ETV Bharat / state

রেললাইনের ধারে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার - dead body recovered ranaghat

রেললাইনের ধার থেকে যুবকের দেহ উদ্ধার । রানাঘাট এলাকার ঘটনা ।

রেললাইনের ধারে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
রেললাইনের ধারে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
author img

By

Published : Mar 17, 2021, 4:50 PM IST

রানাঘাট, 17 মার্চ : রেললাইনের ধার থেকে উদ্ধার যুবকের ক্ষত-বিক্ষত দেহ । আজ সকালে ঘটনাটি ঘটেছে রানাঘাট রেললাইনে । মৃতের নাম অমর সরকার(21), নদিয়ার রাওতারি এলাকার বাসিন্দা । অভিযোগ, প্রেমিকার বাড়ির সদস্যরা ওই যুবক ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্কের বিনিময়ে 50 হাজার টাকা দাবি করে । ওই টাকা না দিলে যুবকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয় ।

পরিবার সূত্রে খবর, গত কয়েক মাস আগে থেকে সহপাঠী ও একই গ্রামের বাসিন্দা সুদীপা মজুমদারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে অমর । সেকথা জানাজানি হলে সুদীপার বাড়ির সদস্যরা অমরকে টাকা দেওয়ার হুমকি দেয় । এর পাশাপাশি বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেয় ।

আরও পড়ুন : কোভিড টিকা নেওয়ার 3 দিন পর বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা ?

পরিবারের তরফে অভিযোগ, গতকাল সকালে যুবতির পরিবারের সদস্যরা যুবককে ফোন করে হুমকি দেয় । তারপর ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে যায় । ও পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না । গতকাল সন্ধ্যে থেকে অমরকে খোঁজাখোজি করতে শুরু করে পরিবারের সদস্যরা ।

তারপর আজ সকালে রানাঘাট রেললাইনের উপর তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । যুবকের পরিবারের সদস্যরা রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে । তারপর থেকে পলাতক ওই অভিযুক্ত যুবতি সহ তার পরিবার ।

রানাঘাট, 17 মার্চ : রেললাইনের ধার থেকে উদ্ধার যুবকের ক্ষত-বিক্ষত দেহ । আজ সকালে ঘটনাটি ঘটেছে রানাঘাট রেললাইনে । মৃতের নাম অমর সরকার(21), নদিয়ার রাওতারি এলাকার বাসিন্দা । অভিযোগ, প্রেমিকার বাড়ির সদস্যরা ওই যুবক ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্কের বিনিময়ে 50 হাজার টাকা দাবি করে । ওই টাকা না দিলে যুবকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয় ।

পরিবার সূত্রে খবর, গত কয়েক মাস আগে থেকে সহপাঠী ও একই গ্রামের বাসিন্দা সুদীপা মজুমদারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে অমর । সেকথা জানাজানি হলে সুদীপার বাড়ির সদস্যরা অমরকে টাকা দেওয়ার হুমকি দেয় । এর পাশাপাশি বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেয় ।

আরও পড়ুন : কোভিড টিকা নেওয়ার 3 দিন পর বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা ?

পরিবারের তরফে অভিযোগ, গতকাল সকালে যুবতির পরিবারের সদস্যরা যুবককে ফোন করে হুমকি দেয় । তারপর ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে যায় । ও পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না । গতকাল সন্ধ্যে থেকে অমরকে খোঁজাখোজি করতে শুরু করে পরিবারের সদস্যরা ।

তারপর আজ সকালে রানাঘাট রেললাইনের উপর তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । যুবকের পরিবারের সদস্যরা রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে । তারপর থেকে পলাতক ওই অভিযুক্ত যুবতি সহ তার পরিবার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.