাপড়া বিধানসভার ব্লক সভাপতি তথা নদিয়া জেলা পরিষদের এক সদস্যের মানবিক মুখ দেখা গেল ।
সোশাল মিডিয়ায় এক ব্যক্তি জানান ভীমপুর থানার অন্তর্গত নিলুয়া গ্রামের বাসিন্দা মানিক দুর্লভ নামে এক ব্যক্তি মৃত্যু হয় বেশ কয়েকদিন আগে।মৃত ব্যক্তির দুটি নয় মাসের যমজ সন্তান রয়েছে । স্বাভাবিক ভাবেই মৃত্যুর পরে ওই পরিবারের খাবার জোগাড় নিয়ে চিন্তার মধ্যে পড়ে যান মৃত ব্যক্তির স্ত্রী। সেই সময় ওই এলাকার এক ব্যক্তির সোশাল মিডিয়ায় বার্তা দেখে এগিয়ে আসেন নদিয়া জেলা পরিষদের সদস্য জেবের শেখ । তিনি নিজে ওই বাড়িতে পৌঁছে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান ।
চাল, আলু ও বাচ্চা দুটি জন্য বিভিন্ন পুষ্টিকর খাবার ও ফল এবং নগদ কিছু টাকা ওই পরিবারের হাতে তুলে দেন। আগামী দিনে ওই বাচ্চা দুটির বিভিন্ন খরচ বহন করবেন বলে আশ্বাস দেন তিনি ।