ETV Bharat / state

জমি নিয়ে বিবাদ, দাদাকে খুনের অভিযোগ - তেহট্ট থানা

অভিযোগ, ওই জমি জায়গা নিয়ে গতকাল ছোটো ভাই টোটন মণ্ডলের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় । এর পরেই ছোটো ভাই টোটন মণ্ডল বেশ কয়েকজনকে নিয়ে দাদা দিবাকর মণ্ডলের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় । চিৎকার-চেঁচামেচি শুরু হলেই পালিয়ে যায় টোটন মণ্ডলসহ অন্য অভিযুক্তরা ।

nadia news
জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদা খুন
author img

By

Published : Sep 7, 2020, 5:35 PM IST

তেহট্ট, 7 সেপ্টেম্বর : জমি সংক্রান্ত বিরোধের জেরে দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছোটো ভাইয়ের বিরুদ্ধে । মৃতের নাম দিবাকর মণ্ডল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । নদিয়ার তেহট্ট থানা এলাকার ঘটনা ।

তেহট্টের ফতেপুর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা দিবাকর মণ্ডল । তাঁরা চার ভাই । দিবাকর মণ্ডল পেশায় চাষি । বেশ কয়েক বছর ধরেই তাঁর সঙ্গে ছোটোভাই টোটন মণ্ডলের জমি জায়গা নিয়ে বিবাদ চলছিল । অভিযোগ, ওই জমি জায়গা নিয়ে গতকাল টোটন মণ্ডলের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় । অভিযোগ, টোটন মণ্ডল বেশ কয়েকজনকে নিয়ে দাদা দিবাকর মণ্ডলের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় । এলোপাথাড়ি কোপাতে থাকে । কোপের আঘাতে জ্ঞানশূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দিবাকর মণ্ডল । চিৎকার-চেঁচামেচি শুরু হলেই পালিয়ে যায় টোটন মণ্ডলসহ অন্য অভিযুক্তরা । এরপরই স্থানীয় বাসিন্দারা দিবাকর মণ্ডলকে তেহট্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় তেহট্ট থানার পুলিশ ।

জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদাকে খুনের অভিযোগ

ঘটনার পর অভিযুক্ত টোটন মণ্ডলসহ আরও কয়েক জন পলাতক । তাদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ । এর পাশাপাশি কী কারণে এমন ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ।

তেহট্ট, 7 সেপ্টেম্বর : জমি সংক্রান্ত বিরোধের জেরে দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছোটো ভাইয়ের বিরুদ্ধে । মৃতের নাম দিবাকর মণ্ডল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । নদিয়ার তেহট্ট থানা এলাকার ঘটনা ।

তেহট্টের ফতেপুর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা দিবাকর মণ্ডল । তাঁরা চার ভাই । দিবাকর মণ্ডল পেশায় চাষি । বেশ কয়েক বছর ধরেই তাঁর সঙ্গে ছোটোভাই টোটন মণ্ডলের জমি জায়গা নিয়ে বিবাদ চলছিল । অভিযোগ, ওই জমি জায়গা নিয়ে গতকাল টোটন মণ্ডলের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় । অভিযোগ, টোটন মণ্ডল বেশ কয়েকজনকে নিয়ে দাদা দিবাকর মণ্ডলের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় । এলোপাথাড়ি কোপাতে থাকে । কোপের আঘাতে জ্ঞানশূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দিবাকর মণ্ডল । চিৎকার-চেঁচামেচি শুরু হলেই পালিয়ে যায় টোটন মণ্ডলসহ অন্য অভিযুক্তরা । এরপরই স্থানীয় বাসিন্দারা দিবাকর মণ্ডলকে তেহট্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় তেহট্ট থানার পুলিশ ।

জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদাকে খুনের অভিযোগ

ঘটনার পর অভিযুক্ত টোটন মণ্ডলসহ আরও কয়েক জন পলাতক । তাদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ । এর পাশাপাশি কী কারণে এমন ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.