ETV Bharat / state

হাঁসখালিতে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ

হাঁসখালি থেকে উদ্ধার হল সিভিক ভলান্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ । মৃতের নাম শ্রী কুমার শর্মা ওরফে পাপাই।

শ্রী কুমার শর্মা
author img

By

Published : May 13, 2019, 1:38 PM IST

হাঁসখালি, 13 মে : নদিয়ার হাঁসখালি থানা এলাকা থেকে উদ্ধার হল এক সিভিক ভলান্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ । মৃতের নাম শ্রী কুমার শর্মা ওরফে পাপাই। বাড়ি ময়ূরহাট গ্রামে।

হাঁসখালি থানায় কর্মরত ছিল পাপাই। গত তিন দিন ধরে নিখোঁজ ছিল সে । এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় । আজ সকালে ময়ূরহাট গ্রামের একটি পাট ক্ষেতে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা । তাঁরাই থানায় খবর দেন ।

খবর পয়ে ঘটনাস্থানে যায় হাঁসখালি থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে পাপাইকে ।

হাঁসখালি, 13 মে : নদিয়ার হাঁসখালি থানা এলাকা থেকে উদ্ধার হল এক সিভিক ভলান্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ । মৃতের নাম শ্রী কুমার শর্মা ওরফে পাপাই। বাড়ি ময়ূরহাট গ্রামে।

হাঁসখালি থানায় কর্মরত ছিল পাপাই। গত তিন দিন ধরে নিখোঁজ ছিল সে । এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় । আজ সকালে ময়ূরহাট গ্রামের একটি পাট ক্ষেতে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা । তাঁরাই থানায় খবর দেন ।

খবর পয়ে ঘটনাস্থানে যায় হাঁসখালি থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে পাপাইকে ।

Intro:এক সিভিক ভলেন্টিয়ারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদীয়ার হাসখালি থানা এলাকায়। মৃতের নাম শ্রী কুমার শর্মা। ওরফে পাপাই। হাঁসখালী থানায় কর্মরত ছিল সে।
সূত্রের খবর, মৃত কুমার শর্মার বাড়ি আজকাল থানার ময়ূরহাট গ্রামে। গত দুই তিন দিন ধরে থানায় নিখোঁজ ছিল সে। আজ সকালে গ্রামের একটি পাট ক্ষেতে ক্ষতবিক্ষত অবস্থায় তার মৃতদেহ দেখতে পাই। এর পরে স্থানীয়রা হাঁসখালী থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটিকে পোসমাটাম করার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দেবী একাধিক ক্ষতবিক্ষত চিহ্ন দেখে প্রাথমিক তদন্তে প্রশাসনিক সূত্রে খুনের অনুমান করা হচ্ছে। তবে এর পিছনে কারা বাকি কারণেই খুন তদন্ত শুরু করেছে পুলিশ।Body:HANSKHALI CIVIC MARDARConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.