নদিয়া, 5 জুলাই: কড়া বিধিনিষেধের কারণে স্কুল-কলেজ বন্ধ রয়েছে প্রায় দেড় বছর ধরে । ফলে অনেকটাই ক্ষতি হচ্ছে পড়াশোনার । এবার পঠন-পাঠন ও অনলাইন ক্লাস চালুর দাবিতে কলেজের গেটের সামনে প্ল্যাকার্ড হাতে অনশনে বসলেন এক ছাত্র । ঘটনাটি নদিয়ার তেহট্টের বেতাই বিআর আম্বেদকর কলেজের । এই ছাত্রের নাম অমিত সর্দার । বাড়ি বেতাই দক্ষিণ জিতপুর এলাকায় ।
করোনা প্যানডেমিকের কারণে পঠন-পাঠন শিকেয় উঠেছে নদিয়ার তেহট্টের বেতাই বিআর আম্বেদকর কলেজে । পঠন-পাঠন চালুর দাবিতে সোমবার কলেজের গেটের সামনে অনশন শুরু করেন কলেজ পড়ুয়া অমিত সর্দার । এদিন তিনি কলেজের গেটের সামনে বিক্ষোভও দেখান । অমিত সর্দার কলেজের ইতিহাস অনার্সের ছাত্র ।
আরও পড়ুন: শান্তিপুরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন গোটা গ্রামের মানুষ
অমিত সর্দারের এই অনশন চালুর পর থেকে এখনও পর্যন্ত কলেজের কোনও প্রতিনিধি তাঁর সঙ্গে দেখা করেননি । এই ছাত্রের দাবি, করোনা বিধিনিষেধ মেনেই স্কুল-কলেজে পড়াশোনা চালু করতে হবে । অমিত বলেন, "সব ক্ষেত্রে ছাড় মিললেও শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার বিষয়ে কেউই কোনও উদ্যোগ নিচ্ছে না । এইভাবে চলতে থাকলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হতে পারে । সেই কারণেই এই অনশনের সিদ্ধান্ত নিয়েছি । "